Ajker Patrika

দ্বিতীয় ছবি নিয়ে আসছেন পরিচালক শ্রীলেখা

দ্বিতীয় ছবি নিয়ে আসছেন পরিচালক শ্রীলেখা

ঢাকা: অভিনয়ের চেয়ে এখন পরিচালনাতেই বেশি মনোযোগ শ্রীলেখা মিত্রের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের পরিচালনায় দ্বিতীয় ছবির খবর।

শ্রীলেখা পরিচালিত প্রথম সিনেমা ‘বিটার হাফ’। গত বছর শুটিং করেছিলেন। এখনও মুক্তি পায়নি। এরমধ্যেই দ্বিতীয় ছবি পরিচালনার কাজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা। কে কে অভিনয় করবেন এবার শ্রীলেখার পরিচালনায়?

শ্রীলেখা মিত্রজানা যাচ্ছে, কাস্টিংয়ে থাকছে বেশ চমক। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক মহিলার গল্প নিয়েই তৈরি হবে তাঁর দ্বিতীয় ছবিটি। এবার জানালেন ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার ফুফু তপতী দাস। মেয়ের চরিত্রে থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়। তবে সিনেমাটির নাম ঠিক হয়নি এখনো।

অভিনেত্রী হিসেবে অমৃতাকে বেশ পছন্দ শ্রীলেখার। বলছেন, ‘ওর মুখের একটা বৈশিষ্ট্য আছে। কথা বলেও ভালো লাগে ওর সঙ্গে। গল্পের মেয়ে হিসেবে অমৃতাকে দারুণ মানাবে।’ তাঁর ফুফুর সঙ্গে অমৃতার চেহারার বেশ সাদৃশ্য আছে বলেও জানালেন তিনি।

শ্রীলেখা মিত্রঅমৃতার মতে, অভিনয়শিল্পীরা যারা পরবর্তী সময়ে পরিচালনায় আসেন, তাঁদের বানানো সিনেমায় একটা আলাদা বৈচিত্র থাকে। পরিচালক হিসেবেও তাঁরা অনেক সমৃদ্ধ হন।

অমৃতার বেশ পছন্দ হয়েছে গল্পটি। সহজ-সরল গল্প। কোনো জটিলটা নেই। অভিনেত্রীর কথায়, ‘এই মহামারী পরবর্তী সময়ে জটিল গল্পের তুলনায় সহজ গল্প দর্শকের মন বেশি ছুঁয়ে যাবে। চিরকালই সহজ গল্প দর্শক পছন্দ করেন।’

শ্রীলেখা মিত্রসব ঠিক থাকলে আগামী আগস্ট মাসে সিনেমার শুটিং শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত