Ajker Patrika

পারভেজ মোশারফের সঙ্গে সাক্ষাৎ, ফের বিতর্কে সঞ্জু বাবা

আপডেট : ২০ মার্চ ২০২২, ২৩: ২৬
পারভেজ মোশারফের সঙ্গে সাক্ষাৎ, ফের বিতর্কে সঞ্জু বাবা

বিতর্ক আর সঞ্জয় দত্ত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যেন। আবারও বিতর্কের কেন্দ্রে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে সঞ্জুবাবার সাক্ষাতের ছবি ভাইরাল নেট দুনিয়ায়। সাবেক পাক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ছবি নিয়ে নেটিজেনদের তোপের মুখে তিনি। কার্গিল যুদ্ধের জন্য দায়ী ব্যক্তির সঙ্গে কীভাবে বলিউড অভিনেতা দেখা করতে পারলেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দুবাইয়ে পারভেজ মোশাররফের সঙ্গে দেখা করেছেন সঞ্জয় দত্ত এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হুইলচেয়ারে বসে সাবেক পাক প্রেসিডেন্ট, আর তাঁর সঙ্গে কুশল বিনিময় করছেন ‘মুন্নাভাই’। তবে কখন তাঁরা সাক্ষাৎ করেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। 

১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল সঞ্জয়ের বিরুদ্ধেবহুবার বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়নি। তবে বেআইনি ভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হতে হয় সঞ্জয় দত্তকে। ২০০৭ সালে তাঁকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৮ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন সঞ্জয়। ২০১৩ সালে কারাদণ্ডের নির্দেশ বহাল রাখে আদালত। ফের কারাগারে যেতে হয় তাঁকে। পরে ভালো ব্যবহারের জন্য নির্ধারিত সময়ের আগেই ছাড়া পেয়েছিলেন এই বলিউড অভিনেতা। 

এদিকে নানা আইনি জটিলতায় জর্জরিত পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। চিকিৎসার জন্য ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে যান মোশাররফ। এর পর আর পাকিস্তানে ফেরেননি তিনি। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের সেনা প্রধান ছিলেন মোশাররফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত