আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের চুইংগাম নিয়ে তুলকালাম। সম্প্রতি তাঁর একটি চিবানো চুইংগাম নিলামে তোলা হয়েছে। অনলাইন নিলাম প্রতিষ্ঠান ‘ইবে’তে চুইংগামটির বিপরীতে দাম হাঁকা হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড ওয়াক অব ফেম অনুষ্ঠানে ‘আয়রন ম্যান’ সিনেমার পরিচালক জন ফাভরিউরের নামের ল্যান্ডমার্ক স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে ডাউনি মজা করে তাঁর মুখ থেকে চুইংগামের একটি টুকরো বের করে ল্যান্ডমার্কটির নতুন তারকাতে আটকে রেখেছিলেন। এক ভক্তের দাবি সেটি তিনি সংগ্রহ করে নিলামে তুলেছেন। এ ঘটনায় রবার্ট ডাউনি জুনিয়রের কোনো বক্তব্য পাওয়া না গেলেও নিলামের বিষয়টি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।
অনলাইন নিলামকারী প্রতিষ্ঠান ‘ইবে’তে নিলাম শুরু হয় ৪০ হাজার ৪৮৪ ডলার থেকে। বর্তমানে দাঁড়িয়েছে ৫৫ হাজার ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ ৭৫ হাজার ৭২৭ টাকা (৩০ মার্চের বিনিময় হার অনুযায়ী)।
নিলামকারী বর্ণনায় লিখেছেন, ‘হ্যালো! আমি সেই ইভেন্টের সময় সেই এলাকায় ছিলাম যেখানে বিখ্যাত অভিনেতা এবং প্রযোজক জন ফাভরিউকে হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছিল। ইভেন্ট চলাকালীন, রবার্ট ডাউনি জুনিয়র নিজেই তাঁর গামটি স্টারে রেখেছিলেন, পরে আমি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি এটিকে যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় বিক্রি করছি। (নিশ্চিত হতে) ডিএনএ পরীক্ষা করা যেতে পারে।’
আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের চুইংগাম নিয়ে তুলকালাম। সম্প্রতি তাঁর একটি চিবানো চুইংগাম নিলামে তোলা হয়েছে। অনলাইন নিলাম প্রতিষ্ঠান ‘ইবে’তে চুইংগামটির বিপরীতে দাম হাঁকা হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড ওয়াক অব ফেম অনুষ্ঠানে ‘আয়রন ম্যান’ সিনেমার পরিচালক জন ফাভরিউরের নামের ল্যান্ডমার্ক স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে ডাউনি মজা করে তাঁর মুখ থেকে চুইংগামের একটি টুকরো বের করে ল্যান্ডমার্কটির নতুন তারকাতে আটকে রেখেছিলেন। এক ভক্তের দাবি সেটি তিনি সংগ্রহ করে নিলামে তুলেছেন। এ ঘটনায় রবার্ট ডাউনি জুনিয়রের কোনো বক্তব্য পাওয়া না গেলেও নিলামের বিষয়টি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।
অনলাইন নিলামকারী প্রতিষ্ঠান ‘ইবে’তে নিলাম শুরু হয় ৪০ হাজার ৪৮৪ ডলার থেকে। বর্তমানে দাঁড়িয়েছে ৫৫ হাজার ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ ৭৫ হাজার ৭২৭ টাকা (৩০ মার্চের বিনিময় হার অনুযায়ী)।
নিলামকারী বর্ণনায় লিখেছেন, ‘হ্যালো! আমি সেই ইভেন্টের সময় সেই এলাকায় ছিলাম যেখানে বিখ্যাত অভিনেতা এবং প্রযোজক জন ফাভরিউকে হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছিল। ইভেন্ট চলাকালীন, রবার্ট ডাউনি জুনিয়র নিজেই তাঁর গামটি স্টারে রেখেছিলেন, পরে আমি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি এটিকে যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় বিক্রি করছি। (নিশ্চিত হতে) ডিএনএ পরীক্ষা করা যেতে পারে।’
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৯ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২১ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে