এক সিনেমায় হাওয়া বদল
‘প্রেমাম’ শুধু সিনেমা নয়, বরং বলা যায় অনিন্দ্যসুন্দর প্রেমের কবিতা। ‘প্রেমাম’ একটা অনুভূতির নাম। প্রেম, বিরহ, অনুভূতিতে নতুনত্ব কিংবা বিষাদের এক অন্য রকম আখ্যানের নাম ‘প্রেমাম’। ছয় বছর পূর্ণ করল সিনেমাটি। থাকছে সিনেমাটির জানা-অজানা ছয় তথ্য।