বিনোদন ডেস্ক
অস্কারে চারবার মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে, ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পার্শ্ব-অভিনেতা হিসেবে এবং ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে মনোনয়ন পান। তবে কোনোবারই পুরস্কার হাতে ওঠেনি তাঁর। টম ক্রুজের ভক্তদের সে আক্ষেপ ঘুচবে এবার। অবশেষে ৬২ বছর বয়সে এসে তাঁর হাতে উঠছে বহুল প্রতীক্ষিত অস্কার।
অস্কারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক পুরস্কার পাচ্ছেন টম ক্রুজ। একই অনুষ্ঠানে অস্কার সম্মানে সম্মানিত হবেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং অভিনেত্রী ও কোরিওগ্রাফার ডেবি অ্যালেন। আর ডলি পার্টন পাচ্ছেন জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড।
কেন টম ক্রুজকে সম্মানজনক অস্কার দেওয়া হচ্ছে? একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, এই সম্মান তাঁদেরই দেওয়া হয়, যাঁরা সারা জীবন সিনেমাজগতে অসাধারণ অবদান রেখেছেন বা চলচ্চিত্র নির্মাণের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছেন।
একাডেমি প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘এ বছর চারজন ব্যক্তিত্বকে সম্মান জানানো হচ্ছে, যাঁদের কাজ ও নিরন্তর প্রচেষ্টা বিশ্ব সিনেমাকে সমৃদ্ধ করেছে।’ টম ক্রুজ সম্পর্কে তিনি বলেন, ‘সারা বিশ্বের নির্মাতা থেকে শুরু করে স্ট্যান্টম্যান—সবাইকে অনুপ্রাণিত করেছেন টম ক্রুজ। তাঁর কাজগুলো হলে সিনেমা দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।’
গত বছর গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক অস্কার পেয়েছিলেন সংগীত প্রযোজক কুইন্সি জোনস ও কাস্টিং ডিরেক্টর জুলিয়েট টেইলর। জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পান ব্রিটিশ নির্মাতা রিচার্ড কার্টিস। জেমস বন্ড প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকোলিকে দেওয়া হয়েছিল আরভিং জি থালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড।
যদিও গভর্নরস অ্যাওয়ার্ড টিভিতে সম্প্রচারিত হয় না, তবে ঐতিহ্যগতভাবে অস্কার অনুষ্ঠানের সময় তাঁদের স্বীকৃতি দেওয়া হয়। অস্কারের পরবর্তী আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ মার্চ।
অস্কারে চারবার মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে, ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পার্শ্ব-অভিনেতা হিসেবে এবং ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে মনোনয়ন পান। তবে কোনোবারই পুরস্কার হাতে ওঠেনি তাঁর। টম ক্রুজের ভক্তদের সে আক্ষেপ ঘুচবে এবার। অবশেষে ৬২ বছর বয়সে এসে তাঁর হাতে উঠছে বহুল প্রতীক্ষিত অস্কার।
অস্কারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক পুরস্কার পাচ্ছেন টম ক্রুজ। একই অনুষ্ঠানে অস্কার সম্মানে সম্মানিত হবেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং অভিনেত্রী ও কোরিওগ্রাফার ডেবি অ্যালেন। আর ডলি পার্টন পাচ্ছেন জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড।
কেন টম ক্রুজকে সম্মানজনক অস্কার দেওয়া হচ্ছে? একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, এই সম্মান তাঁদেরই দেওয়া হয়, যাঁরা সারা জীবন সিনেমাজগতে অসাধারণ অবদান রেখেছেন বা চলচ্চিত্র নির্মাণের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছেন।
একাডেমি প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘এ বছর চারজন ব্যক্তিত্বকে সম্মান জানানো হচ্ছে, যাঁদের কাজ ও নিরন্তর প্রচেষ্টা বিশ্ব সিনেমাকে সমৃদ্ধ করেছে।’ টম ক্রুজ সম্পর্কে তিনি বলেন, ‘সারা বিশ্বের নির্মাতা থেকে শুরু করে স্ট্যান্টম্যান—সবাইকে অনুপ্রাণিত করেছেন টম ক্রুজ। তাঁর কাজগুলো হলে সিনেমা দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।’
গত বছর গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক অস্কার পেয়েছিলেন সংগীত প্রযোজক কুইন্সি জোনস ও কাস্টিং ডিরেক্টর জুলিয়েট টেইলর। জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পান ব্রিটিশ নির্মাতা রিচার্ড কার্টিস। জেমস বন্ড প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকোলিকে দেওয়া হয়েছিল আরভিং জি থালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড।
যদিও গভর্নরস অ্যাওয়ার্ড টিভিতে সম্প্রচারিত হয় না, তবে ঐতিহ্যগতভাবে অস্কার অনুষ্ঠানের সময় তাঁদের স্বীকৃতি দেওয়া হয়। অস্কারের পরবর্তী আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ মার্চ।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
১ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
৭ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
৯ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১০ ঘণ্টা আগে