বিনোদন প্রতিবেদক, ঢাকা
পঞ্জিকার পাতা থেকে মাত্রই বিদায় নিয়েছে আষাঢ়। প্রকৃতিতে এখনো লেগে আছে আষাঢ়ের রূপ-রং-গন্ধ। বৃষ্টিস্নাত এই দিনে মঞ্চে ফিরছে থিয়েটার ফ্যাক্টরির সাড়া জাগানো নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। প্রায় সাত মাস পর ১৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির ৪১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে বেইলি রোডের মহিলা সমিতিতে।
আষাঢ়স্য প্রথম দিবসে প্রথম মঞ্চে আসে ২০১৯ সালে। নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। ঢাকা, চট্টগ্রাম, কলকাতাসহ বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৪০টি প্রদর্শনী হয়েছে। সর্বশেষ প্রদর্শনী হয় গত বছরের ২০ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে। আদিকবি কালিদাসকে উপজীব্য করে রচিত হয়েছে আষাঢ়স্য প্রথম দিবসে। মোহন রাকেশের মূল রচনা থেকে নাটকটি বাংলায় রূপান্তর করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন অলোক বসু।
নির্দেশক অলোক বসু জানান, মহাকবি কালিদাসকে কেন্দ্র করে নাটকটি রচিত হলেও এটি তাঁর জীবনী নয়। নাটকে কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব তুলে আনা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব। তাঁর জীবনে প্রেম ও প্রকৃতির প্রভাব উঠে এসেছে এতে। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরতে চেয়েছেন, সে গল্পই তুলে ধরা হয়েছে এ নাটকে।
আষাঢ়স্য প্রথম দিবসে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু, সঞ্জিতা শারমীন, দিপু মাহমুদ, আকলিমা আক্তার, সুরভী রায়, কে এম হাসান, আশা আক্তার, শান্তনূর ইনসান, অলোক বসু প্রমুখ। আলোক পরিকল্পনা ঠাণ্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনা কামালউদ্দিন কবির।
পঞ্জিকার পাতা থেকে মাত্রই বিদায় নিয়েছে আষাঢ়। প্রকৃতিতে এখনো লেগে আছে আষাঢ়ের রূপ-রং-গন্ধ। বৃষ্টিস্নাত এই দিনে মঞ্চে ফিরছে থিয়েটার ফ্যাক্টরির সাড়া জাগানো নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। প্রায় সাত মাস পর ১৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির ৪১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে বেইলি রোডের মহিলা সমিতিতে।
আষাঢ়স্য প্রথম দিবসে প্রথম মঞ্চে আসে ২০১৯ সালে। নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। ঢাকা, চট্টগ্রাম, কলকাতাসহ বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৪০টি প্রদর্শনী হয়েছে। সর্বশেষ প্রদর্শনী হয় গত বছরের ২০ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে। আদিকবি কালিদাসকে উপজীব্য করে রচিত হয়েছে আষাঢ়স্য প্রথম দিবসে। মোহন রাকেশের মূল রচনা থেকে নাটকটি বাংলায় রূপান্তর করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন অলোক বসু।
নির্দেশক অলোক বসু জানান, মহাকবি কালিদাসকে কেন্দ্র করে নাটকটি রচিত হলেও এটি তাঁর জীবনী নয়। নাটকে কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব তুলে আনা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব। তাঁর জীবনে প্রেম ও প্রকৃতির প্রভাব উঠে এসেছে এতে। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরতে চেয়েছেন, সে গল্পই তুলে ধরা হয়েছে এ নাটকে।
আষাঢ়স্য প্রথম দিবসে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু, সঞ্জিতা শারমীন, দিপু মাহমুদ, আকলিমা আক্তার, সুরভী রায়, কে এম হাসান, আশা আক্তার, শান্তনূর ইনসান, অলোক বসু প্রমুখ। আলোক পরিকল্পনা ঠাণ্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনা কামালউদ্দিন কবির।
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই কবেই। হলিউড তারকা ব্র্যাড পিট এখন নতুন সম্পর্কে আছেন। শুক্রবার একটি বিশেষ প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ জানিয়েছে, পিট ও তাঁর তিন বছরের প্রেমিকা ইনেস দে র্যামন সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
৩ ঘণ্টা আগেদেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১৯ ঘণ্টা আগে