ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হলো আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন নিজেও।
আজ (১৯ মার্চ) উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের সেই ছবি শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে তাঁর অভিনয়ের প্রশংসা। বলা হয়েছে, ‘নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের এই অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’ বাঁধন জানান, গতকাল (শুক্রবার) বিকেলে ভারতে পৌঁছেছেন এই অভিনেত্রী। গতকাল ওপেনিং ডে ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওখানকার প্রধানমন্ত্রীসহ ভারতের গণ্যমান্য অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথমদিনই বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি দেখানো হয়েছে। প্রায় তিন হাজারের মতো দর্শক সিনেমাটি দেখেছেন।
বাঁধন বলেন, ‘ওখানে অনেক সমালোচকরা এসেছেন, পরিচালকরা এসেছেন; তারা সবাই আমাদের সিনেমাটি দেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার যেটা ভালো লেগেছে, ওখানকার দর্শক। আমি বলব একটা ম্যাজিক্যাল অডিয়েন্স আমি দেখলাম। চুপ করে, মোবাইলের শব্দ নাই, কোনো কানাঘুষা নাই, কোনো কথা নাই, কোনো উঠে যাওয়া নাই। সবাই সিনেমাটি উপভোগ করেছেন। অনেকেই আমার কাছে এসে সিনেমাটির প্রশংসা করেছেন।’
৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ২১ মার্চ ঠাকুর থিয়েটারে ও ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।
ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হলো আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন নিজেও।
আজ (১৯ মার্চ) উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের সেই ছবি শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে তাঁর অভিনয়ের প্রশংসা। বলা হয়েছে, ‘নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের এই অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’ বাঁধন জানান, গতকাল (শুক্রবার) বিকেলে ভারতে পৌঁছেছেন এই অভিনেত্রী। গতকাল ওপেনিং ডে ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওখানকার প্রধানমন্ত্রীসহ ভারতের গণ্যমান্য অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথমদিনই বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি দেখানো হয়েছে। প্রায় তিন হাজারের মতো দর্শক সিনেমাটি দেখেছেন।
বাঁধন বলেন, ‘ওখানে অনেক সমালোচকরা এসেছেন, পরিচালকরা এসেছেন; তারা সবাই আমাদের সিনেমাটি দেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার যেটা ভালো লেগেছে, ওখানকার দর্শক। আমি বলব একটা ম্যাজিক্যাল অডিয়েন্স আমি দেখলাম। চুপ করে, মোবাইলের শব্দ নাই, কোনো কানাঘুষা নাই, কোনো কথা নাই, কোনো উঠে যাওয়া নাই। সবাই সিনেমাটি উপভোগ করেছেন। অনেকেই আমার কাছে এসে সিনেমাটির প্রশংসা করেছেন।’
৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ২১ মার্চ ঠাকুর থিয়েটারে ও ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৫ মিনিট আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২১ মিনিট আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
২৯ মিনিট আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৪১ মিনিট আগে