বাবিল খানের কান্নায় উত্তাপ বলিউডে
সদা হাস্যোজ্জ্বল থাকেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর সমসাময়িক যে কয়েকজন শিল্পী অভিনয়ে এসেছেন, খ্যাতি পেয়েছেন—সবার চেয়ে বাবিলই বেশি আন্তরিক। ভক্ত কিংবা পাপারাজ্জি, যে কারও সঙ্গেই সহজে মিশে যান তিনি। সেই বাবিলকে হঠাৎ কান্নায় ভেঙে পড়তে দেখে মন ভেঙেছে সবার। ইরফানপুত্রের জন্য উদ্বেগ...