Ajker Patrika

এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনেকেই চেনেন না

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৪: ২৮
এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনেকেই চেনেন না

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সব গল্প কি জানা হয়েছে? কলকাতার সংবাদমাধ্যম কিংবা সহকর্মীরা এখনো তাঁকে নিয়ে কত কিছু জানছেন আগ্রহ নিয়ে। পরান বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন তাঁকে, লিলি চক্রবর্তী হয়তো সেভাবে নয়। কৌশিক সেনের কাছে তিনি আদর্শ শিক্ষক, যাঁর কাছে অভিনয়ের অ আ ক খ শেখা। মমতাশঙ্কর জানতেনই না, ‘প্রেম মোদিত মানস কহ রাম রাম রাম’ গানটি সৌমিত্র কী চমৎকারভাবে গাইতেন। কিংবদন্তি অভিনেতার এমন অজানা অচেনা অনেক দিক যত্ন করে ক্যামেরাবন্দি করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই অজানা সৌমিত্রকেই বাংলা নববর্ষে, ১৫ এপ্রিল বাঙালির উপহার হিসেবে ‘অভিযান’ সিনেমার মাধ্যমে তুলে দিতে চাইছেন পরমব্রত।

আকিরা কুরসাওয়ার কাছে যেমন ছিলেন মিফুনে, তেমনই সত্যজিৎ রায়ের নায়ক ছিলেন সৌমিত্র। এই সৌমিত্রই আবার ছিলেন মঞ্চের সম্রাট। সাহিত্যের জগতেও পদচারণা। রঙের তুলি হাতে ধরলে ক্যানভাসে ফুটে উঠত তাঁর মনের কল্পনা। আদ্যোপান্ত রাজনীতিসচেতন মানুষ। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরমব্রত।

‘অভিযান’ ট্রেলার থেকে নেওয়া ছবি‘অভিযান’ সিনেমার টিজার মুক্তি পেয়েছিল এক বছর আগে। করোনার কারণে মুক্তি পিছিয়েছে। তখন থেকেই দর্শক প্রত্যাশা নিয়ে আছেন কবে মুক্তি পাবে। সৌমিত্রর পাশাপাশি তাঁর অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মহানায়ক উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। সত্যজিৎ রায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। এ ছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতো তারকা। প্রবাদপ্রতিম শিল্পী নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন।

‘অভিযান’ ট্রেলার থেকে নেওয়া ছবিপরিচালক বরাবরই চেয়েছেন, বাণিজ্যিক ছবি নয়, তাঁর এই অভিযান আবিষ্কার করুক সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সব দিক, যা কেউ কোনো দিন জানতে চাননি।

ট্রেলার লিংক:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত