Ajker Patrika

৭৯ বছর বয়সে সপ্তম সন্তান পেলেন রবার্ট ডি নিরো

৭৯ বছর বয়সে সপ্তম সন্তান পেলেন রবার্ট ডি নিরো

আবারও বাবা হলেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। ৭৯ বছর বয়সে সপ্তমবারের মতো বাবা হলেন তিনি। সম্প্রতি নিজের সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় জনপ্রিয় এ অভিনেতা সংবাদটি জানান।

সিনেমাটির প্রচারণার সময় ইটি কানাডার সঙ্গে সাক্ষাৎকারের সময় নিরোকে তাঁর ছয় সন্তান সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে রবার্ট ডি নিরো জানান বর্তমানে তিনি সাত সন্তানের পিতা। অভিনেতা বলেন, ‘অল্প কিছুদিন আগেই আমার আরেকটি সন্তান জন্ম নিয়েছে।’ সন্তান জন্মের খবর দিলেও এই সন্তানের মায়ের পরিচয় কিংবা সন্তান ছেলে নাকি মেয়ে সেই খবর জানাননি অভিনেতা। যদিও তাঁর বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগেই একটি বেবিবাম্পসহ ছবি শেয়ার করেছিলেন।

একাডেমি পুরস্কার বিজয়ী এই অভিনেতা তার প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সঙ্গে কন্যা ড্রেনা (৫১) এবং পুত্র রাফায়েল (৪৬)-এর জন্ম দিয়েছেন। ১৯৯৫ সালে তিনি তার প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারন (২৭)-কে স্বাগত জানান। ডি নিরোর আরও একটি ছেলে এলিয়ট (২৪), এবং একটি মেয়ে হেলেন গ্রেস (১১) রয়েছে, তার প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ারের সঙ্গে।

 ৭৯ বছর বয়সী এই অভিনেতা নিজের অভিভাবকত্ব নিয়ে মন্তব্য করে বলেন, ‘আমি আমার সন্তানদের শাসন করতে পছন্দ করি না, তবে কখনো কখনো তা প্রয়োজনীয়।’

হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২ ’, ‘র‍্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত নাম। তিনি দুটি একাডেমি পুরস্কার জিতেছেন এবং তাঁর পুরো ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত