অনলাইন ডেস্ক
পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের আসন্ন হরর কমেডি ছবি ‘সরদারজি-৩’ ভারতে মুক্তি পাচ্ছে না। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এই ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় ছবিটি শুধু বিদেশের বাজারেই মুক্তি পাচ্ছে। গতকাল রোববার দিলজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
নিজের ইনস্টাগ্রাম পেজে ট্রেলারটি শেয়ার করে দিলজিৎ লিখেছেন, ‘সরদারজি-৩ ২৭ জুন শুধু বিদেশে মুক্তি পাচ্ছে।’ পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে ছবিটি ভারতে মুক্তি পাবে না।
’সরদারজি-৩’-এর ট্রেলারের ইউটিউব লিংকটি ভারতে ‘জিও-ব্লক’ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবহারকারীরা এটি দেখতে পারছেন না। ইউটিউবে লেখা দেখাচ্ছে, ‘আপলোডার এই ভিডিও আপনার দেশে অনুমোদন করেননি।’ তবে ছবির টিজার ও গানগুলো ভারতে দেখা যাচ্ছে।
হরর কমেডি ‘সরদারজি ৩’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জ, হানিয়া আমির ও নেরু বাজওয়া অভিনয় করেছেন। ট্রেলারে হানিয়াকে একজন ভূত শিকারির (ওঝা) ভূমিকায় দেখা গেছে, যিনি দিলজিতের সঙ্গে মিলে যুক্তরাজ্যের একটি প্রাসাদ থেকে একটি প্রেতাত্মাকে তাড়ানোর দায়িত্ব পান। ছবিটি ভূতের অস্তিত্ব নিয়ে একটি ব্যঙ্গাত্মক কমেডি এবং দর্শকদের হাসির খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে।
২৫ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির কথা ছিল। তবে কাস্টিং নিয়ে বিতর্কের মুখে পড়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এই ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার অনুরোধ করেছে। তাদের আপত্তি মূলত হানিয়া আমির, নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ার, সেলিম আলবেলাসহ অন্যান্য পাকিস্তানি অভিনেতার কাস্টিং নিয়ে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের প্রধান প্রসূন জোশি সেন্সর বোর্ডকে একটি চিঠিতে লিখেছেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারি করা নির্দেশিকা অনুসারে, ভারতীয় প্রযোজনায় পাকিস্তানিমূলে থাকা বিষয়বস্তু ও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও একই অবস্থান নিয়েছে। তাই আমরা সেন্সর বোর্ডকে অনুরোধ করছি, সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু করার আগে এই নির্দেশিকা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো বিবেচনা করুন। আমরা সেন্সর বোর্ডের নিরপেক্ষ ও কঠোর সার্টিফিকেশন প্রক্রিয়ার প্রশংসা করি এবং বিশ্বাস করি, আপনারা এই অনুরোধ যথাযথভাবে বিবেচনা করবেন।’
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর সরকারের নির্দেশ অনুসারে ফিল্ম বডিগুলো পাকিস্তানি অভিনেতা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ ঘোষণা করেছে।
সরদার জি ৩-এর আগে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনমূলক হিন্দি ছবি ‘আবির গুলাল’-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয় সেন্সর বোর্ড।
পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের আসন্ন হরর কমেডি ছবি ‘সরদারজি-৩’ ভারতে মুক্তি পাচ্ছে না। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এই ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় ছবিটি শুধু বিদেশের বাজারেই মুক্তি পাচ্ছে। গতকাল রোববার দিলজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
নিজের ইনস্টাগ্রাম পেজে ট্রেলারটি শেয়ার করে দিলজিৎ লিখেছেন, ‘সরদারজি-৩ ২৭ জুন শুধু বিদেশে মুক্তি পাচ্ছে।’ পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে ছবিটি ভারতে মুক্তি পাবে না।
’সরদারজি-৩’-এর ট্রেলারের ইউটিউব লিংকটি ভারতে ‘জিও-ব্লক’ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবহারকারীরা এটি দেখতে পারছেন না। ইউটিউবে লেখা দেখাচ্ছে, ‘আপলোডার এই ভিডিও আপনার দেশে অনুমোদন করেননি।’ তবে ছবির টিজার ও গানগুলো ভারতে দেখা যাচ্ছে।
হরর কমেডি ‘সরদারজি ৩’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জ, হানিয়া আমির ও নেরু বাজওয়া অভিনয় করেছেন। ট্রেলারে হানিয়াকে একজন ভূত শিকারির (ওঝা) ভূমিকায় দেখা গেছে, যিনি দিলজিতের সঙ্গে মিলে যুক্তরাজ্যের একটি প্রাসাদ থেকে একটি প্রেতাত্মাকে তাড়ানোর দায়িত্ব পান। ছবিটি ভূতের অস্তিত্ব নিয়ে একটি ব্যঙ্গাত্মক কমেডি এবং দর্শকদের হাসির খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে।
২৫ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির কথা ছিল। তবে কাস্টিং নিয়ে বিতর্কের মুখে পড়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এই ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার অনুরোধ করেছে। তাদের আপত্তি মূলত হানিয়া আমির, নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ার, সেলিম আলবেলাসহ অন্যান্য পাকিস্তানি অভিনেতার কাস্টিং নিয়ে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের প্রধান প্রসূন জোশি সেন্সর বোর্ডকে একটি চিঠিতে লিখেছেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারি করা নির্দেশিকা অনুসারে, ভারতীয় প্রযোজনায় পাকিস্তানিমূলে থাকা বিষয়বস্তু ও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও একই অবস্থান নিয়েছে। তাই আমরা সেন্সর বোর্ডকে অনুরোধ করছি, সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু করার আগে এই নির্দেশিকা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো বিবেচনা করুন। আমরা সেন্সর বোর্ডের নিরপেক্ষ ও কঠোর সার্টিফিকেশন প্রক্রিয়ার প্রশংসা করি এবং বিশ্বাস করি, আপনারা এই অনুরোধ যথাযথভাবে বিবেচনা করবেন।’
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর সরকারের নির্দেশ অনুসারে ফিল্ম বডিগুলো পাকিস্তানি অভিনেতা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ ঘোষণা করেছে।
সরদার জি ৩-এর আগে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনমূলক হিন্দি ছবি ‘আবির গুলাল’-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয় সেন্সর বোর্ড।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে