বিনোদন ডেস্ক
অনেক কিছু ঘটে গেছে জেমস বন্ডকে ঘিরে গত কয়েক বছরে। ‘ক্যাসিনো রয়েল’ থেকে ‘নো টাইম টু ডাই’—সর্বশেষ পাঁচটি সিনেমায় জেমস বন্ড হিসেবে হাজির হওয়ার পর এ চরিত্র থেকে অবসর নিয়েছেন ড্যানিয়েল ক্রেগ। ঘরও বদলেছে জেমস বন্ডের। দীর্ঘ ৬০ বছর একটি পরিবারের হাতে ছিল জেমস বন্ডের নিয়ন্ত্রণ। ১৯৬২ সালে নির্মিত জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা ‘ডক্টর নো’ থেকে ২০২১ সালে সর্বশেষ ‘নো টাইম টু ডাই’ মোট ২৫টি সিনেমা প্রযোজনা করেছে ইয়ন ফিল্মস।
ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির কাছ থেকে জেমস বন্ডের মালিকানা গেছে আমাজন এমজিএম স্টুডিওসের কাছে। গত ফেব্রুয়ারিতে এ বিষয়ে আমাজন এমজিএম স্টুডিওস ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে। এখন থেকে জেমস বন্ডের নতুন পর্বের সিদ্ধান্ত, অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম।
জেমস বন্ডের গল্প নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে চলেছে আমাজন এমজিএম স্টুডিও। নতুন ০০৭ ব্রিটিশ স্পাই এজেন্ট কে হবেন, তা এখনো ঠিক হয়নি। তবে বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৬তম সিনেমাটি কে পরিচালনা করবেন, তার ঘোষণা এসেছে। আমাজন এমজিএম স্টুডিওস সম্প্রতি জানিয়েছে, জেমস বন্ডের পরবর্তী সিনেমাটি পরিচালনা করবেন ডেনি ভিলেনভ। এ প্রজেক্টে প্রযোজক হিসেবে থাকবেন এমি পাসকাল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন তানিয়া ল্যাপয়েন্ট।
চারবার অস্কারে মনোনয়ন পাওয়া কানাডিয়ান পরিচালক ডেনি ভিলেনভ এর আগে বানিয়েছেন ‘ডিউন’ ও ‘ডিউন: পার্ট টু’র মতো আলোচিত সিনেমা। ডিউন থ্রিও বানাচ্ছেন তিনি। এ ছাড়া, ‘প্রিজনারস’, ‘এনিমি’, ‘সিকারিয়ো’, ‘অ্যারাইভাল’ ও ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো সায়েন্স ফিকশন ও থ্রিলার সিনেমা তৈরি করেছেন ডেনি ভিলেনভ। তাই বিগ বাজেটের নতুন জেমস বন্ড পরিচালনার ভার তাঁর হাতেই দিয়েছে আমাজন এমজিএম স্টুডিওস। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান মাইক হপকিন্স বলেন, ‘এ সময়ের সেরা পরিচালকের হাতে নতুন জেমস বন্ড তৈরি হচ্ছে।’
এক বিবৃতিতে ডেনি ভিলেনভ বলেন, ‘আমার ছোটবেলায় সিনেমা দেখার অনেক স্মৃতি ০০৭-এর সঙ্গে জড়িত। বাবার সঙ্গে শন কনারি অভিনীত ‘ডক্টর নো’ থেকে শুরু করে জেমস বন্ডের অনেক সিনেমা দেখেছি। জেমস বন্ডের একজন বড় ভক্ত আমি। জেমস বন্ডের নতুন সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এটা অনেক বড় দায়িত্ব। আমার প্রতি আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।’
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, জেমস বন্ডের নতুন গল্পের শুটিং শুরু হবে ২০২৬ সালে এবং ২০২৭ সালের কোনো একসময় মুক্তি পেতে পারে সিনেমাটি।
পরবর্তী জেমস বন্ড কে হবেন?
