বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র পরিচালক আসিফ আকবরের নতুন সিনেমা ‘বনিয়ার্ড’–এর শুটিং শুরু হয়েছে। হলিউডের ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ খ্যাত পরিচালক আসিফ আকবর গতকাল সিনেমাটির ঘোষণা দিয়েছেন। সিনেমাটিতে অভিনয় করছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা-পরিচালক মেল গিবসন ও ইংলিশ র্যাপার ‘ফিফটি সেন্ট’খ্যাত কার্টিস জেমস জ্যাকসন। আসিফ আকবরের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার।
এর আগে হলিউডে সিনেমা বানালেও তাঁর সিনেমায় মেল গিবসনের মতো হলিউডের বড় তারকা অভিনয় করেননি। ‘বনিয়ার্ড’-এ আরও অভিনয় করেছেন– নোরা জেহেটনার, ব্রায়ান ভ্যান হল্ট। সিনেমাটি প্রযোজনা করছেন কলিন বেটস, যিনি এর আগে হ্যালি বেরি অভিনীত ‘কিডন্যাপ’ ও আর্নল্ড শোয়ার্জনেগারের ‘ম্যাগি’ প্রযোজনা করেছেন।
দ্য ফিল্ম পোস্ট ও ওয়ান ডলার স্টুডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হচ্ছে ‘বনিয়ার্ড’। সিনেমাটির শুটিং হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আসিফ ছাড়াও ছবির স্ক্রিপ্ট লিখেছেন হাংক বেয়ার্ড, ভিনসেন্ট ম্যাক ড্যানিয়েল ও কজি স্টিভেন সাকাই। হলিউড রিপোর্টার জানায়, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে থ্রিলারটি। এক এফবিআই এজেন্টের জীবন থেকে নেওয়া হয়েছে গল্পটি। এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করবেন মেল গিবসন। যিনি ‘বোন কালেক্টর’ নামের এক সিরিয়াল কিলারের খোঁজে আছেন। জ্যাকসনের বোনের মেয়েও নিখোঁজ। তাকে খুঁজতে পুলিশের সঙ্গে একাত্ম হয় সেও। অনুসন্ধানে জানা যায়, পুলিশ ডিপার্টমেন্টের কেউ এই খুন করেছে।
আসিফ আকবর বাংলাদেশে আলোচনায় আসেন জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে চলচ্চিত্র ‘এমআর–নাইন’ নির্মাণের খবরে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র পরিচালক আসিফ আকবরের নতুন সিনেমা ‘বনিয়ার্ড’–এর শুটিং শুরু হয়েছে। হলিউডের ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ খ্যাত পরিচালক আসিফ আকবর গতকাল সিনেমাটির ঘোষণা দিয়েছেন। সিনেমাটিতে অভিনয় করছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা-পরিচালক মেল গিবসন ও ইংলিশ র্যাপার ‘ফিফটি সেন্ট’খ্যাত কার্টিস জেমস জ্যাকসন। আসিফ আকবরের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার।
এর আগে হলিউডে সিনেমা বানালেও তাঁর সিনেমায় মেল গিবসনের মতো হলিউডের বড় তারকা অভিনয় করেননি। ‘বনিয়ার্ড’-এ আরও অভিনয় করেছেন– নোরা জেহেটনার, ব্রায়ান ভ্যান হল্ট। সিনেমাটি প্রযোজনা করছেন কলিন বেটস, যিনি এর আগে হ্যালি বেরি অভিনীত ‘কিডন্যাপ’ ও আর্নল্ড শোয়ার্জনেগারের ‘ম্যাগি’ প্রযোজনা করেছেন।
দ্য ফিল্ম পোস্ট ও ওয়ান ডলার স্টুডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হচ্ছে ‘বনিয়ার্ড’। সিনেমাটির শুটিং হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আসিফ ছাড়াও ছবির স্ক্রিপ্ট লিখেছেন হাংক বেয়ার্ড, ভিনসেন্ট ম্যাক ড্যানিয়েল ও কজি স্টিভেন সাকাই। হলিউড রিপোর্টার জানায়, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে থ্রিলারটি। এক এফবিআই এজেন্টের জীবন থেকে নেওয়া হয়েছে গল্পটি। এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করবেন মেল গিবসন। যিনি ‘বোন কালেক্টর’ নামের এক সিরিয়াল কিলারের খোঁজে আছেন। জ্যাকসনের বোনের মেয়েও নিখোঁজ। তাকে খুঁজতে পুলিশের সঙ্গে একাত্ম হয় সেও। অনুসন্ধানে জানা যায়, পুলিশ ডিপার্টমেন্টের কেউ এই খুন করেছে।
আসিফ আকবর বাংলাদেশে আলোচনায় আসেন জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে চলচ্চিত্র ‘এমআর–নাইন’ নির্মাণের খবরে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে২০১৭ সালে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। এমন খবরে সিনেমাপ্রেমীদের হৃদয় ভেঙে গিয়েছিল। আট বছর বিরতির পর আবার পর্দায় ফিরছেন ড্যানিয়েল। দেখা যাবে ‘আনেমোনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ড্যানিয়েলের ছেলে রোনান ডে-লুইস।
২ ঘণ্টা আগেশুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
১২ ঘণ্টা আগে