অস্কারের মঞ্চে উইল স্মিথের হাতে চড় খাওয়ার তিন দিন পর জনসমক্ষে এলেন সঞ্চালক-কৌতুক অভিনেতা ক্রিস রক। ওই অপ্রত্যাশিত ঘটনার পর তেমন কোনো প্রতিক্রিয়াই দেখাননি ক্রিস। বুধবার স্ট্যান্ড-আপ কমেডির এক অনুষ্ঠানে এসে প্রথমবার উইল স্মিথকে নিয়ে মুখ খুললেন তিনি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, পর পর অনুষ্ঠান রয়েছে ক্রিস রকের। অনুষ্ঠানের নাম, ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’। বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে দেখা যাবে তাঁকে। অস্কারের চড়-কাণ্ডের ঘটনার তিন দিন পর জনসমক্ষে এলেন তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টনে ক্রিসকে দেখার জন্য ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। মুহুর্মুহু হাততালি, উল্লাসধ্বনি তো চলেছেই, উপরন্তু দর্শকেরা উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন তাঁকে। অস্কার মঞ্চে অভিনেতা উইল স্মিথের হাতে চড় খাওয়ার পরও ঠান্ডা মাথায় অনুষ্ঠান সঞ্চালনা করে যাওয়ার জন্যই মুগ্ধ দর্শকেরা।
বোস্টনে অনুষ্ঠানের মঞ্চে ক্রিস রক বলেন, ‘আমি এখনো ভেবে চলেছি, সেদিন ঠিক কী হয়েছিল? আমি পরে এ বিষয়ে কথা বলব।’
এদিকে আচরণবিধি লঙ্ঘনের কারণে উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একাডেমির পরিচালনা পর্ষদ বুধবার বৈঠকে বসে। স্মিথের জন্য শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে স্থগিতাদেশ কিংবা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।
একাডেমি বলছে যে ১৮ এপ্রিল কমিটির ফের বৈঠকের আগে স্মিথের একটি লিখিত প্রতিক্রিয়া দিয়ে নিজেকে রক্ষার সুযোগ রয়েছে। ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ডসে উইল স্মিথের ক্রিয়াকলাপ মর্মান্তিক ও আক্রমণাত্মক বলেও উল্লেখ করা হয়।
একাডেমি কর্তৃপক্ষ আরও বলে, ‘ক্রিস রক, আমাদের মঞ্চে যা হয়েছে আপনার সঙ্গে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং সেই সময়ে আপনার ধৈর্যশীল আচরণের জন্য ধন্যবাদ। আমরা আমাদের মনোনীত ব্যক্তি, অতিথি ও দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী।’
অস্কারের মঞ্চে উইল স্মিথের হাতে চড় খাওয়ার তিন দিন পর জনসমক্ষে এলেন সঞ্চালক-কৌতুক অভিনেতা ক্রিস রক। ওই অপ্রত্যাশিত ঘটনার পর তেমন কোনো প্রতিক্রিয়াই দেখাননি ক্রিস। বুধবার স্ট্যান্ড-আপ কমেডির এক অনুষ্ঠানে এসে প্রথমবার উইল স্মিথকে নিয়ে মুখ খুললেন তিনি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, পর পর অনুষ্ঠান রয়েছে ক্রিস রকের। অনুষ্ঠানের নাম, ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’। বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে দেখা যাবে তাঁকে। অস্কারের চড়-কাণ্ডের ঘটনার তিন দিন পর জনসমক্ষে এলেন তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টনে ক্রিসকে দেখার জন্য ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। মুহুর্মুহু হাততালি, উল্লাসধ্বনি তো চলেছেই, উপরন্তু দর্শকেরা উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন তাঁকে। অস্কার মঞ্চে অভিনেতা উইল স্মিথের হাতে চড় খাওয়ার পরও ঠান্ডা মাথায় অনুষ্ঠান সঞ্চালনা করে যাওয়ার জন্যই মুগ্ধ দর্শকেরা।
বোস্টনে অনুষ্ঠানের মঞ্চে ক্রিস রক বলেন, ‘আমি এখনো ভেবে চলেছি, সেদিন ঠিক কী হয়েছিল? আমি পরে এ বিষয়ে কথা বলব।’
এদিকে আচরণবিধি লঙ্ঘনের কারণে উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একাডেমির পরিচালনা পর্ষদ বুধবার বৈঠকে বসে। স্মিথের জন্য শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে স্থগিতাদেশ কিংবা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।
একাডেমি বলছে যে ১৮ এপ্রিল কমিটির ফের বৈঠকের আগে স্মিথের একটি লিখিত প্রতিক্রিয়া দিয়ে নিজেকে রক্ষার সুযোগ রয়েছে। ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ডসে উইল স্মিথের ক্রিয়াকলাপ মর্মান্তিক ও আক্রমণাত্মক বলেও উল্লেখ করা হয়।
একাডেমি কর্তৃপক্ষ আরও বলে, ‘ক্রিস রক, আমাদের মঞ্চে যা হয়েছে আপনার সঙ্গে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং সেই সময়ে আপনার ধৈর্যশীল আচরণের জন্য ধন্যবাদ। আমরা আমাদের মনোনীত ব্যক্তি, অতিথি ও দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী।’
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে