Ajker Patrika

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে ছিল সুইসাইড নোট

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে ছিল সুইসাইড নোট

ভারতের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের (২৬) ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আর রোববার সকালে মধ্যপ্রদেশ রাজ্যে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে। অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে প্রেমঘটিত বিষয়ের পাশাপাশি অন্যান্য কিছু অশান্তির কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 ‘সসুরাল সিমার কা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় মুখে পরিণত হন বৈশালী। এ ছাড়া একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। 

মধ্যপ্রদেশের ইন্দোরে যে বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়িতে গত বছর থেকে থাকছিলেন বৈশালী। 

কেনিয়া প্রবাসী অভিনন্দনের সঙ্গে বাগদানের কথা জানিয়েছিলেন বৈশালী২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন বৈশালী। তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয় করেন। এরপর ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমার কা’-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গেছে। সর্বশেষ ‘রক্ষাবন্ধন’ টিভি শোতে তাঁকে দেখা গিয়েছিল। 

গত বছরের এপ্রিলে ইনস্টাগ্রামে বাগদানের খবর জানান বৈশালী। অভিনন্দন সিংহের সঙ্গে বাগদানের ছবিও প্রকাশ করেন। অভিনন্দন কেনিয়াবাসী দাঁতের চিকিৎসক। এর এক মাসের মধ্যেই বৈশালী জানান তাঁদের বিয়ে হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত