Ajker Patrika

থরের প্রথম টিজার প্রকাশ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬: ০২
থরের প্রথম টিজার প্রকাশ

মার্ভেল কমিকস ভক্তদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার। স্থানীয় সময় রোববার টিজারটি প্রকাশ করে মার্ভেল এন্টারটেইনমেন্ট। 

মার্ভেলের ওয়েবসাইটে জানানো হয়েছে, এটি ‘থর’ সিরিজের চতুর্থ ছবি। নির্মাণ করেছেন তাইকা ওয়েতিতি। আর ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফিজ ও ব্র্যাড উইন্ডারবম। 

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এই ছবির মাধ্যমে আবারও মার্ভেল স্টুডিওজের সিনেমায় ফিরেছেন নাটালি পোর্টম্যান। তাঁকে থরের প্রাক্তন প্রেমিকা জেন ফোস্টারের চরিত্রে দেখা যাবে। থরের শক্তিশালী জাদুর হাতুড়ি এবার প্রাক্তনের হাতে থাকবে, টিজারে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। 

থর চরিত্রে তুমুল জনপ্রিয় ক্রিস হেমসওয়ার্থ‘লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাহিনি নেওয়া হয়েছে জ্যাসন অ্যারনের কমিক বই ‘দ্য মাইটি থর’ থেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই। 

বহুল কাঙ্ক্ষিত ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার বেশ সাড়া ফেলেছে। টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দেখেছেন প্রায় দুই কোটি মানুষ। 

থর চরিত্রে তুমুল জনপ্রিয় ক্রিস হেমসওয়ার্থমার্ভেল কমিকসের বিখ্যাত চরিত্র ‘থর’। মূলত গ্রিক পুরাণের বজ্র দেবতা থরের আদলেই নির্মিত হয়েছে এই চরিত্রটি। থরের রয়েছে বিশেষ শক্তি; সেই শক্তি লুকিয়ে থাকে তাঁর হাতুড়িতে। আর এই থরের চরিত্রে অভিনয় দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন ক্রিস হেমসওয়ার্থ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত