Ajker Patrika

১৩ দিনেও শনাক্ত হয়নি দুর্বৃত্তরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫: ১৯
১৩ দিনেও শনাক্ত হয়নি দুর্বৃত্তরা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে একটি অগভীর নলকূপ আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা—এমন অভিযোগ ওঠে। চক ইসলাম গ্রামের ব্যাঙগ্যাড়ি পুকুরপাড়ে ওই অগভীর নলকূপটি অবস্থিত। সেখানে আগুন দেওয়ার ঘটনার প্রতিকার চেয়ে ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসানের কাছে লিখিত আবেদন করেন ভুক্তভোগী আহসান হাবিব। ১৩ দিন পার হলেও ঘটনায় দোষীদের শনাক্ত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

অগভীর নলকূপের মালিক আহসান হাবিব বলেন, ‘আমাদের গ্রামের মাঠে একটি গভীর নলকূপ এবং একটি অগভীর নলকূপ আছে। গভীর নলকূপের মালিকদের সঙ্গে আমাদের বিরোধ চলছে দীর্ঘদিন। তাঁরা আমাদের নিজস্ব জমিসহ গ্রামের অন্য কৃষকদের প্রায় ৭০ বিঘা জমিতে পানি দেয় না। তাই ওই জমিগুলোতে আবাদ করার জন্য একটি অগভীর নলকূপ স্থাপন করে সেচকাজ চালিয়ে আসছিলাম। হঠাৎ সেই নলকূপ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ইউএনও অফিসে লিখিত আবেদন দিয়েছি। কিন্তু ঘটনার ১৩ দিন পার হয়ে গেল কেউ তদন্ত করতেই আসেননি।’

স্থানীয় কৃষক আকরাম হোসেন বলেন, ‘ওই অগভীর নলকূপের আওতায় আমার তিন বিঘা জমি আছে। বর্তমানে আমি কিছু জমিতে সরিষা বপন করেছি। হঠাৎ করে নলকূপের ঘরে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে সেচকাজ বন্ধ রয়েছে। এখন দুশ্চিন্তায় আছি সেচব্যবস্থা নিয়ে।

আরেক কৃষক মতিউর রহমান বলেন, ‘কিছুদিন পরে বোরো ধান রোপণ মৌসুম শুরু হবে। তাই দ্রুত ওই নলকূপ চালুর দাবি জানাচ্ছি।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, যদি ইউএনও অফিস থেকে কৃষকের ওই লিখিত আবেদন থানায় পাঠানো হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি গ্রহণ করা হয়েছে। বেশ কিছুদিন আগের ঘটনা এই মুহূর্তে ঠিক স্মরণ হচ্ছে না, সেটি কোন কর্মকর্তাকে তদন্ত করার জন্য দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান বলেন, অভিযোগ থানায় পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত