মার্ভেল কমিকস ভক্তদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার। স্থানীয় সময় রোববার টিজারটি প্রকাশ করে মার্ভেল এন্টারটেইনমেন্ট।
মার্ভেলের ওয়েবসাইটে জানানো হয়েছে, এটি ‘থর’ সিরিজের চতুর্থ ছবি। নির্মাণ করেছেন তাইকা ওয়েতিতি। আর ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফিজ ও ব্র্যাড উইন্ডারবম।
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এই ছবির মাধ্যমে আবারও মার্ভেল স্টুডিওজের সিনেমায় ফিরেছেন নাটালি পোর্টম্যান। তাঁকে থরের প্রাক্তন প্রেমিকা জেন ফোস্টারের চরিত্রে দেখা যাবে। থরের শক্তিশালী জাদুর হাতুড়ি এবার প্রাক্তনের হাতে থাকবে, টিজারে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে।
‘লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাহিনি নেওয়া হয়েছে জ্যাসন অ্যারনের কমিক বই ‘দ্য মাইটি থর’ থেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই।
বহুল কাঙ্ক্ষিত ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার বেশ সাড়া ফেলেছে। টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দেখেছেন প্রায় দুই কোটি মানুষ।
মার্ভেল কমিকসের বিখ্যাত চরিত্র ‘থর’। মূলত গ্রিক পুরাণের বজ্র দেবতা থরের আদলেই নির্মিত হয়েছে এই চরিত্রটি। থরের রয়েছে বিশেষ শক্তি; সেই শক্তি লুকিয়ে থাকে তাঁর হাতুড়িতে। আর এই থরের চরিত্রে অভিনয় দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন ক্রিস হেমসওয়ার্থ।
মার্ভেল কমিকস ভক্তদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার। স্থানীয় সময় রোববার টিজারটি প্রকাশ করে মার্ভেল এন্টারটেইনমেন্ট।
মার্ভেলের ওয়েবসাইটে জানানো হয়েছে, এটি ‘থর’ সিরিজের চতুর্থ ছবি। নির্মাণ করেছেন তাইকা ওয়েতিতি। আর ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফিজ ও ব্র্যাড উইন্ডারবম।
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এই ছবির মাধ্যমে আবারও মার্ভেল স্টুডিওজের সিনেমায় ফিরেছেন নাটালি পোর্টম্যান। তাঁকে থরের প্রাক্তন প্রেমিকা জেন ফোস্টারের চরিত্রে দেখা যাবে। থরের শক্তিশালী জাদুর হাতুড়ি এবার প্রাক্তনের হাতে থাকবে, টিজারে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে।
‘লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাহিনি নেওয়া হয়েছে জ্যাসন অ্যারনের কমিক বই ‘দ্য মাইটি থর’ থেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই।
বহুল কাঙ্ক্ষিত ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার বেশ সাড়া ফেলেছে। টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দেখেছেন প্রায় দুই কোটি মানুষ।
মার্ভেল কমিকসের বিখ্যাত চরিত্র ‘থর’। মূলত গ্রিক পুরাণের বজ্র দেবতা থরের আদলেই নির্মিত হয়েছে এই চরিত্রটি। থরের রয়েছে বিশেষ শক্তি; সেই শক্তি লুকিয়ে থাকে তাঁর হাতুড়িতে। আর এই থরের চরিত্রে অভিনয় দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন ক্রিস হেমসওয়ার্থ।
অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না...
৩ ঘণ্টা আগেগত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল।
৩ ঘণ্টা আগেছোটবেলা থেকে হৃতিক রোশন বেশ মেধাবী ছিলেন। তবে একটি সমস্যা তাঁকে ভুগিয়েছে অনেক। স্পষ্ট কথা বলতে পারতেন না। ছিল তোতলামির সমস্যা। অন্তর্মুখী চরিত্রের হৃতিককে আরও চুপসে দিয়েছিল সমস্যাটি। স্কুলে সারাক্ষণ হয়রানির শিকার হতে হতো হৃতিককে। বন্ধুরা তাঁকে ভ্যাঙাত, হেয় করত।
৩ ঘণ্টা আগে