Ajker Patrika

বয়স কমানোর ওষুধ নিতেন শেফালি, এটিই হতে পারে মৃত্যুর কারণ

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ জুন ২০২৫, ০০: ৩৬
অভিনেত্রী শেফালি জরিওয়ালা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী শেফালি জরিওয়ালা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা গত শুক্রবার রাতে মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। শেফালির আকস্মিক মৃত্যুতে চলমান তদন্তে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, জব্দ করা প্রমাণ এবং প্রাথমিক ফরেনসিক তথ্যের ভিত্তিতে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। একটি সূত্র জানিয়েছে, ‘শেফালি সাত-আট বছর ধরে নিয়মিতভাবে অ্যান্টি-এজিং ওষুধ সেবন করছিলেন।’ সংশ্লিষ্টরা মনে করছেন, এটিই শেফালির মৃত্যুর অন্যতম কারণ।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও বলেছে, ‘গত ২৭ জুন বাড়িতে একটি পূজা ছিল, যার কারণে শেফালি উপবাস করছিলেন। তা সত্ত্বেও তিনি সেদিন দুপুরে অ্যান্টি-এজিং ওষুধের একটি ইনজেকশন নিয়েছিলেন। এই ওষুধগুলো তাঁকে কয়েক বছর আগে একজন ডাক্তার দিয়েছিলেন এবং তখন থেকেই তিনি প্রতি মাসে এই চিকিৎসা নিচ্ছিলেন। পুলিশি তদন্তে এখন পর্যন্ত জানা গেছে যে এই ওষুধগুলোই কার্ডিয়াক অ্যারেস্টের একটি প্রধান কারণ হতে পারে।’

ঘটনার সময়ক্রম অনুসারে, শেফালির স্বাস্থ্যের অবনতি হয়েছিল ২৭ জুন রাত ১০টা থেকে ১১টার মধ্যে। সূত্র আরও জানিয়েছে, ‘রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেফালির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। শরীর কাঁপতে শুরু করে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় শেফালি, তাঁর স্বামী পরাগ, মা এবং আরও কয়েকজন বাড়িতে ছিলেন।’

তদন্তের অংশ হিসেবে ফরেনসিক দল বাসা থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করেছে। তারা আরও বলেছে, ‘ফরেনসিক দল বাড়ি থেকে বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে, যার মধ্যে অ্যান্টি-এজিং ভায়াল, ভিটামিন সাপ্লিমেন্ট এবং গ্যাস্ট্রিকের বড়ি রয়েছে।’

চলমান তদন্তের অংশ হিসেবে একাধিক ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সূত্রটি আরও বলেছে, ‘এখন পর্যন্ত পুলিশ এই মামলায় ৮ জনের জবানবন্দি রেকর্ড করেছে, যার মধ্যে পরিবারের সদস্য, গৃহকর্মী এবং বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা রয়েছেন। তদন্তে এখন পর্যন্ত কোনো বিবাদ বা ঝগড়ার চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ এবং ফরেনসিক দল এখন ময়নাতদন্তের রিপোর্ট এবং ওষুধপত্রের ল্যাব পরীক্ষার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে।’

মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং পরবর্তী পদক্ষেপ ময়নাতদন্তের ফলাফল এবং জব্দ করা পদার্থের রাসায়নিক বিশ্লেষণের ওপর নির্ভর করবে।

এর আগে, শেফালি জরিওয়ালা গত শুক্রবার রাতে মুম্বাইয়ের বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। পরাগ ত্যাগী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। হাসপাতালের বাইরে পরাগকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেছে। পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

শেফালি প্রথম ২০০২ সালের মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ দিয়ে খ্যাতি অর্জন করেন, যা ব্যাপক হিট হয়েছিল। পরে তিনি অক্ষয় কুমার এবং সালমান খানের সঙ্গে ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিনয় করেন। পরবর্তী বছরগুলোতে, তিনি টেলিভিশনে চলে আসেন, তাঁর স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে নৃত্য রিয়েলিটি শো ‘নাচ বালিয়েতে’ অংশ নেন এবং পরে ‘বিগ বস ১৩’ অংশ নেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত