বিনোদন ডেস্ক
টম ক্রুজ ও ব্র্যাড পিট—হলিউডের অ্যাকশন সিনেমায় জনপ্রিয় দুটি নাম। কাজ নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু তাঁরা। দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একবারই একসঙ্গে অভিনয় করেছেন টম ও ব্র্যাড। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ইন্টারভিউ উইদ ভ্যাম্পায়ার’-এর পর আর কখনো একসঙ্গে দেখা যায়নি তাঁদের। টমের সঙ্গে অভিনয় করতে চান ব্র্যাড, তবে এক শর্তে।
বিপজ্জনক দৃশ্যে অভিনয়ে খ্যাতি আছে টম ক্রুজের। মিশন: ইম্পসিবল সিরিজের সিনেমাগুলোয় কখনো দেখা যায়, তিনি উড়োজাহাজের পাখা ধরে ঝুলে আছেন; কখনো অনেক উঁচু থেকে লাফিয়ে নামছেন। বাইক চালিয়ে লাফ দিচ্ছেন পাহাড়ের ওপর থেকে। এসব স্টান্ট নিজেই করেন টম ক্রুজ।
আর তাতেই ভয় ব্র্যাড পিটের। এক গণমাধ্যম সম্প্রতি তাঁর কাছে জানতে চেয়েছিল, তিনি টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চান কি না। জবাবে তিনি বলেন, ‘আমি বিমান থেকে লাফিয়ে নামার মতো কোনো ভয়ংকর দৃশ্যে অভিনয় করতে পারব না। যদি মাটিতে কোনো অ্যাকশন হয়, তাহলে টমের সঙ্গে অভিনয় করতে রাজি আছি।’
মাটিতে ব্র্যাডের অ্যাকশন দেখা যাবে এ মাসেই। ২৭ জুন মুক্তি পাচ্ছে স্পোর্টস সিনেমা ‘এফ ওয়ান’। এতে শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দর্শকদের তাক লাগিয়ে দেবেন ব্র্যাড পিট। আগেই সিনেমাটির প্রশংসা করেছেন টম ক্রুজ। গত এপ্রিলে তিনি বলেন, ‘ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে ভালো লাগছে। সে খুবই ভালো ড্রাইভার। আমি তার সঙ্গে রেস খেলেছি।’
এফ ওয়ান সিনেমার নির্মাতা জোসেফ কোসিনস্কি এর আগে ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ সিনেমায় টম ক্রুজ ও ব্র্যাড পিটকে নেওয়ার চেষ্টা করেছিলেন। টমকে নিয়ে তিনি ‘টপ গান: ম্যাভেরিক’ বানিয়েছেন। দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে জোসেফের। তবে প্রযোজনা প্রতিষ্ঠান বাজেট না দেওয়ায় ফোর্ড ভার্সেস ফেরারিতে তাঁদের নেওয়া সম্ভব হয়নি। পরে কাজটি করেন ক্রিস্টিয়ান বেল ও ম্যাট ডেমন।
টম ক্রুজ ও ব্র্যাড পিট—হলিউডের অ্যাকশন সিনেমায় জনপ্রিয় দুটি নাম। কাজ নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু তাঁরা। দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একবারই একসঙ্গে অভিনয় করেছেন টম ও ব্র্যাড। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ইন্টারভিউ উইদ ভ্যাম্পায়ার’-এর পর আর কখনো একসঙ্গে দেখা যায়নি তাঁদের। টমের সঙ্গে অভিনয় করতে চান ব্র্যাড, তবে এক শর্তে।
বিপজ্জনক দৃশ্যে অভিনয়ে খ্যাতি আছে টম ক্রুজের। মিশন: ইম্পসিবল সিরিজের সিনেমাগুলোয় কখনো দেখা যায়, তিনি উড়োজাহাজের পাখা ধরে ঝুলে আছেন; কখনো অনেক উঁচু থেকে লাফিয়ে নামছেন। বাইক চালিয়ে লাফ দিচ্ছেন পাহাড়ের ওপর থেকে। এসব স্টান্ট নিজেই করেন টম ক্রুজ।
আর তাতেই ভয় ব্র্যাড পিটের। এক গণমাধ্যম সম্প্রতি তাঁর কাছে জানতে চেয়েছিল, তিনি টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চান কি না। জবাবে তিনি বলেন, ‘আমি বিমান থেকে লাফিয়ে নামার মতো কোনো ভয়ংকর দৃশ্যে অভিনয় করতে পারব না। যদি মাটিতে কোনো অ্যাকশন হয়, তাহলে টমের সঙ্গে অভিনয় করতে রাজি আছি।’
মাটিতে ব্র্যাডের অ্যাকশন দেখা যাবে এ মাসেই। ২৭ জুন মুক্তি পাচ্ছে স্পোর্টস সিনেমা ‘এফ ওয়ান’। এতে শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দর্শকদের তাক লাগিয়ে দেবেন ব্র্যাড পিট। আগেই সিনেমাটির প্রশংসা করেছেন টম ক্রুজ। গত এপ্রিলে তিনি বলেন, ‘ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে ভালো লাগছে। সে খুবই ভালো ড্রাইভার। আমি তার সঙ্গে রেস খেলেছি।’
এফ ওয়ান সিনেমার নির্মাতা জোসেফ কোসিনস্কি এর আগে ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ সিনেমায় টম ক্রুজ ও ব্র্যাড পিটকে নেওয়ার চেষ্টা করেছিলেন। টমকে নিয়ে তিনি ‘টপ গান: ম্যাভেরিক’ বানিয়েছেন। দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে জোসেফের। তবে প্রযোজনা প্রতিষ্ঠান বাজেট না দেওয়ায় ফোর্ড ভার্সেস ফেরারিতে তাঁদের নেওয়া সম্ভব হয়নি। পরে কাজটি করেন ক্রিস্টিয়ান বেল ও ম্যাট ডেমন।
৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১০ ঘণ্টা আগেগত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে বাতিল হয়ে গেছে নগর বাউল জেমসের কনসার্ট। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। এই আলোচনার মধ্যে জানা গেল জেমসের নতুন কনসার্টের খবর।
১ দিন আগেস্টেজে গান গাওয়ার সময় মিউজিশিয়ানকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সংগীতশিল্পী মুজিব পরদেশী। অনেকে মন্তব্য করছেন, মুজিব পরদেশীর মতো সিনিয়র শিল্পীর কাছ থেকে এমন ব্যবহার কাম্য নয়। তবে সংগীতশিল্পী রবি চৌধুরী মনে করেন, বিষয়টি অন্যভাবে না নিয়ে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখা উচিত।
১ দিন আগেশিশুদের অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের নিয়ে বার্তা প্রচারের অভিযোগ এনে নেটফ্লিক্স বয়কটের ডাক দিয়েছেন প্রযুক্তি বিশ্বের উদ্যোক্তা ধনকুবের ইলন মাস্ক। এরই মধ্যে তাঁর এই বয়কটের ডাকে বিশাল ক্ষতির মুখোমুখি হয়েছে এই জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
২ দিন আগে