বিনোদন ডেস্ক
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে এরই মধ্যে ‘এনোলা হোমস’ নামে দুটি সিনেমা বানিয়েছে নেটফ্লিক্স। দুটিই ব্যাপক আলোচিত হয়। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব।
হলিউড রিপোর্টার জানিয়েছে, এরই মধ্যে এনোলা হোমস থ্রি সিনেমার কাজ শুরু করেছে নেটফ্লিক্স। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে। হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় অভিনয় করবেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনজনই ফিরছেন সিকুয়েলে। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করবেন হামিশ প্যাটেল।
যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রির সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিলিপ বারান্তিনি। নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে গিয়ে হাজির হয় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
২০২০ সালে এসেছিল এনোলা হোমস ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০২২ সালে মুক্তি পায় ‘এনোলা হোমস টু’। দুটি সিনেমাই ব্যাপক আলোচিত হয়। ৯৩টি দেশে নেটফ্লিক্সের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে গোয়েন্দা এনোলা হোমসের রহস্যভেদের গল্প।
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে এরই মধ্যে ‘এনোলা হোমস’ নামে দুটি সিনেমা বানিয়েছে নেটফ্লিক্স। দুটিই ব্যাপক আলোচিত হয়। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব।
হলিউড রিপোর্টার জানিয়েছে, এরই মধ্যে এনোলা হোমস থ্রি সিনেমার কাজ শুরু করেছে নেটফ্লিক্স। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে। হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় অভিনয় করবেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনজনই ফিরছেন সিকুয়েলে। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করবেন হামিশ প্যাটেল।
যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রির সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিলিপ বারান্তিনি। নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে গিয়ে হাজির হয় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
২০২০ সালে এসেছিল এনোলা হোমস ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০২২ সালে মুক্তি পায় ‘এনোলা হোমস টু’। দুটি সিনেমাই ব্যাপক আলোচিত হয়। ৯৩টি দেশে নেটফ্লিক্সের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে গোয়েন্দা এনোলা হোমসের রহস্যভেদের গল্প।
গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
৬ ঘণ্টা আগেজনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।
৬ ঘণ্টা আগে