আবারও বাবা হলেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হলেন তিনি। সম্প্রতি নিজের সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় জনপ্রিয় এ অভিনেতা সংবাদটি জানান।
সিনেমাটির প্রচারণার সময় ইটি কানাডার সঙ্গে সাক্ষাৎকারের সময় নিরোকে তাঁর ছয় সন্তান সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে রবার্ট ডি নিরো জানান বর্তমানে তিনি সাত সন্তানের পিতা। অভিনেতা বলেন, ‘অল্প কিছুদিন আগেই আমার আরেকটি সন্তান জন্ম নিয়েছে।’ সন্তান জন্মের খবর দিলেও এই সন্তানের মায়ের পরিচয় কিংবা সন্তান ছেলে নাকি মেয়ে সেই খবর জানাননি অভিনেতা। যদিও তাঁর বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগেই একটি বেবিবাম্পসহ ছবি শেয়ার করেছিলেন।
একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেতা তার প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সঙ্গে কন্যা ড্রেনা (৫১) এবং পুত্র রাফায়েল (৪৬)-এর জন্ম দিয়েছেন। ১৯৯৫ সালে তিনি তার প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারন (২৭)-কে স্বাগত জানান। ডি নিরোর আরও একটি ছেলে এলিয়ট (২৪), এবং একটি মেয়ে হেলেন গ্রেস (১১) রয়েছে, তার প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সঙ্গে।
৭৯ বছর বয়সী এই অভিনেতা নিজের অভিভাবকত্ব নিয়ে মন্তব্য করে বলেন, ‘আমি আমার সন্তানদের শাসন করতে পছন্দ করি না, তবে কখনো কখনো তা প্রয়োজনীয়।’
হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং তাঁর পুরো ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।
আবারও বাবা হলেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হলেন তিনি। সম্প্রতি নিজের সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় জনপ্রিয় এ অভিনেতা সংবাদটি জানান।
সিনেমাটির প্রচারণার সময় ইটি কানাডার সঙ্গে সাক্ষাৎকারের সময় নিরোকে তাঁর ছয় সন্তান সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে রবার্ট ডি নিরো জানান বর্তমানে তিনি সাত সন্তানের পিতা। অভিনেতা বলেন, ‘অল্প কিছুদিন আগেই আমার আরেকটি সন্তান জন্ম নিয়েছে।’ সন্তান জন্মের খবর দিলেও এই সন্তানের মায়ের পরিচয় কিংবা সন্তান ছেলে নাকি মেয়ে সেই খবর জানাননি অভিনেতা। যদিও তাঁর বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগেই একটি বেবিবাম্পসহ ছবি শেয়ার করেছিলেন।
একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেতা তার প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সঙ্গে কন্যা ড্রেনা (৫১) এবং পুত্র রাফায়েল (৪৬)-এর জন্ম দিয়েছেন। ১৯৯৫ সালে তিনি তার প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারন (২৭)-কে স্বাগত জানান। ডি নিরোর আরও একটি ছেলে এলিয়ট (২৪), এবং একটি মেয়ে হেলেন গ্রেস (১১) রয়েছে, তার প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সঙ্গে।
৭৯ বছর বয়সী এই অভিনেতা নিজের অভিভাবকত্ব নিয়ে মন্তব্য করে বলেন, ‘আমি আমার সন্তানদের শাসন করতে পছন্দ করি না, তবে কখনো কখনো তা প্রয়োজনীয়।’
হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং তাঁর পুরো ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৯ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২১ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে