বিনোদন ডেস্ক
ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।
২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিজে পরিচালিত ফ্যামিলি ম্যানের এ সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।
তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’
ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।
২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিজে পরিচালিত ফ্যামিলি ম্যানের এ সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।
তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’
ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই কবেই। হলিউড তারকা ব্র্যাড পিট এখন নতুন সম্পর্কে আছেন। শুক্রবার একটি বিশেষ প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ জানিয়েছে, পিট ও তাঁর তিন বছরের প্রেমিকা ইনেস দে র্যামন সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
২ ঘণ্টা আগেদেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১৭ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১৭ ঘণ্টা আগে