ভারতের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের (২৬) ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আর রোববার সকালে মধ্যপ্রদেশ রাজ্যে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে। অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে প্রেমঘটিত বিষয়ের পাশাপাশি অন্যান্য কিছু অশান্তির কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‘সসুরাল সিমার কা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় মুখে পরিণত হন বৈশালী। এ ছাড়া একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোরে যে বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়িতে গত বছর থেকে থাকছিলেন বৈশালী।
২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন বৈশালী। তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয় করেন। এরপর ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমার কা’-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গেছে। সর্বশেষ ‘রক্ষাবন্ধন’ টিভি শোতে তাঁকে দেখা গিয়েছিল।
গত বছরের এপ্রিলে ইনস্টাগ্রামে বাগদানের খবর জানান বৈশালী। অভিনন্দন সিংহের সঙ্গে বাগদানের ছবিও প্রকাশ করেন। অভিনন্দন কেনিয়াবাসী দাঁতের চিকিৎসক। এর এক মাসের মধ্যেই বৈশালী জানান তাঁদের বিয়ে হচ্ছে না।
ভারতের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের (২৬) ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আর রোববার সকালে মধ্যপ্রদেশ রাজ্যে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে। অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে প্রেমঘটিত বিষয়ের পাশাপাশি অন্যান্য কিছু অশান্তির কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‘সসুরাল সিমার কা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় মুখে পরিণত হন বৈশালী। এ ছাড়া একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোরে যে বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়িতে গত বছর থেকে থাকছিলেন বৈশালী।
২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন বৈশালী। তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয় করেন। এরপর ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমার কা’-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গেছে। সর্বশেষ ‘রক্ষাবন্ধন’ টিভি শোতে তাঁকে দেখা গিয়েছিল।
গত বছরের এপ্রিলে ইনস্টাগ্রামে বাগদানের খবর জানান বৈশালী। অভিনন্দন সিংহের সঙ্গে বাগদানের ছবিও প্রকাশ করেন। অভিনন্দন কেনিয়াবাসী দাঁতের চিকিৎসক। এর এক মাসের মধ্যেই বৈশালী জানান তাঁদের বিয়ে হচ্ছে না।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে