বিনোদন ডেস্ক
ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।
২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিজে পরিচালিত ফ্যামিলি ম্যানের এ সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।
তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’
ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।
২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিজে পরিচালিত ফ্যামিলি ম্যানের এ সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।
তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’
ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৬ ঘণ্টা আগে