Ajker Patrika

এবার ঘরে বসেই দেখা যাবে ‘গুণিন’

এবার ঘরে বসেই দেখা যাবে ‘গুণিন’

সিনেমা হলে মুক্তির জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়। চরকির প্রযোজনায় ‘গুণিন’ প্রথম সিনেমা, যেটি ওটিটিতে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়।

সিনেমা হলে মুক্তির পর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ এবার আসছে ওটিটিতে। চরকিতে আগামী ২৪ মার্চ রাত ৮টা থেকে দেখা যাবে সিনেমাটি। দর্শক এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ‘গুণিন’।

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আছেন দিলারা জামান, ইরেশ যাকের, পরীমণি, শরিফুল রাজ, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

‘গুণিন’ সিনেমার দৃশ্য‘গুণিন’ সিনেমার গল্প তৈরি হয়েছে গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। এলাকাবাসী বিশ্বাস করে, আধ্যাত্মিক ক্ষমতা আছে তার। এ ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি— রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এ সিনেমার মূল উপজীব্য। সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতোমধ্যে দর্শক মনে দাগ কেটেছে।

‘গুণিন’ সিনেমার দৃশ্যপরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল, সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে গুণিন—তেমনটাই হচ্ছে। এই কয়দিন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন। এবার চরকি সাবস্ক্রাইব করে গুণিন দেখে ফেলবেন।’

দেখুন ‘গুণিন’ সিনেমার ট্রেলার:

 

দেখুন ‘গুণিন’ সিনেমার গান ‘ঘোমটা খুলে বদন তুলে’:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত