২০২১ সালের টালিউড সিনেমার জন্য পুরস্কার দিয়েছে ফিল্মফেয়ার। আগেই ঘোষণা করা হয়েছিল নমিনেশন। বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে জানানো হলো বিজয়ীদের চূড়ান্ত তালিকা, সবার হাতে তুলে দেওয়া হলো ব্ল্যাক লেডি। ‘বিনি সুতোয়’ সিনেমায় অভিনয় করে এবার সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। এ নিয়ে পরপর তিনবার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হলেন তিনি।
জয়া আহসান বলেন, ‘পরপর তিনবারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে ‘বিনি সুতোয়’ ছবির জন্য কৃষ্ণ সুন্দরী হাতে এলেন। ধন্যবাদ দর্শক ও ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার পরিচালক অতনু ঘোষ ‘বিনি সুতোয়’ ছবির মধ্য দিয়ে যে নাগরিক রূপকথা বুনেছেন, তার রেশ রয়ে গেল এই প্রাপ্তিতে।’
দেখে নেওয়া যাক আরও যাঁরা এবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন—
সেরা সিনেমা
বঙ্কুবাবুর বন্ধু
টনিক
সেরা পরিচালক
অনিক দত্ত (বঙ্কুবাবুর বন্ধু)
সমালোচকদের বিচারে সেরা সিনেমা
বিনি সুতোয় (অতনু ঘোষ)
সেরা অভিনেতা
পরাণ বন্দ্যোপাধ্যায় (টনিক)
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা
অনির্বাণ ভট্টাচার্য (দ্বিতীয় পুরুষ)
অর্জুন চক্রবর্তী (অভিযাত্রিক)
সেরা অভিনেত্রী
জয়া আহসান (বিনি সুতোয়)
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী
অর্পিতা চট্টোপাধ্যায় (অব্যক্ত)
সেরা সহ-অভিনেতা
সমিউল আলম (ট্যাংরা ব্লুজ)
সেরা সহ-অভিনেত্রী
অপরাজিতা আঢ্য (চিনি)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
রঞ্জিত মল্লিক
সেরা মিউজিক অ্যালবাম
শান্তনু মৈত্র, অনুপম রায়, প্রসেনজিৎ মুখোপাধ্যায়, শিবব্রত বিশ্বাস (প্রেমটেম)
সেরা লিরিক্স
নীলাঞ্জন চক্রবর্তী— বেহায়া (একান্নবর্তী)
সেরা গায়ক
ইশান মিত্র- মায়ার কাঙাল (অল্প হলেও সত্যি)
সেরা গায়িকা
লগ্নজিতা চক্রবর্তী— বেহায়া (একান্নবর্তী)
সেরা গল্প
অর্জুন দত্ত (অব্যক্ত)
সেরা চিত্রনাট্য
ধ্রুব বন্দ্যোপাধ্যায় (গোলন্দাজ)
সৃজিত মুখোপাধ্যায় (দ্বিতীয় পুরুষ)
সেরা সংলাপ
অনীক দত্ত ও উৎসব মুখোপাধ্যায় (বরুণবাবুর বন্ধু)
সেরা সিনেমাটোগ্রাফি
সুপ্রতিম ভোল (অভিযাত্রিক)
সেরা কোরিওগ্রাফি
বাবা যাদব— মন আনমনে (ম্যাজিক)
সেরা নবাগত অভিনেত্রী
ঐন্দ্রিলা সেন (ম্যাজিক)
সেরা নবাগত অভিনেতা
কিঞ্জল নন্দা (হীরালাল)
সেরা নবাগত পরিচালক
সুপ্রিয় সেন (ট্যাংরা ব্লুজ)
২০২১ সালের টালিউড সিনেমার জন্য পুরস্কার দিয়েছে ফিল্মফেয়ার। আগেই ঘোষণা করা হয়েছিল নমিনেশন। বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে জানানো হলো বিজয়ীদের চূড়ান্ত তালিকা, সবার হাতে তুলে দেওয়া হলো ব্ল্যাক লেডি। ‘বিনি সুতোয়’ সিনেমায় অভিনয় করে এবার সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। এ নিয়ে পরপর তিনবার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হলেন তিনি।
জয়া আহসান বলেন, ‘পরপর তিনবারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে ‘বিনি সুতোয়’ ছবির জন্য কৃষ্ণ সুন্দরী হাতে এলেন। ধন্যবাদ দর্শক ও ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার পরিচালক অতনু ঘোষ ‘বিনি সুতোয়’ ছবির মধ্য দিয়ে যে নাগরিক রূপকথা বুনেছেন, তার রেশ রয়ে গেল এই প্রাপ্তিতে।’
দেখে নেওয়া যাক আরও যাঁরা এবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন—
সেরা সিনেমা
বঙ্কুবাবুর বন্ধু
টনিক
সেরা পরিচালক
অনিক দত্ত (বঙ্কুবাবুর বন্ধু)
সমালোচকদের বিচারে সেরা সিনেমা
বিনি সুতোয় (অতনু ঘোষ)
সেরা অভিনেতা
পরাণ বন্দ্যোপাধ্যায় (টনিক)
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা
অনির্বাণ ভট্টাচার্য (দ্বিতীয় পুরুষ)
অর্জুন চক্রবর্তী (অভিযাত্রিক)
সেরা অভিনেত্রী
জয়া আহসান (বিনি সুতোয়)
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী
অর্পিতা চট্টোপাধ্যায় (অব্যক্ত)
সেরা সহ-অভিনেতা
সমিউল আলম (ট্যাংরা ব্লুজ)
সেরা সহ-অভিনেত্রী
অপরাজিতা আঢ্য (চিনি)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
রঞ্জিত মল্লিক
সেরা মিউজিক অ্যালবাম
শান্তনু মৈত্র, অনুপম রায়, প্রসেনজিৎ মুখোপাধ্যায়, শিবব্রত বিশ্বাস (প্রেমটেম)
সেরা লিরিক্স
নীলাঞ্জন চক্রবর্তী— বেহায়া (একান্নবর্তী)
সেরা গায়ক
ইশান মিত্র- মায়ার কাঙাল (অল্প হলেও সত্যি)
সেরা গায়িকা
লগ্নজিতা চক্রবর্তী— বেহায়া (একান্নবর্তী)
সেরা গল্প
অর্জুন দত্ত (অব্যক্ত)
সেরা চিত্রনাট্য
ধ্রুব বন্দ্যোপাধ্যায় (গোলন্দাজ)
সৃজিত মুখোপাধ্যায় (দ্বিতীয় পুরুষ)
সেরা সংলাপ
অনীক দত্ত ও উৎসব মুখোপাধ্যায় (বরুণবাবুর বন্ধু)
সেরা সিনেমাটোগ্রাফি
সুপ্রতিম ভোল (অভিযাত্রিক)
সেরা কোরিওগ্রাফি
বাবা যাদব— মন আনমনে (ম্যাজিক)
সেরা নবাগত অভিনেত্রী
ঐন্দ্রিলা সেন (ম্যাজিক)
সেরা নবাগত অভিনেতা
কিঞ্জল নন্দা (হীরালাল)
সেরা নবাগত পরিচালক
সুপ্রিয় সেন (ট্যাংরা ব্লুজ)
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
৪ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৫ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৫ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে