আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের চুইংগাম নিয়ে তুলকালাম। সম্প্রতি তাঁর একটি চিবানো চুইংগাম নিলামে তোলা হয়েছে। অনলাইন নিলাম প্রতিষ্ঠান ‘ইবে’তে চুইংগামটির বিপরীতে দাম হাঁকা হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড ওয়াক অব ফেম অনুষ্ঠানে ‘আয়রন ম্যান’ সিনেমার পরিচালক জন ফাভরিউরের নামের ল্যান্ডমার্ক স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে ডাউনি মজা করে তাঁর মুখ থেকে চুইংগামের একটি টুকরো বের করে ল্যান্ডমার্কটির নতুন তারকাতে আটকে রেখেছিলেন। এক ভক্তের দাবি সেটি তিনি সংগ্রহ করে নিলামে তুলেছেন। এ ঘটনায় রবার্ট ডাউনি জুনিয়রের কোনো বক্তব্য পাওয়া না গেলেও নিলামের বিষয়টি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।
অনলাইন নিলামকারী প্রতিষ্ঠান ‘ইবে’তে নিলাম শুরু হয় ৪০ হাজার ৪৮৪ ডলার থেকে। বর্তমানে দাঁড়িয়েছে ৫৫ হাজার ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ ৭৫ হাজার ৭২৭ টাকা (৩০ মার্চের বিনিময় হার অনুযায়ী)।
নিলামকারী বর্ণনায় লিখেছেন, ‘হ্যালো! আমি সেই ইভেন্টের সময় সেই এলাকায় ছিলাম যেখানে বিখ্যাত অভিনেতা এবং প্রযোজক জন ফাভরিউকে হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছিল। ইভেন্ট চলাকালীন, রবার্ট ডাউনি জুনিয়র নিজেই তাঁর গামটি স্টারে রেখেছিলেন, পরে আমি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি এটিকে যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় বিক্রি করছি। (নিশ্চিত হতে) ডিএনএ পরীক্ষা করা যেতে পারে।’
আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের চুইংগাম নিয়ে তুলকালাম। সম্প্রতি তাঁর একটি চিবানো চুইংগাম নিলামে তোলা হয়েছে। অনলাইন নিলাম প্রতিষ্ঠান ‘ইবে’তে চুইংগামটির বিপরীতে দাম হাঁকা হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড ওয়াক অব ফেম অনুষ্ঠানে ‘আয়রন ম্যান’ সিনেমার পরিচালক জন ফাভরিউরের নামের ল্যান্ডমার্ক স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে ডাউনি মজা করে তাঁর মুখ থেকে চুইংগামের একটি টুকরো বের করে ল্যান্ডমার্কটির নতুন তারকাতে আটকে রেখেছিলেন। এক ভক্তের দাবি সেটি তিনি সংগ্রহ করে নিলামে তুলেছেন। এ ঘটনায় রবার্ট ডাউনি জুনিয়রের কোনো বক্তব্য পাওয়া না গেলেও নিলামের বিষয়টি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।
অনলাইন নিলামকারী প্রতিষ্ঠান ‘ইবে’তে নিলাম শুরু হয় ৪০ হাজার ৪৮৪ ডলার থেকে। বর্তমানে দাঁড়িয়েছে ৫৫ হাজার ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ ৭৫ হাজার ৭২৭ টাকা (৩০ মার্চের বিনিময় হার অনুযায়ী)।
নিলামকারী বর্ণনায় লিখেছেন, ‘হ্যালো! আমি সেই ইভেন্টের সময় সেই এলাকায় ছিলাম যেখানে বিখ্যাত অভিনেতা এবং প্রযোজক জন ফাভরিউকে হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছিল। ইভেন্ট চলাকালীন, রবার্ট ডাউনি জুনিয়র নিজেই তাঁর গামটি স্টারে রেখেছিলেন, পরে আমি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি এটিকে যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় বিক্রি করছি। (নিশ্চিত হতে) ডিএনএ পরীক্ষা করা যেতে পারে।’
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৬ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১১ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
২০ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
২০ ঘণ্টা আগে