ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া—বাংলাদেশের টিভি নাটকের এ দুই অভিনেত্রী কলকাতা গেছেন। ঘুরতে নয়, অভিনয় করতে। ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি টালিউড সিনেমায় অভিনয় করবেন তাঁরা। আগামীকাল বুধবার থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। শুটিং হবে কলকাতা ও চন্দননগরের বিভিন্ন জায়গায়। শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন চুমকি ও নাদিয়া।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটি বানাচ্ছেন শিব রাম শর্মা। তিনি জানিয়েছেন, শহরে শৌচালয়ের অভাবের কারণে যে সব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় নাগরিকদের, তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি।
নির্মাতা শিব রাম শর্মা বলেন, ‘বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনো শৌচালয় নেই। বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।’ অর্পিতা রায় চৌধুরী লিখেছেন ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার গল্প।
এ সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করবেন পার্নো মিত্র। গল্পে নিরাপদ শৌচালয়ের জন্য তিনি একটি আন্দোলন গড়ে তুলবেন। তাঁর সঙ্গে যোগ দেবেন চুমকি ও নাদিয়া।
চুমকি ও নাদিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তাঁদের প্রথমে ফোনালাপ হয়। তাঁদের ছবি দেখে ভালো লাগে নির্মাতার। এরপর ভার্চুয়ালি কয়েকবার মিটিং হয়। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে আসেন নির্মাতা। চুমকি ও নাদিয়ার সঙ্গে দেখা করে ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় তাঁদের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক শিব রাম শর্মা।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং শেষে এ মাসেই ঢাকায় ফেরার কথা চুমকি ও নাদিয়ার।
ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া—বাংলাদেশের টিভি নাটকের এ দুই অভিনেত্রী কলকাতা গেছেন। ঘুরতে নয়, অভিনয় করতে। ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি টালিউড সিনেমায় অভিনয় করবেন তাঁরা। আগামীকাল বুধবার থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। শুটিং হবে কলকাতা ও চন্দননগরের বিভিন্ন জায়গায়। শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন চুমকি ও নাদিয়া।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটি বানাচ্ছেন শিব রাম শর্মা। তিনি জানিয়েছেন, শহরে শৌচালয়ের অভাবের কারণে যে সব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় নাগরিকদের, তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি।
নির্মাতা শিব রাম শর্মা বলেন, ‘বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনো শৌচালয় নেই। বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।’ অর্পিতা রায় চৌধুরী লিখেছেন ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার গল্প।
এ সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করবেন পার্নো মিত্র। গল্পে নিরাপদ শৌচালয়ের জন্য তিনি একটি আন্দোলন গড়ে তুলবেন। তাঁর সঙ্গে যোগ দেবেন চুমকি ও নাদিয়া।
চুমকি ও নাদিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তাঁদের প্রথমে ফোনালাপ হয়। তাঁদের ছবি দেখে ভালো লাগে নির্মাতার। এরপর ভার্চুয়ালি কয়েকবার মিটিং হয়। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে আসেন নির্মাতা। চুমকি ও নাদিয়ার সঙ্গে দেখা করে ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় তাঁদের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক শিব রাম শর্মা।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং শেষে এ মাসেই ঢাকায় ফেরার কথা চুমকি ও নাদিয়ার।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে