ভক্তদের সঙ্গে ছবি তুলতে কেন অনীহা স্কারলেট জোহানসনের
অনেক বছর ধরে একটি বিশেষ নিয়ম মেনে চলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। সেটা হলো, কাজের সময়ের বাইরে পেশাগত জীবনটা দূরে সরিয়ে রাখেন অভিনেত্রী। এমনকি, তখন কোনো ভক্তের সঙ্গেও ছবি তোলেন না। ‘ব্ল্যাক উইডো’ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাইল ম্যাগাজিনকে জানিয়েছেন, কাজ ছাড়া বাকিটা সময় ব্যক্তিগত জীবন নিয়েই...