বিনোদন ডেস্ক
দক্ষিণী অভিনেতা প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। বড় অঙ্কের পারিশ্রমিকের সঙ্গে দীপিকা শর্ত জুড়ে দিয়েছিলেন আট ঘণ্টার বেশি কাজ করবেন না, যা মেনে নেননি নির্মাতা। ফলে সিনেমা থেকে সরে আসতে হয়েছে দীপিকাকে। এরপর এ নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। প্রশ্ন উঠেছে, কাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে। অনেকে অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ আবার এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এবার এ নিয়ে কথা বললেন সোনাক্ষী সিনহা। দীপিকাকে সমর্থন জানিয়ে সোনাক্ষী জানালেন, প্রত্যেকের নিজের জন্য সময় দরকার।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সোনাক্ষী বলেন, ‘এটা খুবই ন্যায্য দাবি। আমি এমন অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, যাঁরা আট ঘণ্টার বেশি কাজ করেন না। তাহলে অভিনেত্রীদের ক্ষেত্রেইবা বিষয়টা অন্য রকম হবে কেন?’
সোনাক্ষী আরও বলেন, ‘১৫ বছর ধরে কাজ করছি। বুঝেছি, নিজের জন্য সময় বের করা জরুরি। যদি আমি এমন কোনো সিনেমা করি, যেখানে আমাকে অত্যন্ত ফিট থাকতে হবে, তাহলে জিমে যাওয়ার জন্য আমার প্রতিদিন ২ ঘণ্টা প্রয়োজন হবে। আপনি যদি আমাকে ১২ থেকে ১৪ ঘণ্টা সেটে রাখেন, তবে আমি এটি করতে পারব না। তবে শরীরচর্চা করার প্রয়োজন না হলে আমি প্রয়োজনে ১০-১২ ঘণ্টা কাজ করতে রাজি। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তবেই করব।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সোনাক্ষীর ‘নিকিতা রায়’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সোনাক্ষীর ভাই কুশ এস সিনহা। ২৭ জুন মুক্তি পাবে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল প্রমুখ।
দক্ষিণী অভিনেতা প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। বড় অঙ্কের পারিশ্রমিকের সঙ্গে দীপিকা শর্ত জুড়ে দিয়েছিলেন আট ঘণ্টার বেশি কাজ করবেন না, যা মেনে নেননি নির্মাতা। ফলে সিনেমা থেকে সরে আসতে হয়েছে দীপিকাকে। এরপর এ নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। প্রশ্ন উঠেছে, কাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে। অনেকে অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ আবার এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এবার এ নিয়ে কথা বললেন সোনাক্ষী সিনহা। দীপিকাকে সমর্থন জানিয়ে সোনাক্ষী জানালেন, প্রত্যেকের নিজের জন্য সময় দরকার।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সোনাক্ষী বলেন, ‘এটা খুবই ন্যায্য দাবি। আমি এমন অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, যাঁরা আট ঘণ্টার বেশি কাজ করেন না। তাহলে অভিনেত্রীদের ক্ষেত্রেইবা বিষয়টা অন্য রকম হবে কেন?’
সোনাক্ষী আরও বলেন, ‘১৫ বছর ধরে কাজ করছি। বুঝেছি, নিজের জন্য সময় বের করা জরুরি। যদি আমি এমন কোনো সিনেমা করি, যেখানে আমাকে অত্যন্ত ফিট থাকতে হবে, তাহলে জিমে যাওয়ার জন্য আমার প্রতিদিন ২ ঘণ্টা প্রয়োজন হবে। আপনি যদি আমাকে ১২ থেকে ১৪ ঘণ্টা সেটে রাখেন, তবে আমি এটি করতে পারব না। তবে শরীরচর্চা করার প্রয়োজন না হলে আমি প্রয়োজনে ১০-১২ ঘণ্টা কাজ করতে রাজি। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তবেই করব।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সোনাক্ষীর ‘নিকিতা রায়’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সোনাক্ষীর ভাই কুশ এস সিনহা। ২৭ জুন মুক্তি পাবে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল প্রমুখ।
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই কবেই। হলিউড তারকা ব্র্যাড পিট এখন নতুন সম্পর্কে আছেন। শুক্রবার একটি বিশেষ প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ জানিয়েছে, পিট ও তাঁর তিন বছরের প্রেমিকা ইনেস দে র্যামন সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
২ ঘণ্টা আগেদেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১৭ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১৭ ঘণ্টা আগে