জেমস বন্ডের পরবর্তী অভিনেতার নাম ঘোষণা করা হয়নি এখনো। তবে বেশ কয়েকজনের নাম রয়েছে জল্পনার তালিকায়। তাঁদের মধ্যে রয়েছেন অ্যারন-টেলর জনসন, থিও জেমস, অ্যারন পিয়ের, হেনরি ক্যাভিল, জেমস নরটন ও জ্যাক লোডেন।
অনেক কিছু ঘটে গেছে জেমস বন্ডকে ঘিরে গত কয়েক বছরে। ‘ক্যাসিনো রয়েল’ থেকে ‘নো টাইম টু ডাই’—সর্বশেষ পাঁচটি সিনেমায় জেমস বন্ড হিসেবে হাজির হওয়ার পর এ চরিত্র থেকে অবসর নিয়েছেন ড্যানিয়েল ক্রেগ। ঘরও বদলেছে জেমস বন্ডের। দীর্ঘ ৬০ বছর একটি পরিবারের হাতে ছিল জেমস বন্ডের নিয়ন্ত্রণ। ১৯৬২ সালে নির্মিত জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা ‘ডক্টর নো’ থেকে ২০২১ সালে সর্বশেষ ‘নো টাইম টু ডাই’ মোট ২৫টি সিনেমা প্রযোজনা করেছে ইয়ন ফিল্মস।
ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির কাছ থেকে জেমস বন্ডের মালিকানা গেছে আমাজন এমজিএম স্টুডিওসের কাছে। গত ফেব্রুয়ারিতে এ বিষয়ে আমাজন এমজিএম স্টুডিওস ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে। এখন থেকে জেমস বন্ডের নতুন পর্বের সিদ্ধান্ত, অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম।
জেমস বন্ডের গল্প নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে চলেছে আমাজন এমজিএম স্টুডিও। নতুন ০০৭ ব্রিটিশ স্পাই এজেন্ট কে হবেন, তা এখনো ঠিক হয়নি। তবে বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৬তম সিনেমাটি কে পরিচালনা করবেন, তার ঘোষণা এসেছে। আমাজন এমজিএম স্টুডিওস সম্প্রতি জানিয়েছে, জেমস বন্ডের পরবর্তী সিনেমাটি পরিচালনা করবেন ডেনি ভিলেনভ। এ প্রজেক্টে প্রযোজক হিসেবে থাকবেন এমি পাসকাল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন তানিয়া ল্যাপয়েন্ট।
চারবার অস্কারে মনোনয়ন পাওয়া কানাডিয়ান পরিচালক ডেনি ভিলেনভ এর আগে বানিয়েছেন ‘ডিউন’ ও ‘ডিউন: পার্ট টু’র মতো আলোচিত সিনেমা। ডিউন থ্রিও বানাচ্ছেন তিনি। এ ছাড়া, ‘প্রিজনারস’, ‘এনিমি’, ‘সিকারিয়ো’, ‘অ্যারাইভাল’ ও ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো সায়েন্স ফিকশন ও থ্রিলার সিনেমা তৈরি করেছেন ডেনি ভিলেনভ। তাই বিগ বাজেটের নতুন জেমস বন্ড পরিচালনার ভার তাঁর হাতেই দিয়েছে আমাজন এমজিএম স্টুডিওস। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান মাইক হপকিন্স বলেন, ‘এ সময়ের সেরা পরিচালকের হাতে নতুন জেমস বন্ড তৈরি হচ্ছে।’
এক বিবৃতিতে ডেনি ভিলেনভ বলেন, ‘আমার ছোটবেলায় সিনেমা দেখার অনেক স্মৃতি ০০৭-এর সঙ্গে জড়িত। বাবার সঙ্গে শন কনারি অভিনীত ‘ডক্টর নো’ থেকে শুরু করে জেমস বন্ডের অনেক সিনেমা দেখেছি। জেমস বন্ডের একজন বড় ভক্ত আমি। জেমস বন্ডের নতুন সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এটা অনেক বড় দায়িত্ব। আমার প্রতি আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।’
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, জেমস বন্ডের নতুন গল্পের শুটিং শুরু হবে ২০২৬ সালে এবং ২০২৭ সালের কোনো একসময় মুক্তি পেতে পারে সিনেমাটি।
পরবর্তী জেমস বন্ড কে হবেন?
জেমস বন্ডের পরবর্তী অভিনেতার নাম ঘোষণা করা হয়নি এখনো। তবে বেশ কয়েকজনের নাম রয়েছে জল্পনার তালিকায়। তাঁদের মধ্যে রয়েছেন অ্যারন-টেলর জনসন, থিও জেমস, অ্যারন পিয়ের, হেনরি ক্যাভিল, জেমস নরটন ও জ্যাক লোডেন।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৩ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৩ ঘণ্টা আগে