জয় পেল ‘এনচ্যান্টো’
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৮ মার্চ)। এবার সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘এনচ্যান্টো’। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিল ফ্লি, লুকা, দ্য মিশেল ভার্সেস দ্য মেশিনস, রাভা অ্যান্ড দ্