Ajker Patrika

সুশান্তের সংগ্রহশালায় তারকামেলা

আপডেট : ০৯ জুন ২০২১, ১১: ৪৭
সুশান্তের সংগ্রহশালায় তারকামেলা

ঢাকা: কলকাতার আসানসোলের সুশান্ত রায়। পেশায় ভাস্কর, মোমের মূর্তি গড়েন। তাঁর হাতে যেন জীবন্ত হয়ে ওঠেন কিংবদন্তিরা। এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি বানিয়ে সাড়া ফেলেছেন তিনি। সৌমিত্রের মূর্তিটি হঠাৎ দেখলে চমকে যাবেন অনেকেই। লাল সিল্কের পাঞ্জাবি আর তসররাঙা বই হাতে দাঁড়িয়ে আছেন তিনি। দেখে মনে হবে এখনই যেন বইয়ের পাতাটা খুলে পড়তে শুরু করবেন। আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে গত কয়েক দিন এভাবেই দাঁড়িয়ে আছে তাঁর মোমের মূর্তি, যা দেখতে রীতিমতো ভিড় করছে উৎসাহী লোকজন।

সৌমিত্রের মৃত্যুর পর তড়িঘড়ি কাজ শুরু করে দেন এবং মাত্র ৪৫ দিনে শেষ করেন মূর্তির কাজ। কিন্তু গায়ের রঙের সঙ্গে মিল হয়নি মূর্তির রঙের! তাই গত বছর মিউজিয়ামে জায়গা পায়নি। অবশেষে তিনি সফল হলেন।

এর আগেও শিল্পী সুশান্ত রায়ের তৈরি একাধিক মোমের মূর্তি এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। ২০১৫ সালে তাঁর তৈরি এই মিউজিয়ামে স্থাপিত হয়েছিল বঙ্গবন্ধুর মোমের মূর্তি। একই সঙ্গে এখানে স্থাপিত আছে শিল্পীর তৈরি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়সহ আরও বিশিষ্ট কয়েক জনের মূর্তি। সৌমিত্র চট্টোপাধ্যয়ের মূর্তি নিয়েই কর্তৃপক্ষের সঙ্গে শিল্পীর মতের মিল হয়নি।

শিল্পীর সংগ্রহশালায় রয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, কপিল দেব, সৌরভ গাঙ্গুলী, উত্তম-সূচিত্রা, মান্না দে, ক্রিশ্চিয়ানো রোনালদো, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলিসহ নানা বিখ্যাত ব্যক্তির মূর্তি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে তাঁকে তা উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্ত। সেই মূর্তি পেয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মাত্র তিন মাসের মাথায় অভিনেতার মূর্তি গড়েছিলেন তিনি। ২০০৮ সালে কলকাতায় গিয়েছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। তাঁকে মোমের মূর্তি উপহার দিয়েছিলেন। সেদিন তা দেখে বিস্ময়ে সেই মূর্তি জড়িয়ে ধরেছিলেন ম্যরাডোনা। মাত্র ১৮ দিনে তৈরি করেছিলেন মূর্তিটি। ম্যারাডোনা মূর্তিটি আর্জেন্টিনায় নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় কিছু জটিলতার কারণে মূর্তিটি নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে মূর্তিটির জায়গা হয় কলকাতার মিউজিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত