মুক্তির অনুমতি পেল ‘রাগী’
২০১৯ সালে ‘রাগী’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন পরিচালক মিজানুর রহমান মিজান। তাতে অভিনয় করেন আঁচল আঁখি, মৌমিতা মৌ, সনি রহমান, শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াত, খালেদা আক্তার কল্পনা, খোরশেদ আলাম খসরুসহ অনেকে। ‘রাগী’র আরেকটি বিশেষ দিক হচ্ছে, সিনেমাটির মাধ্যমে প্রথমবার খলচরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মুনমুনকে।