বাংলাদেশে মুক্তি পাচ্ছে টম হল্যান্ডের সিনেমা
১৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে হলিউডের এই বছরের অন্যতম কাঙ্খিত সিনেমা ‘আনচার্টেড’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে। অ্যাকশন অ্যাডভেঞ্চারধর্মী এ সিনেমার পরিচালক রুবেন ফ্লেশার। এতে অভিনয় করেছেন টম হল্যান্ড, মার্ক ওয়াহলবার্গ, আ্যান্টোনিও ব্যান্ডেরাস, সোফিয়া আলী, তাতি গ্যাব