ব্রিটিশ কমেডি জায়ান্ট মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ এবার আসছে নেটফ্লিক্সে। ‘ম্যান ভার্সেস বি’ নামের ১০ পর্বের এই সিরিজ শিগগিরই নেটফ্লিক্সে প্রকাশ করা হবে। ‘ম্যান ভার্সেস বি’ অ্যাটকিনসনকে তাঁর দীর্ঘদিনের সহযোগী উইলিয়াম ডেভিসের সঙ্গে ফের কাজ করার সুযোগ এনে দিল। তাঁরা দুজনেই জনি ইংলিশ ট্রিলজিতে একসঙ্গে কাজ করেছেন। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের; যিনি ‘জনি ইংলিশ স্ট্রাইকস’ আবার পরিচালনা করেছেন। সেই সঙ্গে ‘ইনসাইড নং নাইন’, ‘ফ্রেশ মিট’, ‘দ্যাট মিশেল’ ও ‘ওয়েব লুক’-এর বেশ কিছু পর্ব নির্মাণ করেছেন।
‘ম্যান ভার্সেস বি’র প্লট
নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’র গল্প বিস্তারিত জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হলো—একটি বিলাসবহুল প্রাসাদে এক ব্যক্তি মৌমাছির সঙ্গে যুদ্ধ করছেন। কে জিতবে আর এই প্রক্রিয়ায় কী পরিমাণ অপূরণীয় ক্ষতি হবে, তা জানতে পুরো সিরিজ দেখতে হবে দর্শকদের।
‘ম্যান ভার্সেস বি’র কাস্ট
শুরু থেকেই ঘোষণা করা হয়েছে যে, রোয়ান অ্যাটকিনসন ‘ম্যান ভার্সেস বি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। মিস্টার বিন ও জনি ইংলিশ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া অ্যাটকিনসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে জুলিয়ান রিন্ড-টুটকে দেখা যাবে সিরিজটিতে।
সিরিজের প্রোডাকশন
২০২১ সালের গ্রীষ্মে লন্ডনে ‘ম্যান ভার্সেস বি’র শুটিং করা হয়। বর্তমানে সিরিজটি পোস্ট প্রোডাকশনে রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে বাকিংহ্যামশায়ারের আইলসবারিতে। লন্ডনের উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট শহরটিতে দৃশ্যায়ন হয় সিরিজের বেশির ভাগ অংশ। এ ছাড়া হার্টফোর্ডশায়ারের বোভিংডনেও কিছু অংশের শুটিং হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ‘শহরে রোয়ান অ্যাটকিনসন আসার’ কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ভিড় করেন প্রিয় অভিনেতাকে দেখতে।
‘ম্যান ভার্সেস বি’র কয়টি পর্ব?
নেটফ্লিক্স জানিয়েছে, ‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ হবে; যার প্রতিটি পর্ব ১০ মিনিট করে চলবে। এটি অনেকটা মিস্টার বিনের মতো সংক্ষিপ্ত সময়ের হবে।
‘ম্যান ভার্সেস বি’ কবে মুক্তি পাবে?
সিরিজটি ব্রিটেনের স্থানীয় সময় ২৪ জুন সকাল ৮টায় বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে।
ব্রিটিশ কমেডি জায়ান্ট মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ এবার আসছে নেটফ্লিক্সে। ‘ম্যান ভার্সেস বি’ নামের ১০ পর্বের এই সিরিজ শিগগিরই নেটফ্লিক্সে প্রকাশ করা হবে। ‘ম্যান ভার্সেস বি’ অ্যাটকিনসনকে তাঁর দীর্ঘদিনের সহযোগী উইলিয়াম ডেভিসের সঙ্গে ফের কাজ করার সুযোগ এনে দিল। তাঁরা দুজনেই জনি ইংলিশ ট্রিলজিতে একসঙ্গে কাজ করেছেন। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের; যিনি ‘জনি ইংলিশ স্ট্রাইকস’ আবার পরিচালনা করেছেন। সেই সঙ্গে ‘ইনসাইড নং নাইন’, ‘ফ্রেশ মিট’, ‘দ্যাট মিশেল’ ও ‘ওয়েব লুক’-এর বেশ কিছু পর্ব নির্মাণ করেছেন।
‘ম্যান ভার্সেস বি’র প্লট
নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’র গল্প বিস্তারিত জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হলো—একটি বিলাসবহুল প্রাসাদে এক ব্যক্তি মৌমাছির সঙ্গে যুদ্ধ করছেন। কে জিতবে আর এই প্রক্রিয়ায় কী পরিমাণ অপূরণীয় ক্ষতি হবে, তা জানতে পুরো সিরিজ দেখতে হবে দর্শকদের।
‘ম্যান ভার্সেস বি’র কাস্ট
শুরু থেকেই ঘোষণা করা হয়েছে যে, রোয়ান অ্যাটকিনসন ‘ম্যান ভার্সেস বি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। মিস্টার বিন ও জনি ইংলিশ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া অ্যাটকিনসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে জুলিয়ান রিন্ড-টুটকে দেখা যাবে সিরিজটিতে।
সিরিজের প্রোডাকশন
২০২১ সালের গ্রীষ্মে লন্ডনে ‘ম্যান ভার্সেস বি’র শুটিং করা হয়। বর্তমানে সিরিজটি পোস্ট প্রোডাকশনে রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে বাকিংহ্যামশায়ারের আইলসবারিতে। লন্ডনের উত্তর-পূর্বে অবস্থিত ছোট্ট শহরটিতে দৃশ্যায়ন হয় সিরিজের বেশির ভাগ অংশ। এ ছাড়া হার্টফোর্ডশায়ারের বোভিংডনেও কিছু অংশের শুটিং হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ‘শহরে রোয়ান অ্যাটকিনসন আসার’ কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ভিড় করেন প্রিয় অভিনেতাকে দেখতে।
‘ম্যান ভার্সেস বি’র কয়টি পর্ব?
নেটফ্লিক্স জানিয়েছে, ‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ হবে; যার প্রতিটি পর্ব ১০ মিনিট করে চলবে। এটি অনেকটা মিস্টার বিনের মতো সংক্ষিপ্ত সময়ের হবে।
‘ম্যান ভার্সেস বি’ কবে মুক্তি পাবে?
সিরিজটি ব্রিটেনের স্থানীয় সময় ২৪ জুন সকাল ৮টায় বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে।
শেষ হচ্ছে অপেক্ষার পালা। বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ১৭ অক্টোবর বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে অ্যালবামটি। নতুন অ্যালবামের বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থহীন। নতুন অ্যালবামের
৫ ঘণ্টা আগেআজ ৮ অক্টোবর উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী। তাঁর জন্ম তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। কিংবদন্তি এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ
৫ ঘণ্টা আগে২০ অক্টোবর নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির প্রতিষ্ঠাবার্ষিকী। ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। তাই ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘জীবনানন্দ দাশ স্মরণোৎসব ও থিয়েটার ফ্যাক্টরির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।
৫ ঘণ্টা আগেগত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
১৬ ঘণ্টা আগে