কমেডিয়ান ক্রিস রককে চড় মারার দায়ে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স অস্কার পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার একটি বৈঠকে বসে এই সংস্থা। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।
একটি বিবৃতিতে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও নির্বাহী কর্মকর্তা ডন হাডসন বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৮ এপ্রিল, ২০২২ থেকে ১০ বছরের জন্য স্মিথকে একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে যোগদানের অনুমতি দেওয়া হবে না।
স্ত্রীকে জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে গত ২৭ মার্চ অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তাঁর এই আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চান তিনি। পরে অস্কার থেকে পদত্যাগও করেন স্মিথ। তবে ক্ষমা প্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা।
উল্লেখ্য, এবারের আসরে ‘কিং রিচার্ড’-এর অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কারে মনোনীত হয়েছিলেন।
এদিকে অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন স্মিথকে চড়-কাণ্ডের ফল ভুগতে হবে। তবে ওই ঘটনার ভুক্তভোগী ক্রিস এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
উইল স্মিথ সম্পর্কিত পড়ুন:
কমেডিয়ান ক্রিস রককে চড় মারার দায়ে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স অস্কার পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার একটি বৈঠকে বসে এই সংস্থা। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।
একটি বিবৃতিতে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও নির্বাহী কর্মকর্তা ডন হাডসন বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৮ এপ্রিল, ২০২২ থেকে ১০ বছরের জন্য স্মিথকে একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে যোগদানের অনুমতি দেওয়া হবে না।
স্ত্রীকে জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে গত ২৭ মার্চ অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তাঁর এই আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চান তিনি। পরে অস্কার থেকে পদত্যাগও করেন স্মিথ। তবে ক্ষমা প্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা।
উল্লেখ্য, এবারের আসরে ‘কিং রিচার্ড’-এর অভিনয়ের জন্য স্মিথ সেরা অভিনেতার পুরস্কারে মনোনীত হয়েছিলেন।
এদিকে অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন স্মিথকে চড়-কাণ্ডের ফল ভুগতে হবে। তবে ওই ঘটনার ভুক্তভোগী ক্রিস এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
উইল স্মিথ সম্পর্কিত পড়ুন:
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৭ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে