বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের বাকি আর কয়েক ঘণ্টা। স্থানীয় সময় রোববার (৩ এপ্রিল) রাত ৮টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর। এবারের গ্র্যামির কিছু আকর্ষণীয় তথ্য জানা যাক—
ভোটারদের শুনতে হয়েছে একগাদা গান
এ বছর বাছাইয়ের জন্য প্রায় ২২ হাজার গান ও অ্যালবাম জমা দেওয়া হয়েছিল, ফলে সংক্ষিপ্ত তালিকায় প্রথমবারের মতো প্রধান বিভাগগুলোতে আট থেকে দশজন করে মনোনয়ন পান। কাজেই যারা ভোট দিয়েছেন তাঁদের যে প্রচুর গান শুনতে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও হার্ভে ম্যাসন জুনিয়র বলেন, ‘আমরা সংগীতের অসাধারণ বিস্তৃতির সময়ে বাস করছি। প্রতিদিন ৬০ হাজারের বেশি গান প্রকাশিত হচ্ছে। সংগীতে আরও অনেক বেশি উৎকর্ষ আছে স্বীকৃতি দেওয়া ও উদ্যাপনের জন্য।’
অলিভিয়া রদ্রিগো গড়তে পারেন রেকর্ড
ডিজনি তারকা পপ সেনসেশন অলিভিয়া রদ্রিগো শীর্ষ চারটি বিভাগে মনোনীত হয়েছেন। ১৯ বছর বয়সী এই তারকা সেরা নতুন শিল্পী, বর্ষসেরা গান, রেকর্ড অব দ্য ইয়ারের জন্য শক্তিশালী অবস্থানে আছেন। একটি বিভাগ যেখানে তিনি সমস্যার সম্মুখীন হতে পারেন তা হলো সেরা অ্যালবাম; যেখানে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী ব্যাতিস্তে, কেনি ওয়েস্ট ও এইচইআর। আর রদ্রিগো যদি এবার চারটি পুরস্কার ঘরে তুলেই ফেলেন, তাহলে ক্রিস্টোফার ক্রস এবং বিলি আইলিশের পর তিনি তৃতীয় শিল্পী হিসেবে রেকর্ড গড়বেন।
আমন্ত্রণ পেতে দেরি করে ফেললেন অ্যাডেলে
গ্র্যামি মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় সম্পূর্ণরূপে অনুপস্থিত অ্যাডেলে। কারণটি খুব সাধারণ; অ্যাডেলের সবশেষ একক ‘ইজি অন মি’ এবং ব্লকবাস্টার চতুর্থ অ্যালবাম ‘থার্টি’ প্রকাশ করেন গ্র্যামি মনোনয়নের জন্য জমা দেওয়ার শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২১ এর পরে। এবারের গ্র্যামির সময়সীমা মিস করা অন্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে এড শিরানের ‘= (ইকুয়াল)’, ব্রুনো মার্স ও অ্যান্ডারসন পাকের ‘অ্যান ইভিনিং উইথ সিল্ক সোনিক’ এবং টেইলর সুইফটের ‘রেড’। পরের বছর তাঁদের উপস্থিতি থাকবে বলে আশা করা যায়।
সেরা নতুন শিল্পীর মনোনয়নে পাকিস্তানি আরুজ আফতাব
সেরা নতুন শিল্পী বিভাগ সব সময়ই একটু সাড়া ফেলে। এবার সেই তালিকায় অন্যতম পাকিস্তানি-আমেরিকান সংগীতশিল্পী আরুজ আফতাব। তিনি রীতিমতো হতবাক হয়েছেন মনোনয়নের তালিকায় নাম দেখে। আরুজ গ্র্যামির অনুষ্ঠানে যোগ দিতে লাস ভেগাসে যাওয়ার আগে বলেন, ‘আমি ভাবিনি যে এ রকম কিছু ঘটতে পারে, তবে আমার মনে হচ্ছিল এমন কিছু হওয়া উচিত।’
ইতিহাস গড়তে পারেন বিলি আইলিশ
পপতারকা হিসেবে মাত্র অল্প কয়েক বছরেই আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন বিলি আইলিশ। তিনি যে গ্র্যামি ভোটারদের প্রিয়, সেই প্রমাণ ইতিমধ্যে মিলেছে। প্রথম নারী হিসেবে এক আসরে প্রধান চারটি বিভাগেই সেরার পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন বিলি। আর এ বছর আরও কয়েকটি প্রথমের রেকর্ড গড়তে পারেন। যদি তিনি ‘হ্যাপিয়ার দ্যান এভার’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম জিতে নেন, তবে তিনি প্রথম শিল্পী হবেন, যিনি প্রথম অ্যালবাম এবং এর ফলোআপ উভয়ের জন্য গ্র্যামি ঘরে তুলবেন। এ ছাড়া অ্যালবামের টাইটেল ট্র্যাকটি রেকর্ড অব দ্য ইয়ার হলে বিলি আইলিশই একমাত্র শিল্পী হবেন, যিনি পরপর তিন বছর এই সম্মান অর্জন করতে যাচ্ছেন।
মনোনয়নের তালিকায় রয়েছেন বিতর্কিত কয়েকজন
এবারের মনোনয়নের তালিকায় রয়েছেন বিতর্কিত কয়েকজন তারকা। যৌন হয়রানির অভিযোগ ওঠার পাঁচ বছর পর এ বছর সেরা কমেডি অ্যালবামের জন্য মনোনয়ন পেয়েছেন লুই সিকে। যৌন নির্যাতনের জন্য বিচারের মুখোমুখি হওয়া রক স্টার মেরিলিন ম্যানসন এবার দুটি পুরস্কার জিততে পারেন বলে মনে করছেন অনেকে। যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রযোজক ডক্টর লুক পেয়েছেন তিনটি মনোনয়ন। এ ছাড়া কৌতুক অভিনেতা ডেভ চ্যাপেল পেয়েছেন একটি মনোনয়ন, যিনি ট্রান্স কমিউনিটি নিয়ে কৌতুক করে তুমুল বিতর্কিত হয়েছিলেন।
এ বিষয়ে একাডেমির সিইও হার্ভে ম্যাসন জুনিয়র এক বিবৃতিতে বলেন, ‘আমরা কারো অতীত ইতিহাস খুঁজে দেখিনি। আমরা যা নিয়ন্ত্রণ করব তা হলো আমাদের স্টেজ, আমাদের শো, আমাদের ইভেন্ট ও আমাদের রেড কার্পেট। সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোটাররা রয়েছেন।’
গত বছরের নভেম্বরে ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনীতদের নাম ঘোষণা করা হয়, যেখানে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন মার্কিন সংগীত তারকা জন ব্যাতিস্তে। আটটি মনোনয়ন পেয়ে এর পরেই আছেন জাস্টিন বিবার, দোজা ক্যাট ও এইচইআর। আর সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ ও অলিভিয়া রদ্রিগো।
বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের বাকি আর কয়েক ঘণ্টা। স্থানীয় সময় রোববার (৩ এপ্রিল) রাত ৮টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর। এবারের গ্র্যামির কিছু আকর্ষণীয় তথ্য জানা যাক—
ভোটারদের শুনতে হয়েছে একগাদা গান
এ বছর বাছাইয়ের জন্য প্রায় ২২ হাজার গান ও অ্যালবাম জমা দেওয়া হয়েছিল, ফলে সংক্ষিপ্ত তালিকায় প্রথমবারের মতো প্রধান বিভাগগুলোতে আট থেকে দশজন করে মনোনয়ন পান। কাজেই যারা ভোট দিয়েছেন তাঁদের যে প্রচুর গান শুনতে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও হার্ভে ম্যাসন জুনিয়র বলেন, ‘আমরা সংগীতের অসাধারণ বিস্তৃতির সময়ে বাস করছি। প্রতিদিন ৬০ হাজারের বেশি গান প্রকাশিত হচ্ছে। সংগীতে আরও অনেক বেশি উৎকর্ষ আছে স্বীকৃতি দেওয়া ও উদ্যাপনের জন্য।’
অলিভিয়া রদ্রিগো গড়তে পারেন রেকর্ড
ডিজনি তারকা পপ সেনসেশন অলিভিয়া রদ্রিগো শীর্ষ চারটি বিভাগে মনোনীত হয়েছেন। ১৯ বছর বয়সী এই তারকা সেরা নতুন শিল্পী, বর্ষসেরা গান, রেকর্ড অব দ্য ইয়ারের জন্য শক্তিশালী অবস্থানে আছেন। একটি বিভাগ যেখানে তিনি সমস্যার সম্মুখীন হতে পারেন তা হলো সেরা অ্যালবাম; যেখানে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী ব্যাতিস্তে, কেনি ওয়েস্ট ও এইচইআর। আর রদ্রিগো যদি এবার চারটি পুরস্কার ঘরে তুলেই ফেলেন, তাহলে ক্রিস্টোফার ক্রস এবং বিলি আইলিশের পর তিনি তৃতীয় শিল্পী হিসেবে রেকর্ড গড়বেন।
আমন্ত্রণ পেতে দেরি করে ফেললেন অ্যাডেলে
গ্র্যামি মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় সম্পূর্ণরূপে অনুপস্থিত অ্যাডেলে। কারণটি খুব সাধারণ; অ্যাডেলের সবশেষ একক ‘ইজি অন মি’ এবং ব্লকবাস্টার চতুর্থ অ্যালবাম ‘থার্টি’ প্রকাশ করেন গ্র্যামি মনোনয়নের জন্য জমা দেওয়ার শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২১ এর পরে। এবারের গ্র্যামির সময়সীমা মিস করা অন্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে এড শিরানের ‘= (ইকুয়াল)’, ব্রুনো মার্স ও অ্যান্ডারসন পাকের ‘অ্যান ইভিনিং উইথ সিল্ক সোনিক’ এবং টেইলর সুইফটের ‘রেড’। পরের বছর তাঁদের উপস্থিতি থাকবে বলে আশা করা যায়।
সেরা নতুন শিল্পীর মনোনয়নে পাকিস্তানি আরুজ আফতাব
সেরা নতুন শিল্পী বিভাগ সব সময়ই একটু সাড়া ফেলে। এবার সেই তালিকায় অন্যতম পাকিস্তানি-আমেরিকান সংগীতশিল্পী আরুজ আফতাব। তিনি রীতিমতো হতবাক হয়েছেন মনোনয়নের তালিকায় নাম দেখে। আরুজ গ্র্যামির অনুষ্ঠানে যোগ দিতে লাস ভেগাসে যাওয়ার আগে বলেন, ‘আমি ভাবিনি যে এ রকম কিছু ঘটতে পারে, তবে আমার মনে হচ্ছিল এমন কিছু হওয়া উচিত।’
ইতিহাস গড়তে পারেন বিলি আইলিশ
পপতারকা হিসেবে মাত্র অল্প কয়েক বছরেই আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন বিলি আইলিশ। তিনি যে গ্র্যামি ভোটারদের প্রিয়, সেই প্রমাণ ইতিমধ্যে মিলেছে। প্রথম নারী হিসেবে এক আসরে প্রধান চারটি বিভাগেই সেরার পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন বিলি। আর এ বছর আরও কয়েকটি প্রথমের রেকর্ড গড়তে পারেন। যদি তিনি ‘হ্যাপিয়ার দ্যান এভার’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম জিতে নেন, তবে তিনি প্রথম শিল্পী হবেন, যিনি প্রথম অ্যালবাম এবং এর ফলোআপ উভয়ের জন্য গ্র্যামি ঘরে তুলবেন। এ ছাড়া অ্যালবামের টাইটেল ট্র্যাকটি রেকর্ড অব দ্য ইয়ার হলে বিলি আইলিশই একমাত্র শিল্পী হবেন, যিনি পরপর তিন বছর এই সম্মান অর্জন করতে যাচ্ছেন।
মনোনয়নের তালিকায় রয়েছেন বিতর্কিত কয়েকজন
এবারের মনোনয়নের তালিকায় রয়েছেন বিতর্কিত কয়েকজন তারকা। যৌন হয়রানির অভিযোগ ওঠার পাঁচ বছর পর এ বছর সেরা কমেডি অ্যালবামের জন্য মনোনয়ন পেয়েছেন লুই সিকে। যৌন নির্যাতনের জন্য বিচারের মুখোমুখি হওয়া রক স্টার মেরিলিন ম্যানসন এবার দুটি পুরস্কার জিততে পারেন বলে মনে করছেন অনেকে। যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রযোজক ডক্টর লুক পেয়েছেন তিনটি মনোনয়ন। এ ছাড়া কৌতুক অভিনেতা ডেভ চ্যাপেল পেয়েছেন একটি মনোনয়ন, যিনি ট্রান্স কমিউনিটি নিয়ে কৌতুক করে তুমুল বিতর্কিত হয়েছিলেন।
এ বিষয়ে একাডেমির সিইও হার্ভে ম্যাসন জুনিয়র এক বিবৃতিতে বলেন, ‘আমরা কারো অতীত ইতিহাস খুঁজে দেখিনি। আমরা যা নিয়ন্ত্রণ করব তা হলো আমাদের স্টেজ, আমাদের শো, আমাদের ইভেন্ট ও আমাদের রেড কার্পেট। সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোটাররা রয়েছেন।’
গত বছরের নভেম্বরে ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনীতদের নাম ঘোষণা করা হয়, যেখানে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন মার্কিন সংগীত তারকা জন ব্যাতিস্তে। আটটি মনোনয়ন পেয়ে এর পরেই আছেন জাস্টিন বিবার, দোজা ক্যাট ও এইচইআর। আর সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ ও অলিভিয়া রদ্রিগো।
অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন।
১ ঘণ্টা আগে‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না...
৩ ঘণ্টা আগেগত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল।
৩ ঘণ্টা আগেছোটবেলা থেকে হৃতিক রোশন বেশ মেধাবী ছিলেন। তবে একটি সমস্যা তাঁকে ভুগিয়েছে অনেক। স্পষ্ট কথা বলতে পারতেন না। ছিল তোতলামির সমস্যা। অন্তর্মুখী চরিত্রের হৃতিককে আরও চুপসে দিয়েছিল সমস্যাটি। স্কুলে সারাক্ষণ হয়রানির শিকার হতে হতো হৃতিককে। বন্ধুরা তাঁকে ভ্যাঙাত, হেয় করত।
৩ ঘণ্টা আগে