সৌমিত্র চট্টোপাধ্যায়ের সব গল্প কি জানা হয়েছে? কলকাতার সংবাদমাধ্যম কিংবা সহকর্মীরা এখনো তাঁকে নিয়ে কত কিছু জানছেন আগ্রহ নিয়ে। পরান বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন তাঁকে, লিলি চক্রবর্তী হয়তো সেভাবে নয়। কৌশিক সেনের কাছে তিনি আদর্শ শিক্ষক, যাঁর কাছে অভিনয়ের অ আ ক খ শেখা। মমতাশঙ্কর জানতেনই না, ‘প্রেম মোদিত মানস কহ রাম রাম রাম’ গানটি সৌমিত্র কী চমৎকারভাবে গাইতেন। কিংবদন্তি অভিনেতার এমন অজানা অচেনা অনেক দিক যত্ন করে ক্যামেরাবন্দি করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই অজানা সৌমিত্রকেই বাংলা নববর্ষে, ১৫ এপ্রিল বাঙালির উপহার হিসেবে ‘অভিযান’ সিনেমার মাধ্যমে তুলে দিতে চাইছেন পরমব্রত।
আকিরা কুরসাওয়ার কাছে যেমন ছিলেন মিফুনে, তেমনই সত্যজিৎ রায়ের নায়ক ছিলেন সৌমিত্র। এই সৌমিত্রই আবার ছিলেন মঞ্চের সম্রাট। সাহিত্যের জগতেও পদচারণা। রঙের তুলি হাতে ধরলে ক্যানভাসে ফুটে উঠত তাঁর মনের কল্পনা। আদ্যোপান্ত রাজনীতিসচেতন মানুষ। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরমব্রত।
‘অভিযান’ সিনেমার টিজার মুক্তি পেয়েছিল এক বছর আগে। করোনার কারণে মুক্তি পিছিয়েছে। তখন থেকেই দর্শক প্রত্যাশা নিয়ে আছেন কবে মুক্তি পাবে। সৌমিত্রর পাশাপাশি তাঁর অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মহানায়ক উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। সত্যজিৎ রায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। এ ছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতো তারকা। প্রবাদপ্রতিম শিল্পী নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন।
পরিচালক বরাবরই চেয়েছেন, বাণিজ্যিক ছবি নয়, তাঁর এই অভিযান আবিষ্কার করুক সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সব দিক, যা কেউ কোনো দিন জানতে চাননি।
ট্রেলার লিংক:
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সব গল্প কি জানা হয়েছে? কলকাতার সংবাদমাধ্যম কিংবা সহকর্মীরা এখনো তাঁকে নিয়ে কত কিছু জানছেন আগ্রহ নিয়ে। পরান বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন তাঁকে, লিলি চক্রবর্তী হয়তো সেভাবে নয়। কৌশিক সেনের কাছে তিনি আদর্শ শিক্ষক, যাঁর কাছে অভিনয়ের অ আ ক খ শেখা। মমতাশঙ্কর জানতেনই না, ‘প্রেম মোদিত মানস কহ রাম রাম রাম’ গানটি সৌমিত্র কী চমৎকারভাবে গাইতেন। কিংবদন্তি অভিনেতার এমন অজানা অচেনা অনেক দিক যত্ন করে ক্যামেরাবন্দি করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই অজানা সৌমিত্রকেই বাংলা নববর্ষে, ১৫ এপ্রিল বাঙালির উপহার হিসেবে ‘অভিযান’ সিনেমার মাধ্যমে তুলে দিতে চাইছেন পরমব্রত।
আকিরা কুরসাওয়ার কাছে যেমন ছিলেন মিফুনে, তেমনই সত্যজিৎ রায়ের নায়ক ছিলেন সৌমিত্র। এই সৌমিত্রই আবার ছিলেন মঞ্চের সম্রাট। সাহিত্যের জগতেও পদচারণা। রঙের তুলি হাতে ধরলে ক্যানভাসে ফুটে উঠত তাঁর মনের কল্পনা। আদ্যোপান্ত রাজনীতিসচেতন মানুষ। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরমব্রত।
‘অভিযান’ সিনেমার টিজার মুক্তি পেয়েছিল এক বছর আগে। করোনার কারণে মুক্তি পিছিয়েছে। তখন থেকেই দর্শক প্রত্যাশা নিয়ে আছেন কবে মুক্তি পাবে। সৌমিত্রর পাশাপাশি তাঁর অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মহানায়ক উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। সত্যজিৎ রায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। এ ছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতো তারকা। প্রবাদপ্রতিম শিল্পী নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন।
পরিচালক বরাবরই চেয়েছেন, বাণিজ্যিক ছবি নয়, তাঁর এই অভিযান আবিষ্কার করুক সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সব দিক, যা কেউ কোনো দিন জানতে চাননি।
ট্রেলার লিংক:
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে