হাটের দখলে সড়কের একাংশ
সকালবেলা বসে সবজির হাট। একই সঙ্গে ঘাসের হাট। পৌরসভার মূল সড়কে কলেজ বাজারের এ হাট। সড়কের এক পাশ দখল করে কয়েক বছর ধরে বসে। এতে শহরের ব্যস্ততম সড়কে যানজট লেগেই থাকে। ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। তবে হাট কর্তৃপক্ষের দাবি, হাটের মধ্যে জায়গার স্বল্পতার কারণে সড়কের ওপর কিছু সময়ের জন্য হাটে বসে।