Ajker Patrika

বাঁধন যেভাবে রেহানা হলেন

মীর রাকিব হাসান
বাঁধন যেভাবে রেহানা হলেন

ঢাকা: কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগ আঁ সার্তে রিগায় মনোনয়ন পেয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সবিস্তারে বলেছেন ছবিটি নিয়ে।

বিয়ে, সংসার-সন্তান, ডিভোর্স—ক্যারিয়ারটা এলোমেলো হয়েছিল বাঁধনের। তিন বছর আগে আচমকাই বাঁধনের দেখা মেলে নতুন রূপে। ঘোষণা আসে, জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমা করবেন বাঁধন। ঘটা করে হয় সিনেমার মহরত। কিছুদিন না যেতেই সিনেমায় অন্য কাউকে নেওয়া হয়। কেন? চরিত্রের পরিবর্তন। তারপর বাঁধনের আবার ডুব। কোথায় আছেন, কী করছেন, তারই উত্তর মিলছে তিন বছর পরে ‘রেহানা মরিয়ম নূর’ ছবির মাধ্যমে। 

আজমেরী হক বাঁধন‘দহন’ সিনেমা ছাড়ার পর জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই ছবি। ‘সাদের কাছে প্রথম কৃতজ্ঞ যে ও রিস্কটা নিয়েছে আমাকে নিয়ে। ওর সিনেমা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারব। লাইফ চেঞ্জার। এটা একটা নারীপ্রধান গল্প। সমাজকে প্রশ্নবিদ্ধ করার গল্প। হাজার হাজার প্রশ্ন মাথায় আসার গল্প। আমি জানতাম না এই কাজটা কোথায় যাবে, কতজন দেখবে। আমাকে এই কাজটা বুঝিয়েছে, তুমি স্বাধীন। তোমার যা অধিকার সেটা তোমার আদায় করতে হবে। তোমার কথাগুলো কেউ এসে বলে দেবে না, তোমাকে বলতে হবে।’ তিনি যোগ করেন, ‘সাদের কাজটার পর নতুন আর কাজ নিতে পারছিলাম না। সাদের কাজটার পর গত তিন বছরে শুধু সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’তে কাজটাই করলাম। আর পিপলু ভাইয়ের ফেমিকনের বিজ্ঞাপনটা করলাম। আমি কিন্তু প্রচুর বিজ্ঞাপনের অফারও পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি সেই কাজটা করব, যেটা আমি করতে চাই। কেন একটা টাইপে মেয়েদের বেঁধে দেওয়া হবে?’

‘শুধু এটুকু বলি, অনেকগুলো মেয়ের চরিত্র আছে। ওখানে আমাকে কেউ চিনবে না। ৩৯ বছর বয়সেও যে অভিনেত্রীরা এমন চরিত্র করতে পারেন, সেটা এই চরিত্র বলে দেবে।’

২০১৮ সালের ডিসেম্বরের ২৭ তারিখ ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির জন্য অডিশন দিয়েছেন। ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর হয়েছে সেই অডিশন। ‘অডিশনের পর ওরা আমাকে ফাইনাল করেছে কিনা সেটা জানায়নি। শুধু জানিয়েছে, আপনি আসেন, আমরা রিহার্সেল করার পর ফাইনাল করব কাজটা হচ্ছে কি না। প্রায় দুই মাস ওদের অফিসে গিয়েছিলাম কোন আশা ছাড়াই। ওরা খুবই সিম্পল। খুবই কম, ভদ্র মার্জিত সুন্দর করে কথা বলে। আমার কী করতে হবে সাদ শুধু টেক্সট করত আমাকে।’ বললেন বাঁধন। ২০১৯ সালের এপ্রিল মাসে সাদের ‘লাইফ ফ্রম ঢাকা’ মুক্তি পেয়েছে। দেখতে গিয়েছিলেন বাঁধন। সিনেমাটি বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখার পর ৫ মিনিট থ মেরে সিটে বসে ছিলেন। ‘আমি মনে মনে বলছিলাম কিসের মধ্যে পড়েছি ও আল্লাহ। আমি এই সিনেমা তিনবার দেখেছি। তখনই মনে হয়েছে এ রকম কাজ সবার জীবনে আসে না।’ বললেন বাঁধন।

আজমেরী হক বাঁধন২০১৯ সালের অক্টোবরের ১০ তারিখ শুটিং শুরু হয়েছে। এর আগে টানা রিহার্সেল হয়েছে। ‘আমি ভুলে গিয়েছিলাম আমি আসলে কে। কোথাও ছিলাম না আমি। ওই ক্যারেক্টার আমাকে এতভাবে প্রভাবিত করেছে যে অন্য কোনো কিছু করতে পারছিলাম না। জুন থেকে অক্টোবরে ওই ক্যারেক্টারের কস্টিউম পরে ছিলাম। দিন-রাত ঘণ্টার পর ঘণ্টা ওদের সঙ্গে ছিলাম। ওদের ভিউজ নতুন করে আমাকে নাড়া দিয়েছে।’ সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি তৈরি। এ বছরই মুক্তি পাবে বলে জানালেন বাঁধন।

কী আছে চরিত্রটায়? ‘শুধু এটুকু বলি, অনেকগুলো মেয়ের চরিত্র আছে। ওখানে আমাকে কেউ চিনবে না। ৩৯ বছর বয়সেও যে অভিনেত্রীরা এমন চরিত্র করতে পারেন, সেটা এই চরিত্র বলে দেবে।’

শুটিংসহ মোট দেড় বছর সময় দিয়েছেন এই ছবির জন্য। এই সময়ে অন্য কোনো কাজ করেননি। পুরো মনোযোগ ছিল এই কাজে। বাঁধন এখন খুবই গুনেবেছে কাজ করছেন। সংখ্যা নয়, মানের হিসাব করছেন। তারও কারণ এই ছবিই। তিনি বলেন, ‘সত্যি বলতে, সাদের ছবির পর আমি আর কাজ খুঁজে পাইনি। আমি দেড় বছর ওদের টিমের সঙ্গে কাজ করেছি। আমি এখন সেই কাজটাই করতে চাই যা আমাকে তৃপ্ত করবে। আমি টিভিসি ফটোশুট করতে চাই সার্ভাইভ করার জন্য। বিভিন্ন প্রমোশনের কাজ করছি। কিন্তু আমি এখন ১০০টা নাটক করতে চাই না। আমি সেই চরিত্রটা করতে চাই, যে চরিত্রটা মানুষ চিনবে, মনে রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত