অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা উইল স্মিথ। নিজের ‘ভুল’ বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি।
রোববার রাতে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে রসিকতার জবাবে চড় মারেন অভিনেতা। এর মধ্যে অস্কার কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, স্মিথের অস্কার কেড়ে নেওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এসবের মাঝেই নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন উইল।
বিবিসি জানায়, ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছেন সদ্য অস্কার বিজয়ী অভিনেতা। উইল স্মিথ লিখেছেন, ‘ক্রিস, তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, ভুল করেছি। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।’
স্মিথ আরও লিখেছেন, ‘কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই মেনে নিতে পারিনি। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’
এর আগে ক্রিস রক জানিয়েছিলেন, উইল তাঁকে মারলেও মামলা করবেন না তিনি। তাঁর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেবেন না।
উল্লেখ্য এবারের অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। পুরস্কারের অনুষ্ঠানে পাশে ছিলেন তাঁর স্ত্রী জাডা। ২০১৮ সালে নিজের কঠিন অসুখের কথা জানান তিনি। তাঁর সব চুল পড়ে যায়। অস্কারের মঞ্চে জাডার চুল নিয়েই রসিকতা করেছিলেন ক্রিস রক। তখনই রককে চড় মারেন উইল।
অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা উইল স্মিথ। নিজের ‘ভুল’ বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি।
রোববার রাতে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে রসিকতার জবাবে চড় মারেন অভিনেতা। এর মধ্যে অস্কার কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, স্মিথের অস্কার কেড়ে নেওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এসবের মাঝেই নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন উইল।
বিবিসি জানায়, ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছেন সদ্য অস্কার বিজয়ী অভিনেতা। উইল স্মিথ লিখেছেন, ‘ক্রিস, তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, ভুল করেছি। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।’
স্মিথ আরও লিখেছেন, ‘কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই মেনে নিতে পারিনি। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’
এর আগে ক্রিস রক জানিয়েছিলেন, উইল তাঁকে মারলেও মামলা করবেন না তিনি। তাঁর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেবেন না।
উল্লেখ্য এবারের অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। পুরস্কারের অনুষ্ঠানে পাশে ছিলেন তাঁর স্ত্রী জাডা। ২০১৮ সালে নিজের কঠিন অসুখের কথা জানান তিনি। তাঁর সব চুল পড়ে যায়। অস্কারের মঞ্চে জাডার চুল নিয়েই রসিকতা করেছিলেন ক্রিস রক। তখনই রককে চড় মারেন উইল।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩৬ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩৯ মিনিট আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে