বিনোদন ডেস্ক
নেটফ্লিক্সে ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’। এর পরেই রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর নাম। ২০১৬ সালের জুলাইয়ে এসেছিল স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন। ম্যাট ডাফার ও রস ডাফার পরিচালিত সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর পর্যায়ক্রমে এসেছে স্ট্রেঞ্জার থিংসের আরও চারটি সিজন। বন্ধুত্ব, কিশোর অ্যাডভেঞ্চার, অলটারনেট ডাইমেনশন, ভৌতিক, থ্রিলার ও আশির দশকের নষ্টালজিয়ায় ভরপুর সিরিজটি অবশেষে শেষ হতে চলেছে।
গতকাল স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম সিজনের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ সিজনের ট্রেলারে আগের পর্বগুলোর গুরুত্বপূর্ণ অনেক ঘটনায় নজর ফেরানো হয়েছে। বোঝাই যাচ্ছে, আগের সব রহস্যের সমাধান হবে এবার।
এবারের সিজনেও মিলি ববি ব্রাউনকে দেখা যাবে এলিভেন বা জেন হপারের চরিত্রে। এ ছাড়া, অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন ফিন উলফহার্ড, স্যাডি সিঙ্ক, ক্যালেব ম্যাকলাফলিন, গ্যাটেন মাতারাজ্জো, নোয়া স্ক্যানাপ প্রমুখ। ‘টার্মিনেটর’খ্যাত অভিনেত্রী লিন্ডা হ্যামিলটনকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
সিরিজটি নিয়ে নির্মাতা রস ডাফার হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা প্রায় এক বছর কাটিয়েছি শেষ সিজনের শুটিংয়ে। শেষ পর্যন্ত ৬৫০ ঘণ্টার বেশি ফুটেজ শুট করা হয়েছে। এটা আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিজন। আটটি পর্ব বলতে গেলে আটটি ব্লকবাস্টার সিনেমা।’
তিনটি ভাগে প্রচারিত হবে শেষ সিজন। ২৭ নভেম্বর আসবে পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব, পরের তিনটি আসবে ২৬ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর শেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে সমাপ্ত হবে স্ট্রেঞ্জার থিংসের দীর্ঘ নয় বছরের পথচলা।
নেটফ্লিক্সে ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’। এর পরেই রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর নাম। ২০১৬ সালের জুলাইয়ে এসেছিল স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন। ম্যাট ডাফার ও রস ডাফার পরিচালিত সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর পর্যায়ক্রমে এসেছে স্ট্রেঞ্জার থিংসের আরও চারটি সিজন। বন্ধুত্ব, কিশোর অ্যাডভেঞ্চার, অলটারনেট ডাইমেনশন, ভৌতিক, থ্রিলার ও আশির দশকের নষ্টালজিয়ায় ভরপুর সিরিজটি অবশেষে শেষ হতে চলেছে।
গতকাল স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম সিজনের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ সিজনের ট্রেলারে আগের পর্বগুলোর গুরুত্বপূর্ণ অনেক ঘটনায় নজর ফেরানো হয়েছে। বোঝাই যাচ্ছে, আগের সব রহস্যের সমাধান হবে এবার।
এবারের সিজনেও মিলি ববি ব্রাউনকে দেখা যাবে এলিভেন বা জেন হপারের চরিত্রে। এ ছাড়া, অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন ফিন উলফহার্ড, স্যাডি সিঙ্ক, ক্যালেব ম্যাকলাফলিন, গ্যাটেন মাতারাজ্জো, নোয়া স্ক্যানাপ প্রমুখ। ‘টার্মিনেটর’খ্যাত অভিনেত্রী লিন্ডা হ্যামিলটনকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
সিরিজটি নিয়ে নির্মাতা রস ডাফার হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা প্রায় এক বছর কাটিয়েছি শেষ সিজনের শুটিংয়ে। শেষ পর্যন্ত ৬৫০ ঘণ্টার বেশি ফুটেজ শুট করা হয়েছে। এটা আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিজন। আটটি পর্ব বলতে গেলে আটটি ব্লকবাস্টার সিনেমা।’
তিনটি ভাগে প্রচারিত হবে শেষ সিজন। ২৭ নভেম্বর আসবে পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব, পরের তিনটি আসবে ২৬ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর শেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে সমাপ্ত হবে স্ট্রেঞ্জার থিংসের দীর্ঘ নয় বছরের পথচলা।
সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান গান ছেড়ে দিয়ে ‘জিহাদিদের মতো’ কথা বলছেন বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ‘তিনি (তাহসান) তো জিহাদিদের মতোই কথা বললেন, যে জিহাদিরা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে...
৪ ঘণ্টা আগে১০০ কোটির ফিক্সড ডিপোজিট পরবর্তী সময়ে করতে পেরেছিলেন অক্ষয়। তাতেও কি আর্থিকভাবে নিরাপদ হতে পেরেছিলেন? এ নিয়ে অভিনেতা সম্প্রতি কথা বলেছেন কপিল শর্মা শোতে।
৯ ঘণ্টা আগেপ্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর।
১২ ঘণ্টা আগেতাহসান বলেন, ‘ইটস ন্যাচারাল।’ মজা করেই বললেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।’ এরপর বেশ সিরিয়াসলি বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
১৪ ঘণ্টা আগে