Ajker Patrika

‘ছুটির ঘণ্টা’খ্যাত নির্মাতা আজিজুর রহমান আর নেই

‘ছুটির ঘণ্টা’খ্যাত নির্মাতা আজিজুর রহমান আর নেই

চলে গেলেন ঢাকাই সিনেমার আলোচিত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। ‘ছুটির ঘণ্টা’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার এই নির্মাতার মৃত্যু হয় সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে, কানাডার একটি হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন আজিজুর রহমানের মেয়ে বিন্দি রহমান। নির্মাতার বয়স হয়েছিল ৮২ বছর।

বিন্দি রহমান টেলিফোনে বলেন, ‘বাবা মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। নানা শারীরিক জটিলতা ছিল তাঁর। মাঝে কিছুদিন আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে অবস্থার উন্নতিও হয়। কিন্তু এবার হার্ট অ্যাটাকের পর বাবা আর ফিরলেন না।’

করোনাভাইরাস মহামারী শুরুর আগে কানাডায় মেয়ের কাছে গিয়েছিলেন আজিজুর রহমান। তারপর আর দেশে ফেরেননি।

বিন্দি রহমান বলেন, ‘বাবা দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে ছিলেন। বারবার দেশে ফেরার কথা বলছিলেন। কিন্তু কোভিডের কারণে তাঁকে দেশে পাঠানো যাচ্ছিল না। এরপর তো অসুস্থ হয়ে পড়লেন।’

তিনি জানিয়েছেন, আজিজুর রহমানের মরদেহ কানাডা থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। নির্মাতার জন্মস্থান বগুড়ার সান্তাহারের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

১৯৫৮ সালে চলচ্চিত্র পরিচালক এহতেশামের সহকারী হিসেবে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন আজিজুর রহমান। তাঁর প্রথম চলচ্চিত্র ‘সাইফুল মুল্‌ক বদিউজ্জামাল’ (১৯৬৭)।

আজিজুর রহমান এ পর্যন্ত ৫৩টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘সমাধান’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত