বিনোদন ডেস্ক
নতুন সিনেমা আসছে ব্র্যাড পিটের। ‘এফ ওয়ান’ নামের সিনেমাটি ২৭ জুন মুক্তি পাবে বিশ্বব্যাপী। তার আগে ২৩ জুন এফ ওয়ানের প্রিমিয়ার হয়ে গেল লন্ডনের লেস্টার স্কয়ারে। সেখানে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন টম ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটের সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন ক্রুজ। একসঙ্গে সিনেমা দেখলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন।
হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। কারণ, প্রায় ২৪ বছর পর একসঙ্গে প্রকাশ্যে পাওয়া গেল তাঁদের। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্ট দেখতে গিয়ে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন তাঁরা।
ক্রুজ ও পিট এ বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে। ইথান হান্ট হয়ে ফিরেই ওপেনিং উইকেন্ডে ২০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে রেকর্ড গড়েছেন টম ক্রুজ। মে মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এ পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে। টম ক্রুজের আরেকটি সফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’-এর নির্মাতা জোসেফ কোসিনস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন এফ ওয়ান। এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনেক দিন ধরে।
স্পোর্টস সিনেমা এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। যিনি নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিলেন। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাঁকে। বর্তমানে তিনি ট্যাক্সি চালান, সাধারণ জীবনযাপন করেন। তাঁকে আবার রেসের মাঠে ফিরিয়ে আনেন পুরোনো এক বন্ধু। মোটাদাগে এটাই এফ ওয়ান সিনেমার গল্প। ট্রেলারে এ সিনেমার বিশাল আয়োজন দেখে চোখ ধাঁধিয়ে যায়। আসল ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার মাঠ আর মাঠের উত্তেজনা নির্মাতা যেন পুরোটাই তুলে এনেছেন এই সিনেমায়।
শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দুঃসাহসী চালক হিসেবে কতটা মন জয় করতে পারেন ব্র্যাড পিট—দেখার অপেক্ষায় সবাই। তাঁকে এ রূপে দেখে খুশি টম ক্রুজও। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে তিনিও খুশি। কারণ, বাস্তবেও ব্র্যাড পিট খুব ভালো ড্রাইভার। একসঙ্গে রেসও খেলেছেন তাঁরা। তাই প্রিয় বন্ধুর বহুল প্রতীক্ষিত সিনেমা একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি টম ক্রুজ।
এফ ওয়ানের প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়তো শিগগির সিনেমায়ও একসঙ্গে পাওয়া যাবে তাঁদের! ১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইদ দ্য ভ্যাম্পায়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। তিন দশক পর নতুন কোনো কাজে যদি তাঁরা একত্র হন, তাহলে সেটা হবে হলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংবাদ!
নতুন সিনেমা আসছে ব্র্যাড পিটের। ‘এফ ওয়ান’ নামের সিনেমাটি ২৭ জুন মুক্তি পাবে বিশ্বব্যাপী। তার আগে ২৩ জুন এফ ওয়ানের প্রিমিয়ার হয়ে গেল লন্ডনের লেস্টার স্কয়ারে। সেখানে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন টম ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটের সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন ক্রুজ। একসঙ্গে সিনেমা দেখলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন।
হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। কারণ, প্রায় ২৪ বছর পর একসঙ্গে প্রকাশ্যে পাওয়া গেল তাঁদের। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্ট দেখতে গিয়ে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন তাঁরা।
ক্রুজ ও পিট এ বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে। ইথান হান্ট হয়ে ফিরেই ওপেনিং উইকেন্ডে ২০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে রেকর্ড গড়েছেন টম ক্রুজ। মে মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এ পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে। টম ক্রুজের আরেকটি সফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’-এর নির্মাতা জোসেফ কোসিনস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন এফ ওয়ান। এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনেক দিন ধরে।
স্পোর্টস সিনেমা এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। যিনি নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিলেন। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাঁকে। বর্তমানে তিনি ট্যাক্সি চালান, সাধারণ জীবনযাপন করেন। তাঁকে আবার রেসের মাঠে ফিরিয়ে আনেন পুরোনো এক বন্ধু। মোটাদাগে এটাই এফ ওয়ান সিনেমার গল্প। ট্রেলারে এ সিনেমার বিশাল আয়োজন দেখে চোখ ধাঁধিয়ে যায়। আসল ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার মাঠ আর মাঠের উত্তেজনা নির্মাতা যেন পুরোটাই তুলে এনেছেন এই সিনেমায়।
শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দুঃসাহসী চালক হিসেবে কতটা মন জয় করতে পারেন ব্র্যাড পিট—দেখার অপেক্ষায় সবাই। তাঁকে এ রূপে দেখে খুশি টম ক্রুজও। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে তিনিও খুশি। কারণ, বাস্তবেও ব্র্যাড পিট খুব ভালো ড্রাইভার। একসঙ্গে রেসও খেলেছেন তাঁরা। তাই প্রিয় বন্ধুর বহুল প্রতীক্ষিত সিনেমা একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি টম ক্রুজ।
এফ ওয়ানের প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়তো শিগগির সিনেমায়ও একসঙ্গে পাওয়া যাবে তাঁদের! ১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইদ দ্য ভ্যাম্পায়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। তিন দশক পর নতুন কোনো কাজে যদি তাঁরা একত্র হন, তাহলে সেটা হবে হলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংবাদ!
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৬ ঘণ্টা আগে