Ajker Patrika

ভারতে প্রশংসিত বাঁধন

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৯: ৪১
ভারতে প্রশংসিত বাঁধন

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হলো আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন নিজেও।

আজ (১৯ মার্চ) উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের সেই ছবি শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে তাঁর অভিনয়ের প্রশংসা। বলা হয়েছে, ‘নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের এই অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’ বাঁধন জানান, গতকাল (শুক্রবার) বিকেলে ভারতে পৌঁছেছেন এই অভিনেত্রী। গতকাল ওপেনিং ডে ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওখানকার প্রধানমন্ত্রীসহ ভারতের গণ্যমান্য অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথমদিনই বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি দেখানো হয়েছে। প্রায় তিন হাজারের মতো দর্শক সিনেমাটি দেখেছেন।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধনবাঁধন বলেন, ‘ওখানে অনেক সমালোচকরা এসেছেন, পরিচালকরা এসেছেন; তারা সবাই আমাদের সিনেমাটি দেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার যেটা ভালো লেগেছে, ওখানকার দর্শক। আমি বলব একটা ম্যাজিক্যাল অডিয়েন্স আমি দেখলাম। চুপ করে, মোবাইলের শব্দ নাই, কোনো কানাঘুষা নাই, কোনো কথা নাই, কোনো উঠে যাওয়া নাই। সবাই সিনেমাটি উপভোগ করেছেন। অনেকেই আমার কাছে এসে সিনেমাটির প্রশংসা করেছেন।’

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধন৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ২১ মার্চ ঠাকুর থিয়েটারে ও ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত