Ajker Patrika

ঘোড়ার পীঠে চড়ার সময় দুর্ঘটনা, মারা গেলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা

আপডেট : ০৬ মে ২০২৩, ১৫: ৪৮
ঘোড়ার পীঠে চড়ার সময় দুর্ঘটনা, মারা গেলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা

মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট তথা অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা উইয়ার। ঘোড়ার পীঠে চড়ার সময় পড়ে গিয়ে ২৩ বছর বয়সী এই মডেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদন থেকে জানা গেছে, ঘোড়ায় চড়তে ভালোবাসতেন সিয়েনা। গত ২ এপ্রিল শখের বসে ঘোড়ায় চড়েছিলেন তিনি। কিন্তু তখনই ঘটে অঘটন। ঘোড়া উলটে এর নিচে চাপা পড়েন সিয়েনা। সেই চোটেই সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এরপরে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকেরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। তাই শেষমেশ তাঁর পরিবারের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় তাঁর।

অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা উইয়ার২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান তিনি। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল। যদিও এর আগে থেকেই মডেল হিসেবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাঁকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে।

যুক্তরাজ্যে নিজের ক্যারিয়ার দেখছিলেন সিয়েনা উইয়ার। কয়েক দিন আগেই জানিয়েছিলেন, ক্যারিয়ারের জন্য ইংল্যান্ডে চলে যেতে চান তিনি। সেখানেই মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ শুরু করতে চান। শুধু তাই নয়, তাঁর পরিবারের অনেকেই সেখানে থাকেন। এরপর থেকে তাদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত