মুক্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯২ বার ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ দেখে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রামিরো আলানিস নামের এক তরুণ। এ কারণে গিনেস বুকে নাম উঠেছে তাঁর। গত বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধনী প্রদর্শনী থেকেই সিনেমাটি দেখা শুরু করেন আলানিস। দিনে পাঁচটি করে শো দেখেছেন তিনি। এতে তাঁর খরচ হয়েছে ৩ হাজার ৪০০ ডলার (প্রায় ২ লাখ ৯৩ হাজার টাকা)।
গিনেস বুকে নাম লেখানোর শর্ত হলো, সিনেমার প্রদর্শনী শুরুর পর থেকে শেষের টাইটেল বা ক্রেডিট লাইন দেখানো শেষ না হওয়া পর্যন্ত দেখতে হবে। এই সময় অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। রামিরো সে সব মেনেছেন, এই মর্মে লিখিত বিবৃতিও দিয়েছে সিনেমা হলগুলো।
এর আগে ২০১৯ সালে একজন দর্শক ১৯১ বার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখে রেকর্ড করেছিলেন। ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে ২০৪ বার ফরাসি ফ্যান্টাসি সিরিজ ‘কামেলো: দ্য ফার্স্ট চ্যাপ্টার’ দেখেন এক দর্শক।
গত বছর ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া মার্ভেল কমিকস নির্ভর ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচারস এবং মার্ভেল স্টুডিওজ। পরিবেশনার দায়িত্ব নিয়েছে সনি পিকচারস।
মুক্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯২ বার ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ দেখে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রামিরো আলানিস নামের এক তরুণ। এ কারণে গিনেস বুকে নাম উঠেছে তাঁর। গত বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধনী প্রদর্শনী থেকেই সিনেমাটি দেখা শুরু করেন আলানিস। দিনে পাঁচটি করে শো দেখেছেন তিনি। এতে তাঁর খরচ হয়েছে ৩ হাজার ৪০০ ডলার (প্রায় ২ লাখ ৯৩ হাজার টাকা)।
গিনেস বুকে নাম লেখানোর শর্ত হলো, সিনেমার প্রদর্শনী শুরুর পর থেকে শেষের টাইটেল বা ক্রেডিট লাইন দেখানো শেষ না হওয়া পর্যন্ত দেখতে হবে। এই সময় অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। রামিরো সে সব মেনেছেন, এই মর্মে লিখিত বিবৃতিও দিয়েছে সিনেমা হলগুলো।
এর আগে ২০১৯ সালে একজন দর্শক ১৯১ বার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখে রেকর্ড করেছিলেন। ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে ২০৪ বার ফরাসি ফ্যান্টাসি সিরিজ ‘কামেলো: দ্য ফার্স্ট চ্যাপ্টার’ দেখেন এক দর্শক।
গত বছর ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া মার্ভেল কমিকস নির্ভর ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচারস এবং মার্ভেল স্টুডিওজ। পরিবেশনার দায়িত্ব নিয়েছে সনি পিকচারস।
অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না...
৩ ঘণ্টা আগেগত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল।
৩ ঘণ্টা আগেছোটবেলা থেকে হৃতিক রোশন বেশ মেধাবী ছিলেন। তবে একটি সমস্যা তাঁকে ভুগিয়েছে অনেক। স্পষ্ট কথা বলতে পারতেন না। ছিল তোতলামির সমস্যা। অন্তর্মুখী চরিত্রের হৃতিককে আরও চুপসে দিয়েছিল সমস্যাটি। স্কুলে সারাক্ষণ হয়রানির শিকার হতে হতো হৃতিককে। বন্ধুরা তাঁকে ভ্যাঙাত, হেয় করত।
৩ ঘণ্টা আগে