Ajker Patrika

‘দ্য ওয়্যার’ তারকা ল্যান্স রেডডিকের মৃত্যু

‘দ্য ওয়্যার’ তারকা ল্যান্স রেডডিকের মৃত্যু

আগামী ২৪ তারিখ মুক্তি পাবে ‘জন উইক’-এর চতুর্থ কিস্তি। তবে এর আগেই সিনেমাটির দর্শকদের জন্য এল দুঃসংবাদ। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ল্যান্স রেডডিকের মারা গেছেন। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। তাঁর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্বাভাবিক কারণেই ৬০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে।

প্রয়াত অভিনেতাকে ‘জন উইক: চ্যাপটার ৪’ উৎসর্গ করেছেন তাঁর সহ শিল্পী কিয়ানু রিভস এবং সিনেমাটির নির্মাতা চাদ টাহেলস্কি। এক বিবৃতিতে তাঁরা জানান, ‘আমরা মর্মাহত, আমাদের হৃদয় ভেঙে গেছে আমাদের বন্ধু ও সহশিল্পী ল্যান্স রেডডিকের মৃত্যুতে। তিনি কাজ করতে ভালোবাসতেন, তাঁর সঙ্গে কাজ করা আমাদের জন্য আনন্দের ছিল। তার স্ত্রী, সন্তান, পরিবার ও বন্ধুদের জন্য আমাদের সমবেদনা। এই সিনেমা তার স্মরণে উৎসর্গ করা হলো। তাঁকে খুব মিস করব।’

 অভিনেতা ল্যান্স রেডডিক২০০২ থেকে ২০০৮ পর্যন্ত এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ওয়্যার’-অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন ল্যান্স রেডডিক। ‘জন উইক’ সিনেমায় অপরাধীদের আন্ডারগ্রাউন্ড হাব দ্য কন্টিনেন্টাল হোটেলের অভ্যর্থনাকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এই রেডডিক জন উইক সিনেমার চতুর্থ কিস্তির প্রচারণায় ব্যস্ত ছিলেন।

এ ছাড়া দীর্ঘ ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে তাঁকে ‘লস্ট’, ‘সিএসআই: মিয়ামি’, নেটফ্লিক্সের সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’, ‘আমেরিকান হরর স্টোরি: কোভেন’, ‘দ্য ব্ল্যাকলিস্ট’, ‘ওয়ান নাইট ইন মিয়ামি’, ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ ও ‘গডজিলা বনাম কং’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে। এ ছাড়া তাঁকে অ্যানা ডি আরমাস অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্যালেরিনা’ সিনেমায়ও দেখা যাবে। ‘ওয়ান নাইট ইন মিয়ামি’ সিনেমায় অভিনয়ের জন্য এই অভিনেতা ২০২১ সালে স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত