Ajker Patrika

এবার দিলজিৎকে বয়কটের ডাক

বিনোদন ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮: ৪৭
দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত
দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি ওঠে ভারতে। এবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় বয়কটের মুখে পড়েছেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে দিলজিতের গান সরিয়ে ফেলার পাশাপাশি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতে ব্যান করার দাবি জানানো হয়েছে।

দিলজিৎকে ঘিরে বিতর্কের শুরু তাঁর অভিনীত ‘সরদার জি থ্রি’ সিনেমার ট্রেলার মুক্তির পর। এই সিনেমায় আছেন হানিয়া আমিরসহ পাকিস্তানের একাধিক অভিনয়শিল্পী। এটা মেনে নিতে পারছে না ভারতের মানুষ। কাশ্মীর হামলার পরেই শঙ্কা তৈরি হয়েছিল সরদার জি থ্রি মুক্তি নিয়ে। তাই ২৭ জুন ভারতের বাইরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তাতে রক্ষা পাচ্ছেন না দিলজিৎ। এবার তাঁকেই বয়কটের ডাক দেওয়া হয়েছে।

‘সরদার জি থ্রি’ সিনেমায় দিলজিৎ ও হানিয়া আমির। ছবি: সংগৃহীত
‘সরদার জি থ্রি’ সিনেমায় দিলজিৎ ও হানিয়া আমির। ছবি: সংগৃহীত

দিলজিৎ দোসাঞ্জকে বয়কটের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে দাবি করা হয়েছে, সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হোক দিলজিতের গান। এমনকি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতে ব্যান করার দাবি জানানো হয়েছে।

হরর কমেডি ঘরানায় সরদার জি থ্রি পরিচালনা করেছেন অমর হুন্ডাল। প্রযোজনা করেছেন স্টোরি টাইম প্রোডাকশনের পাশাপাশি হোয়াইট হিল স্টুডিওর গুনবীর সিং সিধু ও মনমর্দ সিধু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত