ঢাকা: অভিনয়ের চেয়ে এখন পরিচালনাতেই বেশি মনোযোগ শ্রীলেখা মিত্রের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের পরিচালনায় দ্বিতীয় ছবির খবর।
শ্রীলেখা পরিচালিত প্রথম সিনেমা ‘বিটার হাফ’। গত বছর শুটিং করেছিলেন। এখনও মুক্তি পায়নি। এরমধ্যেই দ্বিতীয় ছবি পরিচালনার কাজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা। কে কে অভিনয় করবেন এবার শ্রীলেখার পরিচালনায়?
জানা যাচ্ছে, কাস্টিংয়ে থাকছে বেশ চমক। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক মহিলার গল্প নিয়েই তৈরি হবে তাঁর দ্বিতীয় ছবিটি। এবার জানালেন ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার ফুফু তপতী দাস। মেয়ের চরিত্রে থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়। তবে সিনেমাটির নাম ঠিক হয়নি এখনো।
অভিনেত্রী হিসেবে অমৃতাকে বেশ পছন্দ শ্রীলেখার। বলছেন, ‘ওর মুখের একটা বৈশিষ্ট্য আছে। কথা বলেও ভালো লাগে ওর সঙ্গে। গল্পের মেয়ে হিসেবে অমৃতাকে দারুণ মানাবে।’ তাঁর ফুফুর সঙ্গে অমৃতার চেহারার বেশ সাদৃশ্য আছে বলেও জানালেন তিনি।
অমৃতার মতে, অভিনয়শিল্পীরা যারা পরবর্তী সময়ে পরিচালনায় আসেন, তাঁদের বানানো সিনেমায় একটা আলাদা বৈচিত্র থাকে। পরিচালক হিসেবেও তাঁরা অনেক সমৃদ্ধ হন।
অমৃতার বেশ পছন্দ হয়েছে গল্পটি। সহজ-সরল গল্প। কোনো জটিলটা নেই। অভিনেত্রীর কথায়, ‘এই মহামারী পরবর্তী সময়ে জটিল গল্পের তুলনায় সহজ গল্প দর্শকের মন বেশি ছুঁয়ে যাবে। চিরকালই সহজ গল্প দর্শক পছন্দ করেন।’
সব ঠিক থাকলে আগামী আগস্ট মাসে সিনেমার শুটিং শুরু হবে।
ঢাকা: অভিনয়ের চেয়ে এখন পরিচালনাতেই বেশি মনোযোগ শ্রীলেখা মিত্রের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের পরিচালনায় দ্বিতীয় ছবির খবর।
শ্রীলেখা পরিচালিত প্রথম সিনেমা ‘বিটার হাফ’। গত বছর শুটিং করেছিলেন। এখনও মুক্তি পায়নি। এরমধ্যেই দ্বিতীয় ছবি পরিচালনার কাজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা। কে কে অভিনয় করবেন এবার শ্রীলেখার পরিচালনায়?
জানা যাচ্ছে, কাস্টিংয়ে থাকছে বেশ চমক। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক মহিলার গল্প নিয়েই তৈরি হবে তাঁর দ্বিতীয় ছবিটি। এবার জানালেন ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার ফুফু তপতী দাস। মেয়ের চরিত্রে থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়। তবে সিনেমাটির নাম ঠিক হয়নি এখনো।
অভিনেত্রী হিসেবে অমৃতাকে বেশ পছন্দ শ্রীলেখার। বলছেন, ‘ওর মুখের একটা বৈশিষ্ট্য আছে। কথা বলেও ভালো লাগে ওর সঙ্গে। গল্পের মেয়ে হিসেবে অমৃতাকে দারুণ মানাবে।’ তাঁর ফুফুর সঙ্গে অমৃতার চেহারার বেশ সাদৃশ্য আছে বলেও জানালেন তিনি।
অমৃতার মতে, অভিনয়শিল্পীরা যারা পরবর্তী সময়ে পরিচালনায় আসেন, তাঁদের বানানো সিনেমায় একটা আলাদা বৈচিত্র থাকে। পরিচালক হিসেবেও তাঁরা অনেক সমৃদ্ধ হন।
অমৃতার বেশ পছন্দ হয়েছে গল্পটি। সহজ-সরল গল্প। কোনো জটিলটা নেই। অভিনেত্রীর কথায়, ‘এই মহামারী পরবর্তী সময়ে জটিল গল্পের তুলনায় সহজ গল্প দর্শকের মন বেশি ছুঁয়ে যাবে। চিরকালই সহজ গল্প দর্শক পছন্দ করেন।’
সব ঠিক থাকলে আগামী আগস্ট মাসে সিনেমার শুটিং শুরু হবে।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
২৭ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে