Ajker Patrika

‘মাটির ময়না’র পরে আবার কানে বাংলাদেশের ছবি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৪ জুন ২০২১, ১০: ১৮
‘মাটির ময়না’র পরে আবার কানে বাংলাদেশের ছবি

ঢাকা: চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান-এর অফিশিয়াল সিলেকশনে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ছবি। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালিত এই ছবির নাম ‘রেহানা মরিয়ম নূর’। গতকাল প্যারিসে ঘোষিত হয়েছে কান ফেস্টিভ্যালের ২০২১ কিস্তির অফিশিয়াল সিলেকশন। সেই তালিকায় আন সার্টেইন রিগার্ড বিভাগে ছবিটি স্থান পেয়েছে।

১৯৭৮ সালে গিলস জ্যাকব এ বিভাগের সূচনা করেন। আন সার্টেইন রিগার্ড এর অর্থ ‘ভিন্ন দৃষ্টিকোণ থেকে’, এ বিভাগে অপ্রথাগত শৈলী ও গল্পকে স্বীকৃতি দেওয়া হয়। তরুণ মেধাবীদের উৎসাহিত করা হয় এ বিভাগে।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, যিনি প্রায় তিন বছর ধরেই ছবিটি নিয়ে স্বপ্ন দেখছিলেন, যার বাস্তবায়নের শুরুটা হলো বৃহস্পতিবার (৩ জুন) কান উৎসব কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে।

বাঁধন বললেন, ‘এই সিনেমার মাধ্যমে আমি আমাকে খুঁজে পেয়েছিলাম। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা আমি ঘণ্টার পর ঘণ্টা বলে যেতে পারব। এত এত পজিটিভ কথা আছে, এই ছবির মাধ্যমে তা এখনই বলে শেষ করতে পারব না। সবার ফোন পাচ্ছি। আমাদের এত দিনের কষ্ট আর অপেক্ষার ফলাফল আজ হাতে পেলাম। আমাদের সব কষ্ট সার্থক।’

‘রেহানা মরিয়ম নূর’ পরিচালকের দ্বিতীয় সিনেমাএর আগে ২০১৬ সালে সাদ ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্র দিয়ে দেশে–বিদেশে সুনাম অর্জন করেছেন। ‘রেহানা মরিয়ম নূর’ তাঁর দ্বিতীয় নির্মাণ। এদিকে ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে বসছে এবারের উৎসব। ‘রেহানা মরিয়ম নূর’সংশ্লিষ্ট ব্যক্তিরা এবার স্বপ্ন দেখছেন ছবিটি থেকে আরও বড় চমকের।ছবিটির প্রেক্ষাপট প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা সাদ জানান, প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই ছবির গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবন যাপন করেন। এর মধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন।

এরপর থেকে তিনি এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং ক্রমেই একরোখা হয়ে ওঠেন। কিন্তু একই সময়ে তাঁর ছয় বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তাঁর সন্তানের জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন। রেহানা চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধন।

এর আগে তারেক মাসুদের ‘মাটির ময়না’ নির্বাচিত হয়েছিল ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগেখবরটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবদুল্লাহ মোহাম্মদ সাদকে অভিনন্দন জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, নুরুল আলম আতিক ও অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকে।

এর আগে ২০০২ সালে কান উৎসবে বাংলাদেশের মুখ খানিকটা উজ্জ্বল করেছিলেন তারেক মাসুদ। সে বছর তাঁর ‘মাটির ময়না’ ছবিটি ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগের জন্য নির্বাচিত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত