Ajker Patrika

সাত মাস পর আবার মঞ্চে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকের দৃশ্য। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে
‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকের দৃশ্য। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে

পঞ্জিকার পাতা থেকে মাত্রই বিদায় নিয়েছে আষাঢ়। প্রকৃতিতে এখনো লেগে আছে আষাঢ়ের রূপ-রং-গন্ধ। বৃষ্টিস্নাত এই দিনে মঞ্চে ফিরছে থিয়েটার ফ্যাক্টরির সাড়া জাগানো নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। প্রায় সাত মাস পর ১৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির ৪১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে বেইলি রোডের মহিলা সমিতিতে।

আষাঢ়স্য প্রথম দিবসে প্রথম মঞ্চে আসে ২০১৯ সালে। নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। ঢাকা, চট্টগ্রাম, কলকাতাসহ বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৪০টি প্রদর্শনী হয়েছে। সর্বশেষ প্রদর্শনী হয় গত বছরের ২০ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে। আদিকবি কালিদাসকে উপজীব্য করে রচিত হয়েছে আষাঢ়স্য প্রথম দিবসে। মোহন রাকেশের মূল রচনা থেকে নাটকটি বাংলায় রূপান্তর করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন অলোক বসু।

নির্দেশক অলোক বসু জানান, মহাকবি কালিদাসকে কেন্দ্র করে নাটকটি রচিত হলেও এটি তাঁর জীবনী নয়। নাটকে কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব তুলে আনা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব। তাঁর জীবনে প্রেম ও প্রকৃতির প্রভাব উঠে এসেছে এতে। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরতে চেয়েছেন, সে গল্পই তুলে ধরা হয়েছে এ নাটকে।

আষাঢ়স্য প্রথম দিবসে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু, সঞ্জিতা শারমীন, দিপু মাহমুদ, আকলিমা আক্তার, সুরভী রায়, কে এম হাসান, আশা আক্তার, শান্তনূর ইনসান, অলোক বসু প্রমুখ। আলোক পরিকল্পনা ঠাণ্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনা কামালউদ্দিন কবির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত