Ajker Patrika

অস্কারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা কে হুয়ে কোয়ান

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৫: ০০
অস্কারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা কে হুয়ে কোয়ান

এবারের অস্কারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কে হুয়ে কোয়ান। পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট পরিচালিত ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য এই পুরস্কার জেতেন তিনি।

পুরস্কার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে কে হুয়ে কোয়ান বলেন, ‘মা, আমি এইমাত্র অস্কার জিতেছি। আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে এটি আমার সঙ্গে ঘটেছে। আমার স্ত্রী সব সময় বলতেন, একদিন আমার সময় আসবে। স্বপ্ন এমন কিছু, যা আপনাকে বিশ্বাস করতে হবে। দয়া করে আপনার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন।’ তিনিই প্রথম ভিয়েতনামে জন্মগ্রহণকারী অভিনেতা, যিনি অস্কার জিতেছেন।

এ ছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কার্টিস। তিনিও ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর জন্য পুরস্কার জিতেছেন।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কার্টিস ৯৫তম অস্কারে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সব মিলিয়ে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। প্রথমে পায় সেরা পার্শ্ব অভিনেত্রী, এরপর সেরা পার্শ্ব অভিনেতা, এরপর সেরা অভিনেত্রী এবং অরিজিনাল স্ক্রিন প্লের শ্রেষ্ঠত্ব অর্জন করে ছবিটি। এই চার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পর সেরা পরিচালক এবং সেরা এডিটিংয়েও সিনেমাটির নাম ঘোষণা করা হয়।

আর সর্বশেষ সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় এটি। এবারের অস্কারে সবচেয়ে বেশি ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল এই সিনেমা। 

অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত