হলিউড ছেড়ে স্পেনের মাদ্রিদে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এমনটাই দাবি করছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। সংবাদপত্রটির সাংবাদিক অ্যালিসন বোশফ গত বৃহস্পতিবার দাবি করেছেন যে অ্যাম্বার হার্ড হলিউড ছেড়েছেন।
তিনি লিখেছেন, ‘হার্ড হলিউড ছেড়ে কন্যা ওনাঘকে সঙ্গে নিয়ে স্পেনে পাড়ি জমিয়েছেন।’ হার্ডের এক বন্ধুর বরাত দিয়ে বোশফ বলেছেন, ‘অ্যাম্বার স্প্যানিশ ভাষায় দ্বিভাষী এবং সেখানেই তিনি খুশি। তিনি তাঁর মেয়েকে সমস্ত ঝামেলা থেকে দূরে রাখার জন্য স্পেনে পাড়ি জমিয়েছেন।’
হার্ডের বন্ধু ডেইলি মেইলকে আরও বলেন যে ৩৭ বছর বয়সী অভিনেত্রী হলিউডে ফিরেও আসতে পারেন। তবে এই মুহূর্তে তিনি সুখী জীবনযাপনের দিকেই মনোনিবেশ করছেন।
অভিনেত্রীর বন্ধুর মতে, ‘আমি মনে করি না যে তিনি কাজ বা হলিউডে ফিরে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করছেন। তবে সঠিক প্রকল্পের জন্য সঠিক সময়ে তিনি সম্ভবত ঠিকই ফিরে আসবেন।’
সাবেক স্বামী জনি ডেপের সঙ্গে আইনি লড়াইয়ে পরাজয়ের পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন হার্ড। গত বছরের জুলাই মাসে তারকা ক্যালিফোর্নিয়ায় নিজের ইউকা ভ্যালি ১.১ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছেন। জনি ডেপের সঙ্গে মানহানির মামলার বিচারের প্রায় এক বছর পরে স্পেনে পাড়ি জমিয়েছেন অ্যাম্বার হার্ড।
২০১৭ সালে বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় হার্ডের। এরপর ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এতে ওই বছরই হার্ডের বিরুদ্ধে ৫ কোটি ডলারের মানহানির মামলা করেন ডেপ। জনি ডেপ বলেন, ‘অ্যাম্বারের ওই লেখা প্রকাশিত হওয়ার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। উপেক্ষা করেছে হলিউড। আমি চাই সত্যটা সামনে আসুক।’
এরপর অ্যাম্বার হার্ডও ১০ কোটি ডলারের পাল্টা মামলা করেন ডেপের বিরুদ্ধে। ডেপের করা মামলার সাক্ষ্য দিতে এসে অ্যাম্বার বলেন, জনি ডেপের সঙ্গে তাঁর প্রেম ছিল ‘জাদুর’ মতো, কিন্তু হঠাৎই সহিংস হয়ে ওঠে সবকিছু। জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করে প্রথমবার নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি জানতে চেয়েছিলেন, ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন, ‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়তো কোনো কৌতুক। এরপরই জনি তাঁর গালে চড় মারেন বলে অভিযোগ করেন হার্ড। হার্ড তাঁর সাক্ষ্যে বলেন, এরপর তাঁকে আরও দুবার চড় মারেন জনি ডেপ।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ডেপ বলেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি, বরং হার্ডই অনৈতিক সুযোগ নিয়েছেন।
ডেপ দাবি করেন, মতের অমিল হলেই তাঁকে চড় কিংবা ধাক্কা দিতেন হার্ড। এমনকি একদিন মদের বোতল ছুড়ে মারেন হার্ড। এতে ডেপের ডান হাতের মধ্যমা আঙুলের ওপরের অংশ কেটে যায়।
হলিউড ছেড়ে স্পেনের মাদ্রিদে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এমনটাই দাবি করছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। সংবাদপত্রটির সাংবাদিক অ্যালিসন বোশফ গত বৃহস্পতিবার দাবি করেছেন যে অ্যাম্বার হার্ড হলিউড ছেড়েছেন।
তিনি লিখেছেন, ‘হার্ড হলিউড ছেড়ে কন্যা ওনাঘকে সঙ্গে নিয়ে স্পেনে পাড়ি জমিয়েছেন।’ হার্ডের এক বন্ধুর বরাত দিয়ে বোশফ বলেছেন, ‘অ্যাম্বার স্প্যানিশ ভাষায় দ্বিভাষী এবং সেখানেই তিনি খুশি। তিনি তাঁর মেয়েকে সমস্ত ঝামেলা থেকে দূরে রাখার জন্য স্পেনে পাড়ি জমিয়েছেন।’
হার্ডের বন্ধু ডেইলি মেইলকে আরও বলেন যে ৩৭ বছর বয়সী অভিনেত্রী হলিউডে ফিরেও আসতে পারেন। তবে এই মুহূর্তে তিনি সুখী জীবনযাপনের দিকেই মনোনিবেশ করছেন।
অভিনেত্রীর বন্ধুর মতে, ‘আমি মনে করি না যে তিনি কাজ বা হলিউডে ফিরে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করছেন। তবে সঠিক প্রকল্পের জন্য সঠিক সময়ে তিনি সম্ভবত ঠিকই ফিরে আসবেন।’
সাবেক স্বামী জনি ডেপের সঙ্গে আইনি লড়াইয়ে পরাজয়ের পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন হার্ড। গত বছরের জুলাই মাসে তারকা ক্যালিফোর্নিয়ায় নিজের ইউকা ভ্যালি ১.১ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছেন। জনি ডেপের সঙ্গে মানহানির মামলার বিচারের প্রায় এক বছর পরে স্পেনে পাড়ি জমিয়েছেন অ্যাম্বার হার্ড।
২০১৭ সালে বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় হার্ডের। এরপর ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এতে ওই বছরই হার্ডের বিরুদ্ধে ৫ কোটি ডলারের মানহানির মামলা করেন ডেপ। জনি ডেপ বলেন, ‘অ্যাম্বারের ওই লেখা প্রকাশিত হওয়ার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। উপেক্ষা করেছে হলিউড। আমি চাই সত্যটা সামনে আসুক।’
এরপর অ্যাম্বার হার্ডও ১০ কোটি ডলারের পাল্টা মামলা করেন ডেপের বিরুদ্ধে। ডেপের করা মামলার সাক্ষ্য দিতে এসে অ্যাম্বার বলেন, জনি ডেপের সঙ্গে তাঁর প্রেম ছিল ‘জাদুর’ মতো, কিন্তু হঠাৎই সহিংস হয়ে ওঠে সবকিছু। জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করে প্রথমবার নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি জানতে চেয়েছিলেন, ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন, ‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়তো কোনো কৌতুক। এরপরই জনি তাঁর গালে চড় মারেন বলে অভিযোগ করেন হার্ড। হার্ড তাঁর সাক্ষ্যে বলেন, এরপর তাঁকে আরও দুবার চড় মারেন জনি ডেপ।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ডেপ বলেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি, বরং হার্ডই অনৈতিক সুযোগ নিয়েছেন।
ডেপ দাবি করেন, মতের অমিল হলেই তাঁকে চড় কিংবা ধাক্কা দিতেন হার্ড। এমনকি একদিন মদের বোতল ছুড়ে মারেন হার্ড। এতে ডেপের ডান হাতের মধ্যমা আঙুলের ওপরের অংশ কেটে যায়।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৮ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২০ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে