বাংলাদেশি বংশোদ্ভূত আসিফের সিনেমায় হলিউডের মেল গিবসন–ফিফটি সেন্ট
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র পরিচালক আসিফ আকবরের নতুন সিনেমা ‘বনিয়ার্ড’–এর শুটিং শুরু হয়েছে। হলিউডের ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ খ্যাত পরিচালক আসিফ আকবর গতকাল সিনেমাটির ঘোষণা দিয়েছেন। সিনেমাটিতে অভিনয় করছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা-পরিচালক মেল গিবসন ও ইংলিশ র্যাপার ‘ফ