বিয়ের আংটি হারিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী লিলি কলিন্স। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি নামী হোটেলে ঘটে এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে স্পাতে যাওয়ার আগে নিজের বিয়ের আংটি খুলে রেখে গিয়েছিলেন হোটেল লকারে। স্পা শেষে হোটেলে গিয়ে অভিনেত্রী দেখেন আংটি লকারে নেই, অর্থাৎ চুরি হয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশেহারা এ অভিনেত্রী।
রোজ কাট হিরে দিয়ে বানানো এই আংটির ওজন ছিল প্রায় দুই থেকে তিন ক্যারেট। লিলির স্বামী, হলিউড চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজের নকশায় বানিয়েছিলেন এই আংটি। আংটির মূল্য ১০ হাজার ডলারেরও বেশি।
অভিনেত্রীকে এই আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাপি রঙের আভায় তৈরি এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বিয়ের এই আংটি নয়, এ অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন সঙ্গে আরও অন্য একটি আংটিও রেখেছিলেন।
নিরাপদ সিন্দুক থেকে কীভাবে চুরি আংটি দুটি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, হোটেলের ভেতরের কেউই এ চুরির নেপথ্যে রয়েছেন।
হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে ২০১৯ প্রেম শুরু হয় এই অভিনেত্রীর। ২০২০ সালে দুজনের মধ্যে আংটি বদল হয় এবং একটি সম্পর্কের শেষ পরিণতি বিয়ের মাধ্যমে ২০২১ সালে এ জুটি তাঁদের সংসার জীবন শুরু করেন। লিলি জেন কলিন্স হলেন একজন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী, মডেল ও লেখিকা। তিনি ইংরেজ সংগীতজ্ঞ ফিল কলিন্সের কন্যা।
বিয়ের আংটি হারিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী লিলি কলিন্স। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি নামী হোটেলে ঘটে এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে স্পাতে যাওয়ার আগে নিজের বিয়ের আংটি খুলে রেখে গিয়েছিলেন হোটেল লকারে। স্পা শেষে হোটেলে গিয়ে অভিনেত্রী দেখেন আংটি লকারে নেই, অর্থাৎ চুরি হয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশেহারা এ অভিনেত্রী।
রোজ কাট হিরে দিয়ে বানানো এই আংটির ওজন ছিল প্রায় দুই থেকে তিন ক্যারেট। লিলির স্বামী, হলিউড চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজের নকশায় বানিয়েছিলেন এই আংটি। আংটির মূল্য ১০ হাজার ডলারেরও বেশি।
অভিনেত্রীকে এই আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাপি রঙের আভায় তৈরি এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বিয়ের এই আংটি নয়, এ অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন সঙ্গে আরও অন্য একটি আংটিও রেখেছিলেন।
নিরাপদ সিন্দুক থেকে কীভাবে চুরি আংটি দুটি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, হোটেলের ভেতরের কেউই এ চুরির নেপথ্যে রয়েছেন।
হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে ২০১৯ প্রেম শুরু হয় এই অভিনেত্রীর। ২০২০ সালে দুজনের মধ্যে আংটি বদল হয় এবং একটি সম্পর্কের শেষ পরিণতি বিয়ের মাধ্যমে ২০২১ সালে এ জুটি তাঁদের সংসার জীবন শুরু করেন। লিলি জেন কলিন্স হলেন একজন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী, মডেল ও লেখিকা। তিনি ইংরেজ সংগীতজ্ঞ ফিল কলিন্সের কন্যা।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৬ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১১ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৯ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
২০ ঘণ্টা আগে