Ajker Patrika

২৯২ বার ‘স্পাইডার-ম্যান’ দেখে রেকর্ড করলেন যুক্তরাষ্ট্রের তরুণ

২৯২ বার ‘স্পাইডার-ম্যান’ দেখে রেকর্ড করলেন যুক্তরাষ্ট্রের তরুণ

মুক্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯২ বার ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ দেখে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রামিরো আলানিস নামের এক তরুণ। এ কারণে গিনেস বুকে নাম উঠেছে তাঁর। গত বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধনী প্রদর্শনী থেকেই সিনেমাটি দেখা শুরু করেন আলানিস। দিনে পাঁচটি করে শো দেখেছেন তিনি। এতে তাঁর খরচ হয়েছে ৩ হাজার ৪০০ ডলার (প্রায় ২ লাখ ৯৩ হাজার টাকা)।

গিনেস বুকে নাম লেখানোর শর্ত হলো, সিনেমার প্রদর্শনী শুরুর পর থেকে শেষের টাইটেল বা ক্রেডিট লাইন দেখানো শেষ না হওয়া পর্যন্ত দেখতে হবে। এই সময় অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। রামিরো সে সব মেনেছেন, এই মর্মে লিখিত বিবৃতিও দিয়েছে সিনেমা হলগুলো।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার টিকিট হাতে রামিরো আলানিস। ছবি: টুইটারএর আগে ২০১৯ সালে একজন দর্শক ১৯১ বার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখে রেকর্ড করেছিলেন। ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে ২০৪ বার ফরাসি ফ্যান্টাসি সিরিজ ‘কামেলো: দ্য ফার্স্ট চ্যাপ্টার’ দেখেন এক দর্শক।

গত বছর ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া মার্ভেল কমিকস নির্ভর ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচারস এবং মার্ভেল স্টুডিওজ। পরিবেশনার দায়িত্ব নিয়েছে সনি পিকচারস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত