বিনোদন ডেস্ক
নতুন সিনেমা আসছে ব্র্যাড পিটের। ‘এফ ওয়ান’ নামের সিনেমাটি ২৭ জুন মুক্তি পাবে বিশ্বব্যাপী। তার আগে ২৩ জুন এফ ওয়ানের প্রিমিয়ার হয়ে গেল লন্ডনের লেস্টার স্কয়ারে। সেখানে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন টম ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটের সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন ক্রুজ। একসঙ্গে সিনেমা দেখলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন।
হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। কারণ, প্রায় ২৪ বছর পর একসঙ্গে প্রকাশ্যে পাওয়া গেল তাঁদের। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্ট দেখতে গিয়ে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন তাঁরা।
ক্রুজ ও পিট এ বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে। ইথান হান্ট হয়ে ফিরেই ওপেনিং উইকেন্ডে ২০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে রেকর্ড গড়েছেন টম ক্রুজ। মে মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এ পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে। টম ক্রুজের আরেকটি সফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’-এর নির্মাতা জোসেফ কোসিনস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন এফ ওয়ান। এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনেক দিন ধরে।
স্পোর্টস সিনেমা এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। যিনি নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিলেন। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাঁকে। বর্তমানে তিনি ট্যাক্সি চালান, সাধারণ জীবনযাপন করেন। তাঁকে আবার রেসের মাঠে ফিরিয়ে আনেন পুরোনো এক বন্ধু। মোটাদাগে এটাই এফ ওয়ান সিনেমার গল্প। ট্রেলারে এ সিনেমার বিশাল আয়োজন দেখে চোখ ধাঁধিয়ে যায়। আসল ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার মাঠ আর মাঠের উত্তেজনা নির্মাতা যেন পুরোটাই তুলে এনেছেন এই সিনেমায়।
শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দুঃসাহসী চালক হিসেবে কতটা মন জয় করতে পারেন ব্র্যাড পিট—দেখার অপেক্ষায় সবাই। তাঁকে এ রূপে দেখে খুশি টম ক্রুজও। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে তিনিও খুশি। কারণ, বাস্তবেও ব্র্যাড পিট খুব ভালো ড্রাইভার। একসঙ্গে রেসও খেলেছেন তাঁরা। তাই প্রিয় বন্ধুর বহুল প্রতীক্ষিত সিনেমা একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি টম ক্রুজ।
এফ ওয়ানের প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়তো শিগগির সিনেমায়ও একসঙ্গে পাওয়া যাবে তাঁদের! ১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইদ দ্য ভ্যাম্পায়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। তিন দশক পর নতুন কোনো কাজে যদি তাঁরা একত্র হন, তাহলে সেটা হবে হলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংবাদ!
নতুন সিনেমা আসছে ব্র্যাড পিটের। ‘এফ ওয়ান’ নামের সিনেমাটি ২৭ জুন মুক্তি পাবে বিশ্বব্যাপী। তার আগে ২৩ জুন এফ ওয়ানের প্রিমিয়ার হয়ে গেল লন্ডনের লেস্টার স্কয়ারে। সেখানে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন টম ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটের সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন ক্রুজ। একসঙ্গে সিনেমা দেখলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন।
হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। কারণ, প্রায় ২৪ বছর পর একসঙ্গে প্রকাশ্যে পাওয়া গেল তাঁদের। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্ট দেখতে গিয়ে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন তাঁরা।
ক্রুজ ও পিট এ বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে। ইথান হান্ট হয়ে ফিরেই ওপেনিং উইকেন্ডে ২০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে রেকর্ড গড়েছেন টম ক্রুজ। মে মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এ পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে। টম ক্রুজের আরেকটি সফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’-এর নির্মাতা জোসেফ কোসিনস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন এফ ওয়ান। এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনেক দিন ধরে।
স্পোর্টস সিনেমা এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। যিনি নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিলেন। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাঁকে। বর্তমানে তিনি ট্যাক্সি চালান, সাধারণ জীবনযাপন করেন। তাঁকে আবার রেসের মাঠে ফিরিয়ে আনেন পুরোনো এক বন্ধু। মোটাদাগে এটাই এফ ওয়ান সিনেমার গল্প। ট্রেলারে এ সিনেমার বিশাল আয়োজন দেখে চোখ ধাঁধিয়ে যায়। আসল ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার মাঠ আর মাঠের উত্তেজনা নির্মাতা যেন পুরোটাই তুলে এনেছেন এই সিনেমায়।
শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দুঃসাহসী চালক হিসেবে কতটা মন জয় করতে পারেন ব্র্যাড পিট—দেখার অপেক্ষায় সবাই। তাঁকে এ রূপে দেখে খুশি টম ক্রুজও। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে তিনিও খুশি। কারণ, বাস্তবেও ব্র্যাড পিট খুব ভালো ড্রাইভার। একসঙ্গে রেসও খেলেছেন তাঁরা। তাই প্রিয় বন্ধুর বহুল প্রতীক্ষিত সিনেমা একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি টম ক্রুজ।
এফ ওয়ানের প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়তো শিগগির সিনেমায়ও একসঙ্গে পাওয়া যাবে তাঁদের! ১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইদ দ্য ভ্যাম্পায়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। তিন দশক পর নতুন কোনো কাজে যদি তাঁরা একত্র হন, তাহলে সেটা হবে হলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংবাদ!
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৮ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে