Ajker Patrika

কান উৎসবে নুহাশ হুমায়ূন

কান উৎসবে নুহাশ হুমায়ূন

ঢাকা: কানের ৭৪তম আসরের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মের জন্য নির্বাচিত হলো নুহাশ হুমায়ূনের প্রথম চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’। খবরটি নিশ্চিত করেছেন নুহাশ হুমায়ূন। উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এটা আমার জন্য খুবই উৎসাহের বিষয়। এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে ভারতের ফিল্ম বাজারকে। যে প্রতিষ্ঠানের উদ্যোগে কানের মার্শে দ্যু ফিল্ম বিভাগে যুক্ত হলো ছবিটি।’

ফ্রান্সে অনুষ্ঠিত কান উৎসবের ওই বিভাগে প্রযোজক, পরিবেশক, সম্পাদক ও চলচ্চিত্র বিশেষজ্ঞরা অংশ নেন। এ বছরের ৬ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে উৎসবটি। এতে মার্শে দ্যু ফিল্ম বিভাগে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘মুভিং বাংলাদেশ’।

নুহাশ হুমায়ূন এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের পর গত বছরের ডিসেম্বরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’ নির্মাণের ঘোষণা দেন। দেশে রাইড শেয়ারিং অ্যাপের যাত্রা হওয়ার গল্প নিয়ে হচ্ছে সিনেমাটি। কীভাবে একদল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেলল, সে গল্পই দেখানো হবে এই সিনেমায়।

সিনেমায় থাকবে ২০১৪-১৫ সালের বাংলাদেশ প্রেক্ষাপট। শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে চলতি বছরই।

সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে আরও এক বছর আগে। মানে, ২০১৯ সালে। এরপর আমরা স্ক্রিপ্টটি নিয়ে ভারতের প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে যাই এবং সেখানে এ বছরের একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয় মুভিং বাংলাদেশ।

নুহাশ হুমায়ূন, চলচ্চিত্র নির্মাতা

গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে ‘মুভিং বাংলাদেশ’ প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। নুহাশ হুমায়ূন এর আগে যুক্ত ছিলেন দেশের একমাত্র অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’র ১১ পরিচালকের একজন হিসেবে।

এ বছরই কান উৎসবে পা পড়েছে আরেকটি বাংলাদেশি সিনেমার। আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে। বাংলাদেশি কোনো ছবির এমন অর্জন এটাই প্রথম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত