বিনোদন ডেস্ক
নেটফ্লিক্সে ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’। এর পরেই রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর নাম। ২০১৬ সালের জুলাইয়ে এসেছিল স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন। ম্যাট ডাফার ও রস ডাফার পরিচালিত সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর পর্যায়ক্রমে এসেছে স্ট্রেঞ্জার থিংসের আরও চারটি সিজন। বন্ধুত্ব, কিশোর অ্যাডভেঞ্চার, অলটারনেট ডাইমেনশন, ভৌতিক, থ্রিলার ও আশির দশকের নষ্টালজিয়ায় ভরপুর সিরিজটি অবশেষে শেষ হতে চলেছে।
গতকাল স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম সিজনের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ সিজনের ট্রেলারে আগের পর্বগুলোর গুরুত্বপূর্ণ অনেক ঘটনায় নজর ফেরানো হয়েছে। বোঝাই যাচ্ছে, আগের সব রহস্যের সমাধান হবে এবার।
এবারের সিজনেও মিলি ববি ব্রাউনকে দেখা যাবে এলিভেন বা জেন হপারের চরিত্রে। এ ছাড়া, অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন ফিন উলফহার্ড, স্যাডি সিঙ্ক, ক্যালেব ম্যাকলাফলিন, গ্যাটেন মাতারাজ্জো, নোয়া স্ক্যানাপ প্রমুখ। ‘টার্মিনেটর’খ্যাত অভিনেত্রী লিন্ডা হ্যামিলটনকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
সিরিজটি নিয়ে নির্মাতা রস ডাফার হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা প্রায় এক বছর কাটিয়েছি শেষ সিজনের শুটিংয়ে। শেষ পর্যন্ত ৬৫০ ঘণ্টার বেশি ফুটেজ শুট করা হয়েছে। এটা আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিজন। আটটি পর্ব বলতে গেলে আটটি ব্লকবাস্টার সিনেমা।’
তিনটি ভাগে প্রচারিত হবে শেষ সিজন। ২৭ নভেম্বর আসবে পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব, পরের তিনটি আসবে ২৬ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর শেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে সমাপ্ত হবে স্ট্রেঞ্জার থিংসের দীর্ঘ নয় বছরের পথচলা।
নেটফ্লিক্সে ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’। এর পরেই রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর নাম। ২০১৬ সালের জুলাইয়ে এসেছিল স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন। ম্যাট ডাফার ও রস ডাফার পরিচালিত সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর পর্যায়ক্রমে এসেছে স্ট্রেঞ্জার থিংসের আরও চারটি সিজন। বন্ধুত্ব, কিশোর অ্যাডভেঞ্চার, অলটারনেট ডাইমেনশন, ভৌতিক, থ্রিলার ও আশির দশকের নষ্টালজিয়ায় ভরপুর সিরিজটি অবশেষে শেষ হতে চলেছে।
গতকাল স্ট্রেঞ্জার থিংসের পঞ্চম সিজনের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ সিজনের ট্রেলারে আগের পর্বগুলোর গুরুত্বপূর্ণ অনেক ঘটনায় নজর ফেরানো হয়েছে। বোঝাই যাচ্ছে, আগের সব রহস্যের সমাধান হবে এবার।
এবারের সিজনেও মিলি ববি ব্রাউনকে দেখা যাবে এলিভেন বা জেন হপারের চরিত্রে। এ ছাড়া, অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন ফিন উলফহার্ড, স্যাডি সিঙ্ক, ক্যালেব ম্যাকলাফলিন, গ্যাটেন মাতারাজ্জো, নোয়া স্ক্যানাপ প্রমুখ। ‘টার্মিনেটর’খ্যাত অভিনেত্রী লিন্ডা হ্যামিলটনকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
সিরিজটি নিয়ে নির্মাতা রস ডাফার হলিউড রিপোর্টারকে বলেন, ‘আমরা প্রায় এক বছর কাটিয়েছি শেষ সিজনের শুটিংয়ে। শেষ পর্যন্ত ৬৫০ ঘণ্টার বেশি ফুটেজ শুট করা হয়েছে। এটা আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিজন। আটটি পর্ব বলতে গেলে আটটি ব্লকবাস্টার সিনেমা।’
তিনটি ভাগে প্রচারিত হবে শেষ সিজন। ২৭ নভেম্বর আসবে পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব, পরের তিনটি আসবে ২৬ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর শেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে সমাপ্ত হবে স্ট্রেঞ্জার থিংসের দীর্ঘ নয় বছরের পথচলা।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয় কনসার্টের। সেখানে গান পরিবেশন করেন বেশ কয়েকজন সংগীতশিল্পী ও ব্যান্ড। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
১ ঘণ্টা আগেদুই বছর আগে কানাডায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড়। এখনো সেখানে চিকিৎসাধীন আছেন নিবিড়। সেই দুর্ঘটনার পর থেকে বেশির ভাগ সময় কানাডায় অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ, থাকছেন ছেলের পাশে। তবে গান ছাড়েননি তিনি। সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করেন লাখ লাখ মানুষ। তাঁদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় নানা ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন তাঁরা। সেই হকারদের জীবন নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা মঞ্চায়ন করবে কমেডি নাটক ‘সংস অব হকার্স’।
২ ঘণ্টা আগে