আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘চেনা-অচেনা’
সংবাদটি আসতে পারত তিনমাস আগেই, পুর্তুগাল থেকে। ‘লিস্বন ফিল্ম রেন্ডেবাস’ নামের আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের হাজারো গুণী নির্মাতার ভিড়ে বাংলাদেশের নতুন নির্মাতা মাতিউর রহমান সাগরের ‘চেনা-অচেনা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উৎসবের জুরি বোর্ডের পছন্দে সেমিফাইনাল পর্যন্ত উঠে এলেও চুড়ান্ত অর্জন