আগামী ২৪ তারিখ মুক্তি পাবে ‘জন উইক’-এর চতুর্থ কিস্তি। তবে এর আগেই সিনেমাটির দর্শকদের জন্য এল দুঃসংবাদ। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ল্যান্স রেডডিকের মারা গেছেন। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। তাঁর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্বাভাবিক কারণেই ৬০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে।
প্রয়াত অভিনেতাকে ‘জন উইক: চ্যাপটার ৪’ উৎসর্গ করেছেন তাঁর সহ শিল্পী কিয়ানু রিভস এবং সিনেমাটির নির্মাতা চাদ টাহেলস্কি। এক বিবৃতিতে তাঁরা জানান, ‘আমরা মর্মাহত, আমাদের হৃদয় ভেঙে গেছে আমাদের বন্ধু ও সহশিল্পী ল্যান্স রেডডিকের মৃত্যুতে। তিনি কাজ করতে ভালোবাসতেন, তাঁর সঙ্গে কাজ করা আমাদের জন্য আনন্দের ছিল। তার স্ত্রী, সন্তান, পরিবার ও বন্ধুদের জন্য আমাদের সমবেদনা। এই সিনেমা তার স্মরণে উৎসর্গ করা হলো। তাঁকে খুব মিস করব।’
২০০২ থেকে ২০০৮ পর্যন্ত এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ওয়্যার’-অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন ল্যান্স রেডডিক। ‘জন উইক’ সিনেমায় অপরাধীদের আন্ডারগ্রাউন্ড হাব দ্য কন্টিনেন্টাল হোটেলের অভ্যর্থনাকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এই রেডডিক জন উইক সিনেমার চতুর্থ কিস্তির প্রচারণায় ব্যস্ত ছিলেন।
এ ছাড়া দীর্ঘ ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে তাঁকে ‘লস্ট’, ‘সিএসআই: মিয়ামি’, নেটফ্লিক্সের সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’, ‘আমেরিকান হরর স্টোরি: কোভেন’, ‘দ্য ব্ল্যাকলিস্ট’, ‘ওয়ান নাইট ইন মিয়ামি’, ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ ও ‘গডজিলা বনাম কং’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে। এ ছাড়া তাঁকে অ্যানা ডি আরমাস অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্যালেরিনা’ সিনেমায়ও দেখা যাবে। ‘ওয়ান নাইট ইন মিয়ামি’ সিনেমায় অভিনয়ের জন্য এই অভিনেতা ২০২১ সালে স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন।
আগামী ২৪ তারিখ মুক্তি পাবে ‘জন উইক’-এর চতুর্থ কিস্তি। তবে এর আগেই সিনেমাটির দর্শকদের জন্য এল দুঃসংবাদ। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ল্যান্স রেডডিকের মারা গেছেন। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। তাঁর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্বাভাবিক কারণেই ৬০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে।
প্রয়াত অভিনেতাকে ‘জন উইক: চ্যাপটার ৪’ উৎসর্গ করেছেন তাঁর সহ শিল্পী কিয়ানু রিভস এবং সিনেমাটির নির্মাতা চাদ টাহেলস্কি। এক বিবৃতিতে তাঁরা জানান, ‘আমরা মর্মাহত, আমাদের হৃদয় ভেঙে গেছে আমাদের বন্ধু ও সহশিল্পী ল্যান্স রেডডিকের মৃত্যুতে। তিনি কাজ করতে ভালোবাসতেন, তাঁর সঙ্গে কাজ করা আমাদের জন্য আনন্দের ছিল। তার স্ত্রী, সন্তান, পরিবার ও বন্ধুদের জন্য আমাদের সমবেদনা। এই সিনেমা তার স্মরণে উৎসর্গ করা হলো। তাঁকে খুব মিস করব।’
২০০২ থেকে ২০০৮ পর্যন্ত এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ওয়্যার’-অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন ল্যান্স রেডডিক। ‘জন উইক’ সিনেমায় অপরাধীদের আন্ডারগ্রাউন্ড হাব দ্য কন্টিনেন্টাল হোটেলের অভ্যর্থনাকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এই রেডডিক জন উইক সিনেমার চতুর্থ কিস্তির প্রচারণায় ব্যস্ত ছিলেন।
এ ছাড়া দীর্ঘ ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে তাঁকে ‘লস্ট’, ‘সিএসআই: মিয়ামি’, নেটফ্লিক্সের সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’, ‘আমেরিকান হরর স্টোরি: কোভেন’, ‘দ্য ব্ল্যাকলিস্ট’, ‘ওয়ান নাইট ইন মিয়ামি’, ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ ও ‘গডজিলা বনাম কং’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে। এ ছাড়া তাঁকে অ্যানা ডি আরমাস অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্যালেরিনা’ সিনেমায়ও দেখা যাবে। ‘ওয়ান নাইট ইন মিয়ামি’ সিনেমায় অভিনয়ের জন্য এই অভিনেতা ২০২১ সালে স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন।
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে২০১৭ সালে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। এমন খবরে সিনেমাপ্রেমীদের হৃদয় ভেঙে গিয়েছিল। আট বছর বিরতির পর আবার পর্দায় ফিরছেন ড্যানিয়েল। দেখা যাবে ‘আনেমোনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ড্যানিয়েলের ছেলে রোনান ডে-লুইস।
২ ঘণ্টা আগেশুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
১২ ঘণ্টা আগে