ঢাকা: অভিনয়ের চেয়ে এখন পরিচালনাতেই বেশি মনোযোগ শ্রীলেখা মিত্রের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের পরিচালনায় দ্বিতীয় ছবির খবর।
শ্রীলেখা পরিচালিত প্রথম সিনেমা ‘বিটার হাফ’। গত বছর শুটিং করেছিলেন। এখনও মুক্তি পায়নি। এরমধ্যেই দ্বিতীয় ছবি পরিচালনার কাজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা। কে কে অভিনয় করবেন এবার শ্রীলেখার পরিচালনায়?
জানা যাচ্ছে, কাস্টিংয়ে থাকছে বেশ চমক। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক মহিলার গল্প নিয়েই তৈরি হবে তাঁর দ্বিতীয় ছবিটি। এবার জানালেন ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার ফুফু তপতী দাস। মেয়ের চরিত্রে থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়। তবে সিনেমাটির নাম ঠিক হয়নি এখনো।
অভিনেত্রী হিসেবে অমৃতাকে বেশ পছন্দ শ্রীলেখার। বলছেন, ‘ওর মুখের একটা বৈশিষ্ট্য আছে। কথা বলেও ভালো লাগে ওর সঙ্গে। গল্পের মেয়ে হিসেবে অমৃতাকে দারুণ মানাবে।’ তাঁর ফুফুর সঙ্গে অমৃতার চেহারার বেশ সাদৃশ্য আছে বলেও জানালেন তিনি।
অমৃতার মতে, অভিনয়শিল্পীরা যারা পরবর্তী সময়ে পরিচালনায় আসেন, তাঁদের বানানো সিনেমায় একটা আলাদা বৈচিত্র থাকে। পরিচালক হিসেবেও তাঁরা অনেক সমৃদ্ধ হন।
অমৃতার বেশ পছন্দ হয়েছে গল্পটি। সহজ-সরল গল্প। কোনো জটিলটা নেই। অভিনেত্রীর কথায়, ‘এই মহামারী পরবর্তী সময়ে জটিল গল্পের তুলনায় সহজ গল্প দর্শকের মন বেশি ছুঁয়ে যাবে। চিরকালই সহজ গল্প দর্শক পছন্দ করেন।’
সব ঠিক থাকলে আগামী আগস্ট মাসে সিনেমার শুটিং শুরু হবে।
ঢাকা: অভিনয়ের চেয়ে এখন পরিচালনাতেই বেশি মনোযোগ শ্রীলেখা মিত্রের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের পরিচালনায় দ্বিতীয় ছবির খবর।
শ্রীলেখা পরিচালিত প্রথম সিনেমা ‘বিটার হাফ’। গত বছর শুটিং করেছিলেন। এখনও মুক্তি পায়নি। এরমধ্যেই দ্বিতীয় ছবি পরিচালনার কাজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা। কে কে অভিনয় করবেন এবার শ্রীলেখার পরিচালনায়?
জানা যাচ্ছে, কাস্টিংয়ে থাকছে বেশ চমক। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক মহিলার গল্প নিয়েই তৈরি হবে তাঁর দ্বিতীয় ছবিটি। এবার জানালেন ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার ফুফু তপতী দাস। মেয়ের চরিত্রে থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়। তবে সিনেমাটির নাম ঠিক হয়নি এখনো।
অভিনেত্রী হিসেবে অমৃতাকে বেশ পছন্দ শ্রীলেখার। বলছেন, ‘ওর মুখের একটা বৈশিষ্ট্য আছে। কথা বলেও ভালো লাগে ওর সঙ্গে। গল্পের মেয়ে হিসেবে অমৃতাকে দারুণ মানাবে।’ তাঁর ফুফুর সঙ্গে অমৃতার চেহারার বেশ সাদৃশ্য আছে বলেও জানালেন তিনি।
অমৃতার মতে, অভিনয়শিল্পীরা যারা পরবর্তী সময়ে পরিচালনায় আসেন, তাঁদের বানানো সিনেমায় একটা আলাদা বৈচিত্র থাকে। পরিচালক হিসেবেও তাঁরা অনেক সমৃদ্ধ হন।
অমৃতার বেশ পছন্দ হয়েছে গল্পটি। সহজ-সরল গল্প। কোনো জটিলটা নেই। অভিনেত্রীর কথায়, ‘এই মহামারী পরবর্তী সময়ে জটিল গল্পের তুলনায় সহজ গল্প দর্শকের মন বেশি ছুঁয়ে যাবে। চিরকালই সহজ গল্প দর্শক পছন্দ করেন।’
সব ঠিক থাকলে আগামী আগস্ট মাসে সিনেমার শুটিং শুরু হবে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে