Ajker Patrika

চড় খাওয়ার পর প্রথম প্রকাশ্যে ক্রিস রক

চড় খাওয়ার পর প্রথম প্রকাশ্যে ক্রিস রক

অস্কারের মঞ্চে উইল স্মিথের হাতে চড় খাওয়ার তিন দিন পর জনসমক্ষে এলেন সঞ্চালক-কৌতুক অভিনেতা ক্রিস রক। ওই অপ্রত্যাশিত ঘটনার পর তেমন কোনো প্রতিক্রিয়াই দেখাননি ক্রিস। বুধবার স্ট্যান্ড-আপ কমেডির এক অনুষ্ঠানে এসে প্রথমবার উইল স্মিথকে নিয়ে মুখ খুললেন তিনি।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, পর পর অনুষ্ঠান রয়েছে ক্রিস রকের। অনুষ্ঠানের নাম, ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’। বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে দেখা যাবে তাঁকে। অস্কারের চড়-কাণ্ডের ঘটনার তিন দিন পর জনসমক্ষে এলেন তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টনে ক্রিসকে দেখার জন্য ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। মুহুর্মুহু হাততালি, উল্লাসধ্বনি তো চলেছেই, উপরন্তু দর্শকেরা উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন তাঁকে। অস্কার মঞ্চে অভিনেতা উইল স্মিথের হাতে চড় খাওয়ার পরও ঠান্ডা মাথায় অনুষ্ঠান সঞ্চালনা করে যাওয়ার জন্যই মুগ্ধ দর্শকেরা। 

বোস্টনে অনুষ্ঠানের মঞ্চে ক্রিস রক বলেন, ‘আমি এখনো ভেবে চলেছি, সেদিন ঠিক কী হয়েছিল? আমি পরে এ বিষয়ে কথা বলব।’ 

রোববার ৯৪ তম অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে রসিকতার জবাবে চড় মারেন উইল স্মিথএদিকে আচরণবিধি লঙ্ঘনের কারণে উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একাডেমির পরিচালনা পর্ষদ বুধবার বৈঠকে বসে। স্মিথের জন্য শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে স্থগিতাদেশ কিংবা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে। 

একাডেমি বলছে যে ১৮ এপ্রিল কমিটির ফের বৈঠকের আগে স্মিথের একটি লিখিত প্রতিক্রিয়া দিয়ে নিজেকে রক্ষার সুযোগ রয়েছে। ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ডসে উইল স্মিথের ক্রিয়াকলাপ মর্মান্তিক ও আক্রমণাত্মক বলেও উল্লেখ করা হয়। 

একাডেমি কর্তৃপক্ষ আরও বলে, ‘ক্রিস রক, আমাদের মঞ্চে যা হয়েছে আপনার সঙ্গে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং সেই সময়ে আপনার ধৈর্যশীল আচরণের জন্য ধন্যবাদ। আমরা আমাদের মনোনীত ব্যক্তি, অতিথি ও দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত